এই মুহূর্তে




ভারতের নথি জাল করে পশ্চিমবঙ্গে প্রবেশ করে গ্রেফতার দুই বাংলাদেশি




নিজস্ব প্রতিনিধি,হাবরা: অবৈধভাবে ভারতে প্রবেশ করে ভারতীয় নথি জাল করে গ্রেফতার দুই বাংলাদেশি। হাবরা থানার(Habra P.S.) পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে, শুক্রবার সকালে হাবরা স্টপ কোয়াটার মোড় থেকে দুজনকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে দুই বাংলাদেশি নাগরিকের নাম বিন্ত কুমার সাহা। বাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালী এলাকায়। অপরজনের নাম হরিপ্রসাদ দাস। বাড়ি বাংলাদেশের চাঁদপুর জেলার চর মাসি গ্রামে, থানা বাগেরী।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া দুজনের মধ্যে একজন জাল কাগজপত্র দিয়ে ভারতীয় নথি তৈরি করেছে, আর একজন তৈরি করার চেষ্টা করছিল।প্রায় এক বছর আগে দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করে এবং সেই দালালের হাত দিয়েই ভারতীয় নথি তৈরি করে।এই চক্রের সাথে আর কে কে যুক্ত আছে জানতে দুই বাংলাদেশিকে সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে বারাসত আদালতে(Barasat Court) পেশ করে হাবরা থানা। এর আগেও জাল ভারতীয় নথি পত্র তৈরি এবং চোরাপথে বাংলাদেশিদের প্রবেশ করিয়ে একাধিক ভারতীয় দালাল গ্রেফতার হয়েছে। জাল পাসপোর্ট চক্রে বারাসত সহ একাধিক এলাকা থেকে পুলিশ কর্মী সহ একের পর এক গ্রেফতারের ঘটনা ঘটেছে।

উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র এই চক্রের জাল বিস্তৃত। তাই চক্রকে ধরতে জোর কদমে তৎপর হয়ে উঠেছে পুলিশ প্রশাসন।ধৃত এই দুই বাংলাদেশির সূত্র ধরে পুলিশ এই চক্রে আর কারা কারা যুক্ত তাদের সন্ধান পেতে চাইছে।গত এক বছর ধরে ধৃতদের পাশাপাশি এই চক্র আর কাদের জাল ভারতীয় পরিচয় পত্র তৈরি করে দিয়েছে তা জানতে তদন্ত চলছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কলকাতা বিমানবন্দর এলাকা থেকে ধরা পড়ল ভগবানগোলায় স্বামীকে খুনের ঘটনায় স্ত্রী ও প্রেমিক

বর্ধমানের পালসিট মোড়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ১

ভগবানগোলায় স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগে গ্রেফতার স্বামী

ধর্ষণে অভিযুক্ত তৃণমূল নেতার জামিন আর্জি খারিজ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের

দত্তপুকুরে জলাশয় থেকে বাস কর্মীর মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

অল্পের জন্য প্রাণরক্ষা! রেলব্রিজ থেকে কালনাগিনীতে ঝাঁপ দিয়ে বাঁচলেন দাদু-নাতনি

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ