এই মুহূর্তে




পুলিশকর্মীর মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বাবা ও ছেলে

নিজস্ব প্রতিনিধি,হাড়োয়া: সোশ্যাল মিডিয়ায় ভিডিও ও রিলস বানানোর নাম করে কলকাতা পুলিশের এক পুলিশ কর্মীর নাবালিকা মেয়েকে বাড়িতে ডেকে তার গোপন ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করত বাবা ও ছেলে। এমন অভিযোগের ভিত্তিতে নাবালক ছেলে ও তার বাবাকে গ্রেফতার করল হাড়োয়া থানার(Haroa P.S.) পুলিশ।হাড়োয়া থানার মোহনপুর(Mohonpur) এলাকার বিখ্যাত ইউটিউবার অরবিন্দু মণ্ডল(Arabindu Mandal) ও তার এক নাবালক ছেলে প্রতিবেশী এক নাবালিকাকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ও রিলস বানানোর নাম করে গত কয়েক মাস আগে ডাকে। ভিডিও বানানোর নাম করে রাজ্যের বিভিন্ন প্রান্তে ওই নাবালিকাকে নিয়ে যায় বিখ্যাত ইউটিউবার(You Tuber) অরবিন্দু মণ্ডল ও তার নাবালক ছেলে।

সেখানে বিভিন্ন ভিডিও বানানোর পাশাপাশি ওই নাবালিকার কিছু গোপন ছবি ও ভিডিও তোলে অরবিন্দু। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার নাম করে মাঝেমধ্যেই ওই নাবালিকাকে ধর্ষণ করতো অরবিন্দু ও তার নাবালক ছেলে। ওই নাবালিকা গত শুক্রবার সমস্ত ঘটনার কথা, তার পরিবারের লোকেদের জানায়। তার পরিবারে লোকেরা হাড়োয়া থানায় বাবা ও ছেলের বিরুদ্ধে অভিযোগ জানায়।

অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে হাড়োয়া থানার পুলিশ রবিবার সকালে ওই এলাকা থেকে বিখ্যাত ইউটিউবার অরবিন্দু মণ্ডল ও তার নাবালক ছেলেকে গ্রেফতার করে। পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে অরবিন্দু মণ্ডলকে রবিবার দুপুরে পেশ করা হয়েছে বসিরহাট মহকুমা আদালতে(Bashirhat Court)। তদন্তের সাথে বাবা ও ছেলেকে হাড়োয়া থানার পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে। ওই নাবালিকার গোপন জবানবন্দি আদালতের রেকর্ড করানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

স্ত্রী পুত্রের নথিতে গোলমাল, দেশছাড়া হতে হবে, SIR আতঙ্কে আত্মঘাতী প্রৌঢ়

BLO দের সহায়তার জন্য দেওয়া হচ্ছে সহকারী, ফর্ম ডিজিটাইজেশন নিয়ে ক্ষুব্ধ নির্বাচন কমিশন

কথা দিয়েও বেহালা পশ্চিমের জনতা দরবারে গেলেন না, জেলমুক্তির এক সপ্তাহ পরেও গৃহবন্দি পার্থ

শিবপুরে শুট আউট, আবাসনে ঢুকে মহিলাকে গুলি

বাড়ির উঠোন থেকে উদ্ধার BLO’র দেহ, চাঞ্চল্য এলাকায়

সপ্তাহের মাঝেই শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল, রইল তালিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ