24ºc, Haze
Thursday, 23rd March, 2023 3:49 am
নিজস্ব প্রতিনিধি: বিরোধী কাউন্সিলরদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। ঝালদা (JHALDA) পুরসভার ৬ জন বিরোধী কাউন্সিলর নিয়ে এমনই রায় দিল কলকাতা হাইকোর্ট (HC)। আর এতেই স্বস্তি দেখা দিয়েছে কংগ্রেস শিবিরে।
শুক্রবার বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানি ছিল। শুনানির পরে বিচারপতির নির্দেশ, বিরোধী ৪ কংগ্রেস এবং ২ নির্দল কাউন্সিলরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। মানে, এককথায় বিরোধী কাউন্সিলররা রক্ষাকবচ পেলেন।
উল্লেখ্য, বিরোধী কাউন্সিলরদের আইনজীবী কৌস্তভ বাগচী তাঁর মক্কেলদের জন্য রক্ষাকবচের আবেদন জানিয়েছিলেন। প্রসঙ্গত, গত ২১ নভেম্বর আস্থা ভোটে গরিষ্ঠতা হারিয়েছিল সবুজ শিবির। কংগ্রেস সমর্থন পেয়েছিল নির্দল ২ কাউন্সিলরের। পুরপ্রধানের পদ হারিয়েছিল সবুজ শিবির। অন্যদিকে, ওই পুরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায় দলত্যাগ (তৃণমূল) করেছিলেন। তিনি নির্দল প্রার্থী হিসেবে জয়ী হয়ে পরবর্তীকালে নাম লিখিয়েছিলেন কংগ্রেস শিবিরে। তাঁর দলত্যাগে পুরসভার ১২ আসনে বিরোধী কাউন্সিলের সংখ্যা ৬ থেকে বেড়ে হয় ৭।
উল্লেখ্য, গত পুরসভা নির্বাচনের ফল প্রকাশের পর দেখা গিয়েছিল ঝালদা পুরসভায় ২ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছিলেন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। তাঁকে গুলি করে খুন করা হয়েছিল। উপনির্বাচনে ওই ওয়ার্ড থেকে জয়ী হয়েছিলেন মিঠুন কান্দু। তিনি সম্পর্কে তপনের ভাইপো। কংগ্রেস শিবিরের টিকিটেই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।