নিজস্ব প্রতিনিধিঃ চাকরির পরীক্ষার ইন্টারভিউ হোক কিংবা স্কুলে ভর্তি অথবা বাড়ির ঠিকানা বলাটাও ছিল লজ্জার। এমনকি ছেলে মেয়েদের বিয়ের ক্ষেত্রেও বিড়ম্বনা পড়তে হত। এলাকার নাম শুনলেই বিয়ে বাতিল করে দেওয়া হত। শুধুমাত্র এলাকার নামের কারণে ভাঙছে বিয়ে। গ্রামের নাম বলতে লজ্জা পেতেন এলাকার মানুষজন। এলাকার নাম বললে হাসির খোরাক হতেন স্থানীয়রা। অবশেষে স্থানীয়রাই উদ্যোগ নিয়ে পাল্টে ফেললেন গ্রামের নাম। এমনই ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ ২৪ পরগনার জয়নগর ১ নম্বর ব্লকের হরিনারায়নপুর গ্রাম পঞ্চায়েত এলাকার শরৎপল্লী। দীর্ঘদিন ধরে এলাকার একটি স্থান কাওড়া পাড়া নামে পরিচিত ছিল। তাতেই বিড়ম্বনায় পড়ছিলেন স্থানীয়রা। ফলে নাজেহাল হয়ে নাম বদলানোর উদ্যোগ।
স্থানীয় এক বাসিন্দা জানান, ‘আমাদের ফেলে আসা সেই দিনগুলি আর আমরা ফিরিয়ে আনতে চাইনা। আমাদের এলাকার ছেলে-পুলেরা ধীরে ধীরে শিক্ষিত হচ্ছে। তারা বিভিন্ন কাজের মধ্যে যুক্ত হয়ে পড়ছে। এলাকার বিভিন্ন চিঠি আসা থেকে শুরু করে বিভিন্ন কাগজপত্রে আমাদের গ্রামের নাম কাওড়া পাড়া বলে উল্লেখ থাকছে । মূলত আরো একটি বড় সমস্যা ধীরে ধীরে গ্রামের মেয়েরা বড় হচ্ছে আর তাদের কোথাও বিয়ের সম্বন্ধ আসলে সমাজের কাছে শিক্ষিত হলেও এই কাওড়া পাড়া নামের কারণে বিয়ে থেকে শুরু করে বিভিন্ন শুভ কাজে পিছিয়ে পড়ছিলাম “।
এই স্থানটিতে মূলত সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষদের বসবাস। বর্তমানে শিক্ষার প্রসার, জীবন জীবিকার আমূল পরিবর্তনের কারণে অতীতের সেই ধ্যান ধারণা ও বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে। তাই নাম পরিবর্তন করার জন্য গ্রামের মানুষজন জোটবদ্ধ হয়ে প্রশাসনের বিভিন্ন মহলের দ্বারস্থ হয়। অবশেষে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার নতুন নামকরণ হল “শরৎপল্লী “।
গ্রামের নাম পরিবর্তন হওয়ায় খুশি গ্রামবাসীরা। আর কাওড়া পাড়া নয় এবার শরৎপল্লী। আগামী দিনে তাঁদের পথ চলাতে সাহায্য হবে বলেই আশা গ্রামবাসীদের।