এই মুহূর্তে




বসিরহাটে গভীর রাতে খোলা রাস্তায় আঁকা হয় পাকিস্তানের পতাকা, মুছে দিল পুলিশ




নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: রাতের অন্ধকারে রাস্তার উপরে পাকিস্তানি পতাকা আঁকছিলেন কে বা কারা। পুলিশকে খবর দিলে পুলিশ এসে সেইগুলি মুছে দিয়ে যায়।ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা বসিরহাট মহাকুমার হেমনগর থানার(Hemnagar P.S.) কালিতলা গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায়। কে বা কারা রাতের অন্ধকারে এসে পি ডব্লিউ ডি রোডের(PWD Road) উপরে পাকিস্তানের পতাকা এঁকে দিয়ে যায়, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। বুধবার গভীর রাত্রে কে বা কারা কালিতলা বাজারে(Kalitala Bazar) পাশে বর্তমান ২৪৮ নম্বর বুথে পি ডব্লু ডি রোডের উপর পাকিস্তানের পতাকা(Pakistan Flag) এঁকেছিল। আনুমানিক রাত তিনটে নাগাদ গ্রামবাসীদের মধ্যে জানাজানি হতেই সেই রাতেই হেমনগর থানার বিশাল পুলিশ বাহিনীর একটি দল এসে পাকিস্তানের এই পতাকা মুছে দিয়ে যায়।

এই ঘটনার পর গোটা এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত কাউকে চিহ্নিত করতে পারেনি। তবে যারা এই কাণ্ড ঘটিয়েছে তারা স্থানীয় বলে অনুমান পুলিশের। পুলিশ ওই এলাকায় রাতের দিকে টহলদারি জোরদার করছে। যাতে মধ্যরাতে আর কেউ এই ধরনের ঘটনা ওই এলাকায় না ঘটাতে পারে। সম্প্রতি ভারত পাকিস্তান উত্তেজনা পরিস্থিতিতে একাধিক জায়গায় চলছে প্রতিবাদ। বারাসতে এক মাংসের দোকানে বিক্রেতা ফেসবুকে দেশের প্রধানমন্ত্রী কুরুচিকর ছবি পোস্ট করায় তার দোকানে হামলার ঘটনা ঘটে।

স্থানীয় মানুষ মারধর করে ওই দোকানদারকে। ভাঙচুর করা হয় দোকানটি। শুধু তাই নয় বারাসাতে ফেসবুকে পাকিস্তানের হয়ে পোস্ট করাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। চলে অবরোধ, বিক্ষোভ। শিয়ালদহ স্টেশনেও পাকিস্তান জিন্দাবাদ বলা কে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছিল।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কলকাতায় মেঘলা আকাশ, সকাল থেকেই চলছে বৃষ্টি

কংসাবতী নদী সাঁতরে বাড়ি ফিরতে গিয়ে জলের স্রোতে তলিয়ে গেলেন বলরামপুরের এক ব্যক্তি

কদম্বগাছির পীরগাছাতে শিশুদের ব্যবহৃত প্যাম্পারস কারখানার গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড

চন্দ্রকোনাতে বন্যায় ফের প্রাণ কাড়ল এক যুবকের, উদ্ধার মৃতদেহ

শৌচাগার পরিস্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে প্রাণ গেল ২ ভাইয়ের

মালদায় ‘ম্যাঙ্গো হাব ‘করার দাবি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি আম ব্যবসায়ী সংগঠনের

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ