এই মুহূর্তে




প্রবল বর্ষণে বিপর্যস্ত পাহাড়-সমতল, বিপদসীমার কাছাকাছি তিস্তার জল




নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং ও ঝাড়গ্রাম: প্রবল বৃষ্টিতে পাহাড়ে ধ্বস, বিচ্ছিন্ন যোগাযোগ।প্রবল বর্ষণের জেরে বিপজ্জনক পরিস্থিতি পাহাড়ে। ধ্বসের জেরে বিচ্ছিন্ন একাধিক জায়গা। একাধিক জায়গায় ধ্বসের পাশাপাশি বিরিকদাড়া, শ্বেতিঝোরার মতো এলাকাগুলিতে পাহাড় থেকে বোল্ডার গড়িয়ে পড়ায় নতুন করে বন্ধ হয়ে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। এছাড়াও, মিরিক রোড, দুধিয়া-পানিঘাটা, দার্জিলিংয়ের সুখিয়াপোখরি সহ বেশ কয়েকটি জায়গায় শুক্রবার নতুন ধ্বস নামায় রাস্তা বন্ধ।কালিম্পংয়ে(Kalingpong) একাধিক জায়গায় ধ্বস নামার পাশাপাশি শুক্রবার সকালে ধ্বসে বিদ্যুতের পোল ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্রাম তো বটেই শহরের একাধিক জায়গায় বিদুৎ নেই।

সবমিলিয়ে চরম দুর্ভোগে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। সেবক রোড খোলা থাকলেও যেভাবে তিস্তায় জলস্ফীতি ঘটছে, তাতে এই রাস্তাটি বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা দেখা দিয়েছে। কালিম্পং এবং দার্জিলিং জেলা প্রশাসনের তরফে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। অন্যদিকে,ঝাড়গ্রামেরাস্তার মাঝে এক কোমর জল। ফলে বাংলা – ঝাড়খন্ড(Jharkhand) যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। স্কুল, স্বাস্থ্য কেন্দ্রে পৌছাতে কয়েক কিলোমিটার ঘুরে অন্য রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে । ছোট গাড়ি চলালচল বন্ধ। সমস্যা সমাধান না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানার সোন্দাপাড়া অঞ্চলের মুড়ারি গ্রামের রাস্তার উপর জমা জলে দুর্ভোগ। যোগাযোগ বিচ্ছিন্ন পাশ্ববর্তী রাজ্য ঝাড়খন্ডের সংযোগকারি রাস্তা। গত প্রায় তিন বছর ধরে বৃষ্টি হলেই মুড়ারি মেন রোড পুকুরে পরিনত হয়ে যায়।

পাশ্ববর্তী এলাকার জল এসে জমা হয়ে যায়। এবার অতি বৃষ্টির ফলে প্রায় এক কোমোর এর বেশী জল জমা হয়েছে ঐ রাস্তায়। ফলে ছোটগাড়ি, ট্রেকার ,অটো চলাচল বন্ধ। ঐ রাস্তা পেড়িয়ে মুড়ার হাইস্কুল অথবা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যেতে চরম ভোগান্তির শিকার ছাত্র ছাত্রী সহ সাধারন মানুষ। প্রায় ১৫ টি গ্রামের মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে বারবার। বার বার প্রশাসনকে বলেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। শুধু জমা জল নয়। তার পাশাপাশি নারায়নপুর থেকে ঝাড়খণ্ড বর্ডার পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল। প্রায়ই দূর্ঘটনার কবলে পড়তে হচ্ছে। বিডিও নিজেও একাধিক বার এই পরিস্থিতি সরজমিনে দেখে গেছেন। তারপরও কোনো সুরাহা নেই। রাস্তার উপরই অবস্থান করছে পুকুর।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোমবার চতুর্থীতে অসুর হয়ে হাজির হচ্ছে বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

বারাসতের দক্ষিণপাড়ায় ৪৫৪ বছরের শিবের কোঠার দুর্গাপুজো সংকল্পিত হয় যোধাবাঈয়ের নামে

চাহিদা তুঙ্গে, বর্ধমান থেকে মালয়েশিয়ায় গেল জামদানি

মাত্র ৯৯৯ টাকা ! পুজোয় ঘুরে আসুন ডুয়ার্স থেকে, মিলবে একাধিক সুবিধা

বন্ধ বেলুড় মঠ জেটি ঘাট, একাধিক দাবি নিয়ে কর্মবিরতিতে লঞ্চ কর্মীরা

কেঁচো খুড়তে কেউটে! অপহরণ মামলার তদন্তে নেমে কোটি কোটি প্রতারণা চক্রের হদিশ

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর