এই মুহূর্তে




হিঙ্গলগঞ্জের বিজয়া সম্মেলনীর মঞ্চ থেকে সম্প্রীতির অনন্য নজির তুলে ধরল তৃণমূল নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি,হিঙ্গলগঞ্জ: ধর্ম যার যার উৎসব সবার। এই বার্তাকে পাথেয় করে তৃণমূলের বিজয়া সম্মিলনীতে সম্প্রীতির অনন্য নজির। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জে(Hingalganj) অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী। বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটনের নির্দেশে হিঙ্গলগঞ্জে মহা ধুমধাম করে পালিত হয় বিজয়া সম্মিলনী। সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করতে একেবারে ঝাঁপিয়ে পড়ল। অর্থাৎ আসন্ন ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সাংগঠনিক কাজে আরও গতি আনতে দফায় দফায় কর্মসূচি পালন করছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

হিঙ্গলগঞ্জের বিজয়া সম্মিলনীর সভামঞ্চে দেখা গেল সম্প্রীতির অনন্য নজির ।বিধায়ক দেবেশ মন্ডল সংবর্ধনা দিলেন এলাকার তৃণমূল কর্মী শেখ আইয়ুব আলীকে। পাশাপাশি সভামঞ্চ থেকে সম্প্রীতির বার্তা দেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । হিঙ্গলগঞ্জের সভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ।আসন্ন ২০২৬-এর নির্বাচনকে সামনে রেখে ১ ইঞ্চি ও মাটি ছাড়তে নারাজ তৃণমূল কংগ্রেস অর্থাৎ সাংগঠনিক ক্ষেত্র আরো মজবুত করতে দফায় দফায় কর্মসূচি গ্রহণ করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

হিঙ্গলগঞ্জের বিজয়া সম্মেলনের সভায় উপস্থিত ছিলেন বিধায়ক দেবেশ মন্ডল(MLA Debesh Mandal) হিঙ্গলগঞ্জের ব্লক সভাপতি শহিদুল্লাহ গাজী সহ তৃণমূল কংগ্রেসের অঞ্চল এবং ব্লকের একাধিক নেতা- কর্মীরা।মঞ্চ থেকে তৃণমূল নেতারা সকলেই বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করার ডাক দেন। আগামী বছর বিজেপি রাজ্যে বিধানসভা নির্বাচনে ভরাডুবি হবে বলে জোরের সাথে দাবি করেন তৃণমূল নেতৃত্ব।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

স্ত্রী পুত্রের নথিতে গোলমাল, দেশছাড়া হতে হবে, SIR আতঙ্কে আত্মঘাতী প্রৌঢ়

BLO দের সহায়তার জন্য দেওয়া হচ্ছে সহকারী, ফর্ম ডিজিটাইজেশন নিয়ে ক্ষুব্ধ নির্বাচন কমিশন

কথা দিয়েও বেহালা পশ্চিমের জনতা দরবারে গেলেন না, জেলমুক্তির এক সপ্তাহ পরেও গৃহবন্দি পার্থ

শিবপুরে শুট আউট, আবাসনে ঢুকে মহিলাকে গুলি

বাড়ির উঠোন থেকে উদ্ধার BLO’র দেহ, চাঞ্চল্য এলাকায়

সপ্তাহের মাঝেই শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল, রইল তালিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ