এই মুহূর্তে




নাম বিভ্রাটে ভয়ানক কাণ্ড, বর্ধমান মেডিক্যালে এক রোগীর রক্ত দেওয়া হল অন্য জনকে

নিজস্ব প্রতিনিধি: এক নাম হওয়াতে বড় বিপত্তি ঘটল বর্ধমান মেডিক্যালে। এক রোগীর রক্ত দিয়ে দেওয়া হল অন্য রোগীকে। এই অভিযোগকে ঘিরেই উত্তাল হাসপাতাল চত্বর। ভুল রক্ত দেওয়ার কারণে রোগীর শারীরিক অবস্থার অবনতি হয় বলেও অভিযোগ উঠেছে। সেই কারণেই রোগীকে ICU-এ দিতে হয় বলে অনুমান করছে পরিবারের সদস্যরা। দুই পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনার কথা তারা সুপারকে জানাবে।

যদিও হাসপাতাল সুপার তাপস ঘোষ জানিয়েছেন এই ঘটনা নিয়ে তাঁর কাছে এখনও কোনও অভিযোগ জমা পড়েনি। অভজগ এলে খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। নমিতা বাগদি ও নমিতা মাজি এই দুই নাম নিয়েই যত কাণ্ড। নাম গুলিয়ে ফেলাতে হয়েছে বিপত্তি। জানা গিয়েছে, নমিতা বাগদিকে সাপে কাটলে তিনি বর্ধমান মেডিক্যালে ১৫-১৬ দিন ধরে ভর্তি ছিলেন। অন্যদিকে নমিতা মাজি ওই একও হাসপাতালে রক্তাল্পতার সমস্যা নিয়ে ভর্তি হন। একজনের রক্ত অন্য জনকে দেওয়া প্রসঙ্গে নমিতা বাগদির জা বাতাসি বাগদি অভিযোগ করে বলেন, নমিতা মাজির রক্ত তাঁদের রোগীকে দেওয়ার কারণে কাঁপুনি শুরু হয়। তাই তাঁকে আইসিইউ-তে দেওয়া হয়।

 শনিবার সকালে নমিতা মাজিকা বর্ধমান মেডিক্যালের নিউ বিল্ডিং-এর তিন তলায় ভর্তি করা হয়। তাঁর ছেলে সঞ্জিত মাজি জানান, তাঁর আমার মা অসুস্থ, রক্তের দরকার। প্রয়োজন মত রক্ত আনেন বলেও জানান। তারপরেই তিনি বলেন উপর থেকে ফোনে  জানানো হয় তাঁর আনা রক্ত তাঁর মাকে না দিয়ে অন্য রোগীকে  দেওয়া হয়েছে। ভুল রক্ত দেওয়ার কারণে রোগীর রিঅ্যাকশন হতে শুরু হয়। সঞ্জিত মাজি জানান ডাক্তাররা সব রকম চেষ্টাও করছেন। এই অভিযোগ ওঠার পর সুপার জানান, গাফিলতি হলে যা ব্যবস্থা নেওয়ার হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোনাগাছির যৌনকর্মীরা কার্তিক পুজোয় মেতে উঠলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে

বেআইনি ভাবে পুকুর ভরাটের অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে

হাসপাতাল থেকে উধাও হয়ে যাওয়া সদ্যোজাত শিশুকে ভাঙড় থেকে উদ্ধার করল কলকাতা পুলিশ, গ্রেফতার ২

জগদ্দলে বিজেপির মণ্ডল সভাপতির পদ পাইয়ে দিতে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ RSS নেতার বিরুদ্ধে

অপরিচিতার কাছে শিশু পুত্রকে রেখে ওষুধ কিনতে যান মা, সদ্যোজাতকে নিয়ে উধাও যুবতী

রাজ্য ও ভিন রাজ্যের কয়েকশো বাংলাদেশি হাকিমপুর সীমান্তের পথে, আটক করল বিএসএফ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ