এই মুহূর্তে




ইট দিয়ে থেঁতলে নৃশংস খুনের ঘটনায় দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড




নিজস্ব প্রতিনিধি, আন্দুল: ২০২২ সালের নভেম্বরে হাওড়ার আন্দুল গ্রাম পঞ্চায়েতের পাশে গভীর রাত্রে সূত্রের খবর অনুযায়ী অবৈধ প্রেমজনিত কারণে খুন হতে হয় বিসমিল্লাহকে(Bishmillaha)। মদ্যপানের লোভ দেখিয়ে বিসমিল্লাহকে বাড়ি থেকে বের করে সাবেক শাহ ও নজরুল শেখ। আন্দুল পঞ্চায়েতের পাশেই নিউমার্কেটে নিচে ইট দিয়ে আঘাত করে বিসমিল্লাহকে এবং অত্যধিক মদ্যপান করিয়ে নৃশংস ভাবে খুন করা হয় এই বিসমিল্লাহকে। পরবর্তীতে স্থানীয় সাঁকরাইল থানার পুলিশের তদন্তের ফলে অপরাধী দুইজন সাবেক শাহ(Sabek Saha ) ও নজরুল শেখকে(Nazrul Sk) গ্রেফতার করে।

সাঁকরাইল থানার পুলিশ টানা তিন বছর আইনের ঘেরা টপে মামলা বিচারাধীন থাকার পরে ৩০ শে জুন এই দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে সোমবার ঘোষণা করল মহামান্য হাওড়া আদালত(Howrah Court)। যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে দুজনকে। সরকারি পক্ষের আইনজীবী জানান সাবেক মোল্লার মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল বিসমিল্লার। এটা মেনে নিতে পারেনি সে। তার জন্যই মদ্যপানের প্রলোভন দেখিয়ে বিসমিল্লাহকে বের করে এনে মদ খাইয়ে তারপর ইট দিয়ে মাথা থেতলে খুন করা হয়েছিল। পরবর্তীকালে পুলিশ তদন্তে নেমে দোষী সাব্যস্ত হওয়া দুজনের বাড়ি থেকে রক্তমাখা জামা উদ্ধার করে।

শুধু তাই নয়, যেখানে খুন হয়েছিল সেখানে যে মদের ভাঙ্গা গ্লাস পাওয়া গেছিল তাতে আঙ্গুলের ছাপ ও পাওয়া যায় সাজা প্রাপ্ত আসামিদের। পরিকল্পিতভাবে দুজনে খুন করেছিল। তাই আদালত দুজনকেই সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে। টানা তিন বছর ধরে এই মামলার বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ ইত্যাদি শোনার পর সোমবার এই দুই দোষী ব্যক্তিকে সাজা শোনায় আদালত। যদিও সাজা পাওয়ার পর এই দুজনের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তাদের আইনজীবীরা জানিয়েছেন প্রয়োজনে তারা উচ্চ আদালতে এই  সাজা রদ করার জন্য আবেদন জানাতে পারেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিয়ের দিনই ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু বরের, আনন্দের পরিবেশে শোকের ছায়া

৬ মাস ধরে পুণেতে আটক নদিয়ার দুই ভাই, বাঙালি বিদ্বেষের অভিযোগ

২১-র সমাবেশে সামিল হতে জেলা থেকে আসতে শুরু করল তৃণমূল কর্মীরা

৩ বছরের শিশুকে টেনে নিয়ে গেল চিতা, ডুয়ার্সের চা বাগানে চাঞ্চল্য

সকলের নিষেধ অমান্য করে ঘুম, ভোরবেলা ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ