এই মুহূর্তে




হাওড়ার পিছলদহতে রথ সেজে উঠেছে রামায়ণ-মহাভারতের কাহিনিতে




নিজস্ব প্রতিনিধি,শ্যামপুর: রামায়ন,মহাভারত উঠে এসেছে মহাপ্রভুর রথে। শুক্রবার রথযাত্রার দিন হাওড়ার বিভিন্ন প্রান্ত স্বাভাবিক ভাবেই মুখরিত ছিল রথযাত্রার বাহুল্যে।বলাই বাহুল্য রথের গায়ে কাঠের কারুকার্য দেখতে একদল দর্শক আসেন বৈকি। জগন্নাথ, বলরাম, সুভদ্রারা যখন রথে চড়ে মাসির বাড়ী যান তখন শিল্প রসিকরা তারিয়ে তারিয়ে উপভোগ করেন রথের গায়ে খোদাই করা কারুকার্য। হাওড়ার বিভিন্ন জায়গায় জগন্নাথ, বলরাম,সুভদ্রার রথ হলে ও কোথা ও কোথা ও গৌরাঙ্গ মহাপ্রভুর রথ হয়। শ্যামপুরের পিছলদহ গ্রামে(Pichaldaha Village) শ্রী চৈতন্য মহাপ্রভু পুরী যাওয়ার পথে আড়াই দন্ড বিশ্রাম নিয়েছিলেন।একটি তমাল গাছ আজো তার সাক্ষী বলে জানা গিয়েছে।

এরপর স্বাভাবিক ভাবেই পিছলদহ সন্নিহিত এলাকায় চৈতন্য প্রভাব বাড়ে।পাশের গ্রামের সম্পন্ন ব্যবসায়ী প্রয়াত জগন্নাথ দাস ১৮৮৬ সালে মহাপ্রভুর মন্দির প্রতিষ্ঠা করেন।এরপর তার তিন পুত্র দীননাথ,দয়াল চন্দ্র,নিতাই চন্দ্র বাবার সঙ্গে যোগ্য সঙ্গত দিয়ে মহাপ্রভুর রথের প্রতিষ্ঠা করেন।রথ শিল্পী রথের কাঠে নিপুণ হাতে ফুটিয়ে তোলেন রামায়ন ,মহাভারতের চিত্র।যা আজও সমুজ্জ্বল। কালীয়া দমন, কুরুক্ষেত্র,রাম – রাবনের যুদ্ধ ইত্যাদি আজো খোদিত রয়েছে রথের গায়ে। জানা গিয়েছে ,কালীদহ উত্তরপাড়া দাস বংশের গৃহদেবতা মহাপ্রভু জিউ আজো রথে চড়ে ঘুরে বেড়ান।

ট্রাস্টি গড়া হয়েছে। বর্তমান সভাপতি মধুসূদন দাস,ননী গোপাল দাস ,রমেশ দাসরা জানান,”নিত্য ভোগ হয় মন্দিরে।রথযাত্রা(Rathayatra) উপলক্ষ্যে আগে পুতুল নাচ হলে ও এখন হয় না।তবে মেলা বসে। বিভিন্ন অনুষ্ঠান হয়।”আশপাশের গ্রাম থেকে বহু মানুষ আসেন এই রথ দেখতে।শিল্পীরা দু চোখ ভরে দেখেন রথের কারুকার্য।ভক্তি আর শিল্প সুষমার যুগলবন্দী দেখা যায় কালীদহের রথে। যেখানে পুরানের নানা দৃশ্য জ্বলজ্বল করে আজও। যার মধ্যে রয়েছে শিল্পের এক বিশেষ স্পর্শ। যা ফুটিয়ে তুলেছেন তৎকালীন শিল্পীরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে ‘নীরব’ মোদি

মালবাজারের শালবাড়ীর পাটক্ষেতে নাবালিকার রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে নিউটাউনে গ্রেফতার বিএসএফ কনস্টেবল

ব্যারাকপুর থেকে ছাংগু বাবার দুই সাগরেদকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ

ভয় দেখিয়ে নাবালিকাকে লাগাতার ধর্ষণ, দুই বন্ধুর সশ্রম কারাদণ্ড

আন্দুলে মৃতদেহ দাহ করার পর টাকার বিনিময়ে সার্টিফিকেট মিলছে মুদির দোকানে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ