এই মুহূর্তে




চার হাত নিয়ে ৩০০ বছর ধরে পূজিত হয়ে আসছেন বাগনানের জগন্নাথদেব




নিজস্ব প্রতিনিধি, বাগনান: আজ উল্টোরথ। জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিন ভাই বোন মিলে মাসির আদর যত্ন শেষে ফিরবেন নিজের বাড়ি। মন খারাপ সকলের। কে এমন যত্ন করে খাইয়ে দেবে তাঁদের। এতদিন মাসির বাড়িতে ভালবাসায়, আদরে ছিলেন তিন ভাই বোন। বেশী দুঃখ তো জগন্নাথ দেবের। তাঁরই তো হাত নেই। এই তথ্য কিন্তু হাওড়া ও পূর্ব মেদিনীপুরের সীমান্ত লাগোয়া গ্রামের ক্ষেত্রে খাটে না। জগন্নাথ তো জগতের নাথ। তাই তাঁর হাত না থাকলে চলে! দাদা বলরাম, হলকর্ষণই তাঁর কাজ। তাই তাঁরও হাত রয়েছে। শুধু হাত নেই সুভদ্রার। ছোট বোনকে দুই ভাই মিলে খাইয়ে দেন। এমনটাই মিথ হাওড়া ও পূর্ব মেদিনীপুরের সীমান্ত এলাকা বাগনানের নাউপালা গ্রামে।

এখানে জগন্নাথ-বলরাম চার হাত ও দুই হাত নিয়ে তিনশো বছরের ও বেশি সময় ধরে পূজিত হয়ে আসছেন। সঙ্গে থাকা ছোট বোনের হাত নেই। কিন্তু কেন এমন হল? এই প্রশ্নের উত্তরে নাউপালা ভট্টাচার্য পরিবারের বর্তমান প্রজন্মের সুপ্রিয় ভট্টাচার্য জানান, তিনশো বছরেরও বেশী সময় আগে তাঁদের পূর্বপুরুষদের মধ্যে অযোধ্যানাথ ভট্টাচার্য (যিনি বিদ্যাবাগীশ উপাধিতে ভূষিত ছিলেন) বর্ধমানের মহারাজ জনৈক ঘনশ্যামের গুরুদেব ছিলেন। বয়সের ভারে গুরুদেব একবার শিষ্যের কাছে পুরী যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু অশীতিপর গুরুদেবকে পুরী নিয়ে যেতে পারেননি মহারাজ। তাই বাড়ির কাছেই জগন্নাথ মন্দির তৈরির সিদ্ধান্ত নেন ঘনশ্যাম। অযোধ্যানাথও রাজী হন।

এরপর তৈরি হল মন্দির। বিগ্রহ তৈরির সময়ে বিদ্যাবাগীশ অযোধ্যানাথ স্বপ্নে দেখেন চার হাত সম্বলিত জগন্নাথ ও দুই হাত সম্বলিত বলরামের মূর্তি। বিষয়টি পুরী থেকে আগত শিল্পী জানা মাত্রই তৈরী হল বিগ্রহ। তবে সুভদ্রার হাত এখানে নেই। তারপর থেকেই শুরু হল মন্দিরে জগন্নাথ-বলরাম-সুভদ্রার পুজো। চতুর্ভূজ নিয়ে জগন্নাথদেব এখানে উপবিষ্ট। দ্বিভূজে বলভদ্র। আর হাত না নিয়েই খুশিমনে দাদাদের মাঝে থাকেন অর্জুনপত্নী সুভদ্রা। নীলাচলের ত্রিমূর্তির সঙ্গে এইটুকুই তফাৎ। তবে এখানে ভোগ সহ বাকী অনুসঙ্গ সবই হয় পুরীর মতোই।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ব্যবসায়ীকে উপদেশ দিয়ে নগদ টাকা ও গয়না নিয়ে পালাল পোশাক পরা ‘পুলিশ’

রবিতে দুঃসংবাদ, দক্ষিণবঙ্গের ৭ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

ব্যারাকপুরে তৃণমূল কাউন্সিলরের দাদা সহ ৪ কুখ্যাত দুষ্কৃতী পুলিশের জালে

ভরা দামোদরের জলে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু মামা – ভাগ্নের

বাঁকুড়ায় স্ত্রীকে পুড়িয়ে খুন করায় নাবালক ছেলের সাক্ষ্যে যাবজ্জীবন সাজা প্রাক্তন সেনা কর্মীর

পরিযায়ী শ্রমিকদের হয়ে মুখ খুললেন কোচবিহারের তৃণমূল মুখপাত্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ