এই মুহূর্তে




মালবাজারে চাঞ্চল্য, বিশাল অজগরের থাবায় প্রাণ গেল ছাগলের

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার মাল ব্লকের পূর্ব তেসিমলা চা ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় দেখা মেলে এক বিশালাকার অজগর সাপ(Python)। স্থানীয় সূত্রে জানা যায়, একটি বৃহদাকৃতির অজগর সাপ হঠাৎই চা বাগান লাগোয়া এলাকায় দেখা যায় এবং মুহূর্তের মধ্যেই একটি ছাগলকে পেঁচিয়ে ধরে গিলে খাওয়ার চেষ্টা শুরু করে।ঘটনাস্থলে উপস্থিত শ্রমিক ও বাসিন্দাদের চোখে পড়তেই শুরু হয় চাঞ্চল্য। লোকজন তড়িঘড়ি চিৎকার-চেঁচামেচি করে সাপটিকে ছাগল(Goat) থেকে আলাদা করতে সক্ষম হলেও ততক্ষণে ছাগলটির মৃত্যু ঘটে যায়। এরপর স্থানীয়রা ঘটনার খবর মালবাজার বন দফতরের আধিকারিকদের জানায়।অনেকেই চা বাগানের মধ্যে একটি বড় অজগর সাপ কিভাবে ছাগলকে গিলে খাওয়ার চেষ্টা করছে সেই ছবি মোবাইলে ভিডিও বন্দি করে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মালবাজার বনকর্মীর আধিকারিক । বেশ কিছুক্ষণ চেষ্টা চালিয়ে তারা নিরাপদে সেই অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। বনকর্মীরা জানান, এই বিশাল অজগরটি সম্ভবত খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছিল।বনের প্রাণী হঠাৎ লোকালয়ে চলে আসায় এলাকাজুড়ে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়েছে। বন দফতর স্থানীয়দের সতর্ক থাকার পাশাপাশি বন্যপ্রাণী দেখলে তৎক্ষণাৎ বন দফতরকে জানানোর পরামর্শ দিয়েছে।

বন্যপ্রাণীদের রক্ষা করার দায়িত্ব নাগরিকদের। সেই দায়িত্ব যেন চা বাগানের নাগরিকরা পালন করে। এতে প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে। বন্যপ্রাণীদের রক্ষা করতে হবে প্রকৃতির ভারসাম্য রাখতে গেলে।এর আগে জলপাইগুড়ির চা বাগান এলাকা থেকে একাধিকবার চিতাবাঘ উদ্ধার হয়েছে। খাঁচা পেতে বাঘ ধরা হয়েছে বন দফতরের পক্ষ থেকে। বাঘের আতঙ্কের পাশাপাশি এবার অজগর সাপের আতঙ্ক ছড়িয়ে পড়ল মালবাজার চা বাগান এলাকায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডেঙ্গুর বলি ভাঙড়ের লাঙলপোতার মাজেদা বিবি, আইডি হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় মৃত্যু

নবগ্রামে জঙ্গি সংগঠনের কাছ থেকে পাওয়া ফোন নাম্বারের সূত্র ধরে হানা NIA’ র

SIR ফর্ম হাতে পাওয়ার পর নথি নিয়ে টেনশন, আত্মহত্যা টোটো চালকের!

পার্থের মুক্তি নিয়ে মুখ খুললেন ‘বান্ধবী’ অর্পিতা, কী বললেন?

সামশেরগঞ্জের পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু গাজিয়াবাদে

জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি লিট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ