এই মুহূর্তে




জাঙ্গিপাড়ায় দীর্ঘ ৭ ঘন্টার চেষ্টায় গভীর নলকূপ থেকে কঙ্কাল সার দেহ উদ্ধার পুলিশের




নিজস্ব প্রতিনিধি ,জাঙ্গিপাড়া: দীর্ঘ সাত ঘন্টার চেষ্টায় গভীর নলকূপ থেকে কঙ্কাল সার দেহ উদ্ধার করল পুলিশ।বিবাহ বহির্ভুত সম্পর্ক বজায় রাখতে স্বামীকে খুন করে গভীর নলকূপে দেহ লোপাটের অভিযোগে রবিবার সকালে স্ত্রী সহ চার জনকে গ্রেফতার করে জাঙ্গিপাড়া থানার(Jangipara P.S.) পুলিশ।রবিবার ধৃতদের পুলিশি হেফাজতে চেয়ে শ্রীরামপুর আদালতে(Sreerampore Court) পাঠায় পুলিশ।অভিযুক্ত দের চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত।রবিবার বিকাল সাড়ে পাঁচটা নাগাদ অভিযুক্ত দের নিয়ে ঘটনা স্থলে গিয়ে গভীর নলকূপ থেকে প্রায় সাত ঘন্টার চেষ্টার পর গভীর রাতে স্বামীর কঙ্কাল সার মৃতদেহ উদ্ধার করে জাঙ্গিপাড়া থানার পুলিশ।উল্লেখ্য, মাস দেড়েক আগে নিখোঁজ হয় চন্ডিতলা থানার মশাট এলাকার বাসিন্দা রবীন রুইদাস(Rabin Rui Das)।

বেশ কিছুদিন ধরে জাঙ্গিপাড়ার কানাইপুরে শ্বশুর বাড়িতে বসবাস করছিলেন রবিনবাবু । দেড় মাস আগে শ্বশুর বাড়ি থেকেই নিখোঁজ হন রবিন রুইদাস।নিখোঁজের অভিযোগ হয় জাঙ্গিপাড়া থানায়। পুলিশ ঘটনার তদন্তে নেমে জানাতে পারে রবিন কে খুন করা হয়েছে। খুনের সাথে যুক্ত তার স্ত্রী অপর্ণা রুইদাস।পুলিশি তদন্তে উঠে আসে খুনের পর দেহ লোপাটের তথ্য।কানাইপুর এলাকার কৃষি জমিতে সেচের জন্য বসানো আছে গভীর নলকূপ।

সেই নলকূপের গর্তে দেহ ফেলে লোপাট করা হয়েছে বলে স্বীকার করে নেয় অপর্ণা রুইদাস।মৃত রবিন রুইদাসের পরিবারের দাবি ,অপর্ণার একাধিক পুরুষের সাথে বিবাহ বহির্ভুত সম্পর্ক ছিল।সেই নিয়ে অশান্তি লেগেই থাকতো।অবৈধ সম্পর্ক বজায় রাখতেই স্বামী রবিনকে খুন করে গভীর নলকূপে ফেলে দেয় অপর্ণা(Aparna)।মৃত রবিন রুইদাসের পরিবারের তরফে অপর্ণার একাধিক পুরুষের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক সম্মন্ধে পুলিশকে জানানো হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। এরপরই তদন্তে নেমে রবিবার দীর্ঘ প্রচেষ্টায় তার স্ত্রীর উপস্থিতিতেই স্বামীর মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয় জাঙ্গিপাড়া থানার পুলিশ।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বুধবার নিম্নচাপ ঝাড়খণ্ডে সরলেও সমুদ্র থাকবে উত্তাল, ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পঞ্চম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ ডালখোলা

ভরতপুরে জাল আধারকার্ড চক্র,পুলিশের জালে ২পাণ্ডা

সোনারপুর কলেজে ছাত্রীকে দিয়ে মাথা মালিশে অভিযুক্ত তৃণমূলের ছাত্র নেতা

ইংলিশবাজারে সংঘর্ষে আহত পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়াররা, ভাঙচুর দোকানপাট, বাড়িঘর

SSCর বিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত খারিজ সহ ৩ আর্জি নিয়ে হাইকোর্টে মামলা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ