27ºc, Haze
Saturday, 13th August, 2022 11:25 pm
নিজস্ব প্রতিনিধি: পুরুলিয়া জেলার ঝালদা (JHALDA) উপনির্বাচনে দেখা গেল সৌজন্যের রাজনীতি। কয়েক মাস আগে এই পুরসভার ২ নম্বর ওয়ার্ডে কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে পরিস্থিতি ছিল উত্তপ্ত। তবে উপনির্বাচনে দেখা গেল কংগ্রেস (CONGRESS), তৃণমূল (TMC) এবং বিজেপি (BJP) প্রার্থীর সৌজন্য। একসঙ্গে বসে খাবার খেলেন প্রার্থীরা। দিলেন আড্ডাও। উল্লেখ্য, নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দুর (১২ নম্বর ওয়ার্ড) আবেদনে উপনির্বাচনে প্রার্থী দেয়নি বাম।
উপনির্বাচনের দিন দেখা গেল সৌজন্যের ছবি। ভোট গ্রহণ কেন্দ্র ঝালদা হাইস্কুলে সকাল থেকে বসে আড্ডায় মেতেছিলেন তৃণমূল, কংগ্রেস এবং বিজেপি প্রার্থী। মাঝেমাঝেই চলছে চা, বিস্কুট শহর টুকটাক খাওয়া। আর দুপুরেও ৩ প্রার্থী খেলেন একসঙ্গে বসেই। গাছের তলায় খেতে খেতে চলল আড্ডা। বিকেলে বসেছিল চায়ের আসর। দুপুরের খাবার এনেছিলেন কংগ্রেস প্রার্থী। তা ভাগ করেই খেলেন ৩ শিবিরের প্রার্থী।
এই প্রসঙ্গে তৃণমূল প্রার্থী জগন্নাথ রজক বলেন, দুঃখজনকভাবে খুন হয়েছিলেন তখন কান্দু। তবে সেই ঘটনা বিচ্ছিন্ন। ভূত প্রতিবার আসবে যাবে তবে নিজেদের মধ্যে বিবাদ কেন? বলেন, এখানে সকলের সঙ্গে সকলের সম্পর্ক ভালো। কংগ্রেস প্রার্থী মিঠুন কান্দু বলেন, পাড়ায় সকলেই মিলেমিশে থাকা হয়। এটাই এখানের সংস্কৃতি। বিজেপি প্রার্থী পরেশ চন্দ্র দাস বলেন, ঝালদার পরিবেশ শান্ত।
রবিবারের উপনির্বাচনে নিরাপত্তা ছিল কড়া। মোট ভোট পড়েছে ৮১ শতাংশ। ৩ শিবিরের প্রার্থীই বলছেন, ২৯ জুন ফলাফল (ELECTION RESULT) যাই হোক না কেন, ঝালদার সম্প্রীতি থাকবে অটুট।