এই মুহূর্তে




কালীগঞ্জ উপনির্বাচনেও সবুজ ঝড়, বাবার আসন ধরে রাখলেন মেয়ে




নিজস্ব প্রতিনিধি: মুখ থুবড়ে পড়ল বিজেপির হিন্দুত্বের তাস। বাম-কংগ্রেসের মাটি কামড়ে লড়াই কাজে এলো না। কালীগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনে সবুজ ঝড়ে খড়কুটোর মতো উড়ে এল বিরোধীরা। তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ জিতলেন ৪৯,৭৫৫ ভোটের ব্যবধানে। তিনি পেয়েছেন ১০২১৭৯টি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী আশিসকুমার ঘোষ পেয়েছেন ৫২৪২৪ ভোট। আর ২৮২৬২ ভোট পেয়ে থার্ড বয় হয়েই সন্তুষ্ট থাকতে হল বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখকে। ২০২১ সালের নির্বাচনে তৃণমূল প্রার্থী নাসিরুদ্দিন (লাল) আহমেদ ৪৬,৯৮৭ ভোটে জয়ী হয়েছিলেন। চার বছর পর পিতার জয়ের ব্যবধানকেও ছাপিয়ে গেলেন কন্যা।

তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমদের অকালপ্রয়াণের কারণে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনে উপনির্বাচনের আয়োজন করা হয়েছিল। গত বৃহস্পতিবার (১৯ জুন) ভোট নেওয়া হয়। উপনির্বাচনে ভোট পড়েছিল সাড়ে ৭২ শতাংশ। যা নজিরবিহীন বটেই। ফলে জল্পনা চলছিল, তবে কি কোনও অঘটন ঘটবে? সোমবার (২৩ জুন) সকাল থেকে কড়া নিরাপত্তায় শুরু হয় ভোটগ্রহণ। প্রথম রাউন্ড থেকেই বাকি দুই প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে এগিয়ে যেতে থাকেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। তারপর থেকে প্রতিটি রাউন্ড ব্যবধান বাড়িয়ে প্রতিপক্ষদের তুলনায় এগিয়ে গিয়েছেন। এক সময়ে ধরাছোঁয়ার বাইরে চলে যান।

প্রথম স্থান নয়, দ্বিতীয় স্থান নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে কংগ্রেস ও বিজেপি প্রার্থীর মধ্যে। কোনও রাউন্ডে কংগ্রেস প্রার্থী দ্বিতীয় স্থানে থেকেছেন, কখনও বিজেপি প্রার্থী। নবম রাউন্ডে বাম-কংগ্রেস সমর্থিত প্রার্থীকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসেন বিজেপি প্রার্থী। শেষ পর্যন্ত সেকন্ড বয় হিসাবেই দৌড় শেষ করেন। ১৮ তম রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ ৪৮ হাজার ভোটে এগিয়ে যেতেই আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল নেতা-কর্মীরা। প্রার্থীকে নিয়ে জয়োল্লাসে মেত ওঠেন।

বাবার আসন ধরে রাখতে পেরে খুশি তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। বিশাল জয় নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘কালীগঞ্জের মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মযজ্ঞের উপরে আস্থা রেখেছেন। দর্মের বিষ ছড়ানোর চেষ্টা করেছিলেন যারা, তাদের মুখে ঝামা ঘষে দিয়েছেন। এই জয মা-মাটি-মানুষের। বাবার (প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ)অসমাপ্ত কাজ সম্পূর্ণ করব।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জয়নগরের দক্ষিণ বারাসতে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে তৈরি হল বৈদ্যুতিক চুল্লি

ন্যাজাটে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় গ্রেফতার বিজেপি নেতা সহ ২

বুধবার নিম্নচাপ ঝাড়খণ্ডে সরলেও সমুদ্র থাকবে উত্তাল, ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পঞ্চম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ ডালখোলা

ভরতপুরে জাল আধারকার্ড চক্র,পুলিশের জালে ২পাণ্ডা

সোনারপুর কলেজে ছাত্রীকে দিয়ে মাথা মালিশে অভিযুক্ত তৃণমূলের ছাত্র নেতা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ