এই মুহূর্তে




খড়দহে বিধবা মহিলাকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ২, পলাতক আরও ২




নিজস্ব প্রতিনিধি, রহড়া: খড়দহে বিধবা মহিলাকে গণধর্ষণের অভিযোগ চার যুবকের বিরুদ্ধে । ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি দুজন পলাতক। তাদের খুঁজেছে পুলিশ। অভিযোগ প্রত্যাহার করে নিতে নির্যাতিতাকে পাল্টা চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ সামনে এসেছে। নির্যাতিতার অভিযোগ, এই ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতীরা অভিযোগ প্রত্যাহার না করলে তার ছেলেকে খুন করবে বলে ভয় দেখাচ্ছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা সোমবার রাতে বাড়িতে একাই ছিলেন। তিনি কাজে বাইরে বেরিয়েছিলেন।

অভিযোগ, সে সময়ে চার জন তাঁকে টেনে নিয়ে যায় স্থানীয় ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন আমবাগানের ভিতরে। সেখানেই তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। একে একে চার জন তাকে উলঙ্গ করে নিজেদের জন্য লালসা মেটায়। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা আমবাগানের ভিতর থেকেই ওই মহিলাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদে সোচ্চার হান গ্রামবাসীরা।

এরপরই রহড়া থানায়(Rahara P.S.) অভিযোগ দায়ের করা হয়। দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি দুজন পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে বিভিন্ন এলাকায়।নির্যাতিতার বক্তব্য, “চার জন মিলে প্রথমে আমার মেয়েদের চায়। আমি রাজি না হলে পরে চার জন মিলে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। যাওয়ার সময়ে হুমকি দিয়ে যায়, যদি থানায় যাই, তাহলে ওরা আমার ছেলেকে মেরে দেবে। ওরা ক্রিমিন্যাল।”এই গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের (Patulia Gram Panchayet)সদস্য সাফিয়ার রহমান। তিনি বলেন, “আমাদের এলাকায় এই ধরনের ঘটনা আগে কখনও শোনা যায়নি। আমরা শিহরিত। পুলিশ দ্রুত বাকি অভিযুক্তদের খুঁজে বার করুক। তবে কেউ যদি এই ধরনের কাজ করে, তাহলে তার শাস্তি অবশ্যই হওয়া উচিত।” পুলিশ নির্যাতিতার বয়ান যাচাই করে দেখছে। মেডিকেল পরীক্ষার জন্য ওই নির্যাতিতাকে পাঠানো হয়েছে। যে দুজনকে পুলিশ গ্রেফতার করেছে তারা হলেন শেখ জাভেদ ও মোহাম্মদ সোনা বাবু।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,উত্তর২৪ পরগনার রহড়ায় বিধবা মহিলাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ , মহিলাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত এক । রহরা থানার দাঙ্গাদিঘিলা উত্তরপাড়ার বাসিন্দা বছর 37-এর এক মহিলা সোমবার রাতে পাশেই একটি বাড়ি থেকে ফেরার সময় বাড়ির কাছ থেকে স্থানীয় বেশ কিছু যুবক রাস্তা আটকে মহিলাকে অপহরণ করে নিয়ে যায়। মহিলার সঙ্গে একজন পরিচিতি বাসিন্দা ছিলেন তাকে মারধর করে মহিলাকে তুলে নিয়ে যায় । একটি পরিত্যাক্ত জায়গায়, ৪ জন যুবক মিলে ওই মহিলাকে গণধর্ষণ করে বলে অভিযোগ । রহড়া থানায় ওই বিধবা মহিলা লিখিত অভিযোগ জানানোর পর পুলিশ জাভেদ ও বাবুসোনা নামে দুজনকে গ্রেপ্তার করেছে । স্থানীয় পঞ্চায়েত সভাপতি ঘটনার নিন্দা করে জানান এরা প্রত্যেকেই কামারহাটি বাসিন্দা এখানে ভাড়া থাকে । দশদিনের পুলিশী আবেদন চেয়ে ধৃত দুই জনকে ব্যারাকপুর মহাকুম আদালতে পাঠিয়েছে রহড়া থানার পুলিশ। বাকি দুজন আকবর এবং আলামিন পলাতক। সম্পূর্ণ ঘটনার তদন্তে রহড়া থানার পুলিশ।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নদিয়াতে নয়া পদ্ধতিতে বেকার যুবক-যুবতীদের চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, ধৃত ১

ব্যতিক্রমী চাষের কাঁঠাল নদিয়ার কৃষকদের মুখে ফোটাচ্ছে চওড়া হাসি

অনুব্রতর আফসোস নিমন্ত্রণ পেলেন না বিয়েতে, আরএসএস করে লাভ হবে না বুঝেছেন, বললেন উদয়ন গুহ

শনি-রবি আরও বাড়বে ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় নামবে বিপর্যয়?

ঘরে অপেক্ষায় নববধূ, বৌভাতের কেনাকাটা করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারাল যুবক

জামালপুরে বৃদ্ধা খুনের ঘটনার ৮ ঘন্টার মধ্যে ধরা পড়ল দুই খুনি

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর