এই মুহূর্তে




রাজ্যে শুরু SIR, জেনে নিন আপনার বাড়িতে কবে নথি দেখতে যাবেন নির্বাচন কমিশনের সদস্যরা

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে শুরু হল SIR। মঙ্গলবারই অনুষ্ঠিত হচ্ছে স্বীকৃত রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের সর্বদলীয় বৈঠক। ২৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারতের সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে SIR শুরু হচ্ছে। সোমবার দুই নির্বাচন কমিশনার এসএস সান্ধু ও বিবেক যোশীকেসঙ্গে নিয়ে দেশের ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ চালুর কথা ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

প্রসঙ্গত, ১৯৫১ সালে ভারতে হয়েছিল প্রথম SIR। এ পর্যন্ত মোট ৮ বার বিশেষ নিবিড় সংশোধন হয়েছে এ রাজ্যে। ২১ বছর আগে শেষ এসআইআর হয়েছে ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত। নবম বারের প্রথম পর্বের SIR হয়েছে বিহারে। দ্বিতীয় পর্বের এসআইআর হবে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়, গোয়া, গুজরাত, মধ্যপ্রদেশে। কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ, পুদুচেরি, আন্দামান ও নিকোবর দ্বীপপুজনেও SIR চালু হবে। অসমে SIR হচ্ছে না।

কেন্দ্রীয় নির্বাচন কমিশন সোমবার রাত ১২টাতেই ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটার তালিকা ফ্রিজ করে দিয়েছে। এই সময় বন্ধ থাকবে ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় কাজ। ২৮ অক্টোবর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এনুমেরেশন ফর্ম ছাপানোর কাজ। BlO দের প্রশিক্ষণ দিয়ে এনুমেরেশন ফর্ম দেওয়ানো হবে। প্রশিক্ষণ শেষে ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে এনুমেরেশন ফর্ম দেবেন BLO রা।

কেউ যদি এই সময়ে রাজ্যের বাইরে যান, অথবা যারা প্রবাসী তারা অনলাইনেও ফর্ম ফিল আপ করতে পারবেন। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর। তালিকা নিয়ে অভিযোগ থাকলে ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে জানাতে হবে। পরবর্তী পর্যায়ে ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে অভিযোগ শোনা এবং খতিয়ে দেখার কাজ। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

প্রাক এনুমারেশন, এনুমারেশন এবং এনুমারেশন-পরবর্তী পর্যায় এই তিন ধাপে SIR হবে।  প্রাক এনুমারেশন পর্বে রয়েছে, বুথ লেভেল অফিসার (বিএলও), নির্বাচনী নিবন্ধন আধিকারিক (ইআরও) এবং অন্যান্যদের প্রশিক্ষণ। সেই সঙ্গে আগের ভোটার তালিকার সঙ্গে তথ্য মিলিয়ে দেখা এবং রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে পুরো বিষয়টি ব্যাখ্যা করা।

এরপর এনুমারেশন পর্ব। তাতে থাকবে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ, সংগ্রহ এবং মিলিয়ে দেখার কাজ। ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে সর্বোচ্চ ১২০০ ভোটারের সংখ্যা নির্ধারণের বিষয়টিও চূড়ান্ত হবে এই পর্বে।

এনুমারেশন-পরবর্তী পর্যায়ে রয়েছে, খসড়া ভোটার তালিকা প্রকাশ। যাদের নাম মেলেনি তাঁদের নোটিস পাঠানো, দাবি এবং আপত্তি সংক্রান্ত শুনানি এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। সোমবার পর্যন্ত যাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, তাঁরা সকলে এনুমারেশন ফর্ম পাবেন। যাঁরা এনুমারেশন ফর্ম জমা দেবেন, তাঁদের সকলের নাম খসড়া তালিকায় উঠবে।

ভোটার তালিকায় নাম থাকতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, বয়স হতে হবে ১৮ বছর বা তার বেশি, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় থাকতে হবে, কোনও আইনে ভোট দেওয়ার অধিকার বাতিল হলে চলবে না। যারা বাইরে থাকেন কোনও কারণে তাঁকে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। ‘ইসিআই নেট অ্যাপ’ থেকে তথ্য আপলোড করা যাবে। কারও নাম দু’জায়গায় থাকলে দুটো ফর্মে আবেদন করবেন না। করলে একটিই গৃহীত হবে। খসড়া ভোটার তালিকায় নাম উঠলেও যাঁদের নাম ‘ম্যাপিং’-এ নেই, কিন্তু ১২টি নথির (আধার-সহ) কোনও একটি বা একাধিক রয়েছে, তাঁদের প্রত্যেকের ক্ষেত্রে শুনানি হবে। তার পর হবে চূড়ান্ত সিদ্ধান্ত। ভোটার তালিকায় ‘ম্যাপিং’-এর অর্থ চলতি বছর প্রকাশিত সর্বশেষ ভোটার তালিকার সঙ্গে ২০০২ সালের শেষ এসআইআর-তালিকা মিলিয়ে দেখা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পথ দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

এগরায় জমি বিবাদ ঘিরে সংঘর্ষ, দু’পক্ষের বাড়িতে আগুন

মানতে পারেননি ছেলের মৃত্যুশোক, ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মা

চন্দ্রকোণাতে ৬৯ হাজার টাকার খুচরো পয়সা দিয়ে নতুন স্কুটি কিনলেন চা বিক্রেতা, গুনতে সময় লাগলো ২ ঘণ্টা

ঠাকুরনগরের আমরণ অনশন মঞ্চে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ঘোলার বাসিন্দা নিতাই মণ্ডল

কালনার রাস্তায় বালুরঘাটের এনুমারেশন ফর্ম! উদ্ধারের পর রাজনৈতিক তরজা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ