27ºc, Haze
Tuesday, 28th March, 2023 11:23 pm
নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি। নবান্ন থেকে জেলায় জেলায় বিশেষজ্ঞদের টিম পাঠাচ্ছে নবান্ন।জেলাশাসকদের এলাকায় গিয়ে পরিদর্শন করতে হবে। নজরদারি পরিমাণ আরো বাড়াতে হবে। কোথায় কোথায় আবর্জনা জমছে তা দেখতে মহকুমা শাসক(SDO) বা বিডিওদের মাঠে নামাতে হবে। আপনারা নজরদারি আরো বাড়ান। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা শাসকদের মঙ্গলবার নবান্ন থেকে কড়া বার্তা মুখ্য সচিবের(CS)। মুখ্য সচিব এদিন কয়েকটি জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন। সেই বৈঠকেই এই নির্দেশ দেন বলেই নবান্ন(Nabanno) সূত্রে খবর। স্বাস্থ্য সচিব সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন মুখ্য সচিব।
বৈঠকে ডেঙ্গি পরিস্থিতি সামগ্রিক বিষয় খতিয়ে দেখা হয়। জেলায় জেলায় নজরদারি বাড়ানোর নির্দেশ আরও কড়া ভাবে দেওয়া হয় স্বাস্থ্য দপ্তরকে। বিশেষজ্ঞদের নিয়ে তৈরি চিকিৎসক দল যাতে আরো বেশি করে নজরদারি করে চিকিৎসা নিয়ে তা নিয়েও এদিনের বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। জলপাইগুড়ি(Jalpaiguri) ও দার্জিলিং জেলাশাসকদের বিশেষভাবে সতর্ক হতে নির্দেশ দেওয়া হয়েছে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সমস্ত রকম পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। শিলিগুড়ি (Siliguri)এলাকায় ডেঙ্গু পরিস্থিতিতে বিশেষ নজর দিতে বলেন মুখ্য সচিব। এ নিয়ে দার্জিলিংয়ের জেলা শাসক কে তিনি কড়া নির্দেশ দেন ।
প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,রাজ্যে ক্রমশ বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলি জেলার ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে। পিছিয়ে নেই শিলিগুড়ি । প্রতিদিন রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে স্বাস্থ্য দফতরের(Health Department) তরফে ডেঙ্গু মোকাবিলায় রাজ্যের বিভিন্ন জায়গায় নজরদারি টিম পাঠানো হবে বলে জানানো হয়েছে। ডেঙ্গু পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যের বিভিন্ন জেলায় যাবে বিশেষ টিম(Special Team)। রাজ্য স্বাস্থ্য দফতরের এই দলের কাজ মূলত, এলাকায় এলাকায় গিয়ে ডেঙ্গু পরিস্থিতি কেমন তা খতিয়ে দেখা। পাশাপাশি নির্দিষ্ট জেলায় কেমনভাবে চলছে ডেঙ্গুর চিকিৎসা, ফিভার ক্লিনিক কেমন চলছে, সেগুলি ঠিক মতো কাজ করছে কিনা এই সমস্ত বিষয় খতিয়ে দেখবে ওই দল। এই নজরদারি দলে বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকবেন।