এই মুহূর্তে




বঙ্গের জনতার ক্ষমতা দেখবে এবার দিল্লি, জোড়াসাঁকোর প্রতিবাদ মঞ্চ থেকে হুংকার অভিষেকের

নিজস্ব প্রতিনিধি: গত সাত দিনে নির্বাচন কমিশন এসআইআর ঘোষণা করার পর আমরা যে সাতজন সহ নাগরিককে হারিয়েছি তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। মাত্র দুদিনের দিনের ব্যবধানে এই সভা মহা মিছিল। রাস্তার দু’ধারে যেভাবে মানুষ মিছিল দেখার জন্য দাঁড়িয়েছিলেন যেভাবে আশীর্বাদ করেছেন আজকে কলকাতা এটাই প্রমাণ করে দিল আগামী দু মাসের মধ্যে এই জনতা দিল্লিতে কি করতে পারে তা যেন বিজেপি ভেবে দেখে। মঙ্গলবার বি আর আম্বেদকরের মূর্তি সামনে থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিলের শেষে প্রতিবাদ মঞ্চ থেকে এভাবেই কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Bandopadhay)। তিনি বলেন,এই মমতা বন্দ্যোপাধ্যায়(Mamta Banerjee) যখন তৃণমূল কংগ্রেস তৈরি হয়নি সেই সময় কংগ্রেসের ব্যানার থেকে মানুষের ভোটাধিকার প্রয়োগ এবং আইডেন্টিটি কার্ড চালুর জন্য আন্দোলন সবার প্রথম করেছিলেন। সেই সময় তিনি যে আন্দোলন করেছিলেন তা আজও স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। আগামী দিনও যদি আমাদের রাস্তায় নামতে হয় বিজেপির বিরুদ্ধে আমরা সর্বশক্তি নিয়ে রাস্তায় নামবো। কিন্তু আমরা দিল্লিতে বিজেপির কাছে আত্মসমর্পণ করব না।

তৃণমূলকে ধমকে চমকে কাজ হবে না। কেন্দ্রকে কড়া আক্রমণ অভিষেকের। দিল্লির কাছে মেরুদন্ড বিক্রি করব না। কোন কারণেই বিজেপির কাছে মাথা নত করবো না বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য গত বিধানসভা নির্বাচনে একদিকে দশ কোটি মানুষের আশীর্বাদ অপরদিকে ইডি(ED) সিবিআই(CBI) এবং সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের একাংশ সংবাদমাধ্যমের একাংশ সকলের বিরুদ্ধে লড়াই করে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। মানুষের মৌলিক অধিকার রক্ষায় বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশন কেও মিছিলের শেষে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির(Jorasako Thakurbari) সামনে প্রতিবাদ মঞ্চ থেকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এতদিন মানুষ বাঁচত সরকার আর এখন ভোটার বাঁচছে সরকার। মতুয়া সম্প্রদায়ের প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বার্তা বিজেপি যে সিএএ ক্যাম্প খুলে ফাঁদ পেতেছে তাতে কেউ পা দেবেন না যদি পা দেন তাহলে অসমে যে পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতি হবে আপনাদের। বৈধ ভোটার বাদ গেলে দিল্লিতে আন্দোলন হবে।

বঙ্গের জনতার ক্ষমতা দিল্লি দেখবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন প্রতিবাদ মঞ্চ থেকে সেখানে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন আপনারা দিল্লিতে গিয়ে আন্দোলন করার জন্য প্রস্তুত হাত তুলে সমর্থন জানান। অভিষেকের স্পষ্ট হুংকার বাংলার কি ক্ষমতা দিল্লি তা দেখবে এবার। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন আগামী ২০২৬ সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় কে মুখ্যমন্ত্রী করার লড়াই শুধু নয় আগামী নির্বাচনে বিজেপিকে শূন্য করা লড়াই। যারা বিগত দিনে বোতাম টিপে ৫০০ টাকার নোট বাতিল করেছে বোতাম টিপে একশ দিনের কাজের টাকা বন্ধ করেছে বোতাম টিপে আধার কার্ড বাতিল করেছে তাদের বিরুদ্ধে লড়াই লড়তে হবে। জবাব দিতে হবে আগামী বছর ২০২৬এর বিধানসভার নির্বাচনে ভোট মেশিনে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মমতার এসআইআর ফর্ম নেওয়া নিয়ে ‘ভুয়ো খবর’ ছড়ানোর পিছনে বড় ষড়যন্ত্র!

বিধানসভা নির্বাচনের আগে কোচবিহার থেকে কামারহাটি ‘বাংলা বাঁচাও যাত্রা’র ডাক বামেদের

৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু, বঙ্গবিভূষণে সম্মানিত শত্রুঘ্ন সিনহা, আরতি মুখোপাধ্যায়

নতুন ‘ধাপা’ তৈরির জমির জন্য দ্বিতীয় দফার ক্ষতিপূরণের চেক বিলি শুরু কৃষকদের

OBC মামলা আপাতত শুনতে পারবে না কলকাতা হাইকোর্ট, জানিয়ে দিল সুপ্রিমকোর্ট

বিএলওদের নিরাপত্তা নিয়ে কোনও নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ