এই মুহূর্তে




কাকের দল হাজির দক্ষিণ কলকাতার এই পুজো মণ্ডপে, সম্পর্ককে মজবুত করার অঙ্গীকার

নিজস্ব প্রতিনিধি: ছোটবেলায় পড়াশোনা করতে গিয়ে কাক ও কোকিলের সম্পর্কের কথা শোনা যেত। কাকের বাসায় কোকিল ডিম পেরে চলে আসে। পরম যত্নেই সেই ডিমকে তা দিয়ে ছানাকে বের করে আনে। ধীরে ধীরে তাকে বড় করে তোলে। সময় হলে কাকের বাসা ছেড়ে এসে উড়ে যায়। বিষয়টি টেরও পায় না কাক। আবার সুমধুর কন্ঠস্বরের কারণে কোকিলের আলাদা মর্যাদা রয়েছে। সেখানে কর্কশকণ্ঠী কাক নোংরা আবর্জনা পরিষ্কার করে সমাজের রোগ বালাই দূর করে। এই সব কিছুই ফুটিয়ে তোলা হচ্ছে দুর্গাপুজোর প্রাঙ্গণে। দক্ষিণ কলকাতার সর্বজনীন ঐকতান ক্লাবের ভাবনায় সম্পর্ক। সেখানে বোঝানো হচ্ছে একে অপরকে বোঝার চেষ্টা করা উচিত, দোষারোপ নয়। তবে এই সম্পর্ক সুন্দর হয়ে ওঠে।

৬০ বছরের এবার পদার্পণ করতে চলেছে ঐকতান-এর পুজো। কাকের বাসা, ঝুড়ি, গাছ দিয়ে গোটা মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে। পুজোকমিটির পক্ষ থেকে ফুটিয়ে তোলা হচ্ছে সম্পর্কই সব। গরিব, ধনী থেকে শুরু করে যেকোনও ধর্ম সম্প্রদায়ের মানুষ সকলের মধ্যেই সম্পর্ক আসল। চিরকাল অক্ষয় নেতাপক এই সম্পর্ক।

পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কাক ও কোকিলের গল্প তুলে বার্তা দেওয়া হয়েছে সম্পর্ক যেন নষ্ট না হয়। প্রত্যেকের প্রতি ভালবাসা ও সম্মান বজায় থাক। কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, আর্টিফিশিয়াল বাসা তৈরি করা হলেও, পাখি যে আসছে তার প্রমাণ মিলেছে। পুজোমণ্ডপে এমনিতেই নকল কাক ও কোকিলের ডাক রয়েছে। তারপরেও মণ্ডপ তৈরি হওয়ার পর সেখানে আসল কাকও এসে হাজির হয়েছে।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মমতার প্রস্তাবে সাড়া, কলকাতায় বিদ্যু‍ৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারকে ৫ লক্ষ করে আর্থিক সাহায্য সিইএসসির

তৃতীয়াতে অসুর বৃষ্টি, কলকাতা সহ একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টি

জগৎবল্লভপুরে পাওনা টাকা শোধের জন্য মহিলাকে কিডনি বিক্রির চাপ, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট

‘আপনারাই আসল একান্নবর্তী পরিবার’, নবনীড় বৃদ্ধাশ্রমের আবাসিকদের বললেন মমতা

অভিষেকের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকে শোভনের, সঙ্গী বান্ধবী বৈশাখী

পঞ্চমীতে ভারী বর্ষণের সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামে, কলকাতাতেও হবে বৃষ্টি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ