এই মুহূর্তে




SIR নিয়ে বিরোধীরা আতঙ্ক সৃষ্টি করছে জনগণের মধ্যে, মন্তব্য ফিরহাদের

নিজস্ব প্রতিনিধি: SIR আতঙ্ক তৈরি হয়েছে। বিরোধীরা সেই আতঙ্ক তৈরি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী রয়েছেন। তিনি থাকতে একজন নাগরিকেরও অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। শুক্রবার কলকাতা পুরসভার মেয়র হাকিম এস আই আর প্রসঙ্গে এই মন্তব্য করেন।শহরের রাস্তায় ঝুলন্ত তার। এই প্রসঙ্গে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম(Mayor Firhad Hakim) বলেন,কিছু কিছু রাস্তায় আমরা আন্ডারগ্রাউন্ড তার নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি। পাইপ আমরা কিনেছি। সিভিল থেকে কাজ হচ্ছে। একসাথে সারা কলকাতার করার মত ক্ষমতা আমার নেই। তবে প্রধান রাস্তাগুলো আমরা করছি।

পুজোর হোডিং প্রসঙ্গে মেয়রের মন্তব্য,বিজ্ঞাপনী সংস্থারা সুযোগ নিচ্ছে। মুখ্যমন্ত্রী ক্লাবগুলোকে সুযোগ দিয়েছেন। এরপর নিয়ম বদলাতে হবে। কোথা থেকে কোন পর্যন্ত কোন হোডিংগুলো কোন ক্লাবের এগুলো চিহ্নিত করতে হবে।সবাইকে স্টিকার মেরে দেব। ফোরাম রাজি আছে।পুজোর হিসাব সবাই দেবে। কিন্তু সবাই অর্গানাইজ নয়, তাই একটু সময় লাগছে।পরের বছর অনুদান তো পেতে হবে।শহরে রুফ টপ(Roof Top) প্রসঙ্গে ফিরহাদ বলেন,তিন মাসের জন্য ৩০ জনকে নোটিশ দেওয়া আছে। দমকল এবং পুরসভা যৌথভাবে গিয়ে দেখা হবে নিয়ম মানছে কিনা। প্রয়োজনীয় জায়গা খালি রাখতে পারবে কিনা, হাইড্রোলিক লেদার উঠতে পারবে কিনা? এসব কমপ্লাই করলে তবেই রেগুলারাইজ করা হবে।ডেঙ্গু আক্রান্ত প্রসঙ্গে হিসাব দিতে গিয়ে মেয়র জানান,এ বছর এখন পর্যন্ত ১০১৭ ডেঙ্গু আক্রান্ত।আগের বছরের থেকে ৮৫ টি কেস বেশি আছে।যখন বিক্ষিপ্ত বৃষ্টি হয় তখন ছাদের টপ বা অন্যান্য জায়গায় মশার লার্ভা বেশি জন্মায়।

শতকরা হিসেবে অনেকেই সচেতন হয়েছেন কিন্তু সকলকে সচেতন হতে হবে। তাহলেই ডেঙ্গুকে দূর করা যাবে। নিজের বাড়ির চিলছাদ থেকে বাড়ির আশেপাশে একটু নজর রাখুন।চার বছরের শিশুর মৃত্যু নিয়ে আমি কিছু বলতে পারব না ।কারণ হেল্থ ডিপার্টমেন্ট বা স্বাস্থ্য দফতর থেকে কিছু জানানো হয়নি।এসআই আর আতঙ্ক । এ নিয়ে মেয়র বলেন,বিরোধীদল আতঙ্ক তৈরি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) মুখ্যমন্ত্রী আছেন। একজন নাগরিক ও তার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।জন্ম সার্টিফিকেট নেওয়ার জন্য একটা হিড়িক পড়েছে। ই ডি, সি বি আই দিয়ে আমাদেরকে ভয় দেখিয়েছে। এখন সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে।গ্রেট ইস্টার্ন ফুটপাত প্রসঙ্গে মেয়রের মন্তব্য,অনেক দিন হয়ে গেল। এবার দেখে নিতে ডিজিকে নির্দেশ দিলাম।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভোটারদের মতামত জানতে নিজের বিধানসভায় জনবাক্স বসালেন পার্থ চট্টোপাধ্যায়

বাংলার মনীষীদের কলুষিত করতে চাইছে বিজেপি, কটাক্ষ শশী পাঁজার

কলকাতার ৩৪ নম্বর ওয়ার্ডে অসুস্থ বিএলও, ভর্তি হাসপাতালে

SIR নিয়ে ব্যস্ততা তুঙ্গে, পিছিয়ে গেল শীতকালীন অধিবেশনের দিনক্ষণ

রাজভবনে অস্ত্রমজুতের অভিযোগে তীব্র প্রতিক্রিয়া রাজ্যপালের, দিলেন কল্যাণকে ক্ষমা ভিক্ষার ইঙ্গিতও

ফের ব্লু লাইনে বিভ্রাট, ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা, কখন স্বাভাবিক?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ