এই মুহূর্তে




টালি নালায় লকগেট তৈরি করা হবে, ব্যারেজের মত ঘোষণা ফিরহাদের

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ কলকাতার টালিনালায় লকগেট বসানো হবে। বুধবার কলকাতা পুরসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান মেয়র ফিরহাদ হাকিম(Mayor Firhad Hakim)। তিনি বলেন,দই ঘাটের কাছে গঙ্গা ও টালি নালার সংযোগস্থলে হবে এই ব্যারেজের মতো লকগেট। কালিঘাটে বানের জলের সমস্যা মেটাতে এই উদ্যোগ। জোয়ারের জল এলেই ভেসে যায় কালীঘাট, কেওড়াতলা থেকে চেতলার একাংশ। পলি সহ জল চলে যায় টালি নালার পাশের বাসিন্দাদের ঘরে। বছর ভর নাজেহাল জল যন্ত্রণা। টালি নালা সংস্কার ঘিরে সামগ্রিকভাবে পুরসভা ৮১৭ কোটি টাকার প্রজেক্ট নিয়েছিল। হয়েছে সংস্কার ড্রেজিং সহ নানা কাজ। এবার লকগেট হলে নিকাশি সমস্যার সমাধান হবে। এই প্রজেক্টে ১৩৪ কোটি টাকার। দু’ বছর সময় লাগবে। কালীঘাটের জল যন্ত্রণা শেষ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্লাস্টিকে বিপত্তি নিয়ে ফিরহাদ বলেন, সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ে আমরা চিঠি দেবো পরিবেশ দফতর কে। কারণ পুরসভার পুলিশিং করার মত ফাইন করার পরিকাঠামো নেই। সিঙ্গেল ইউস প্লাস্টিক ব্যবহার ঠেকাতে এবার পুলিশের সাহায্য চাইছে কলকাতা পৌরসভা।বিক্রেতার ৫০০ টাকা এবং ক্রেতার ৫০ টাকা ফাইন হবে। প্লাস্টিক কলকাতায় মেগা জল জমার অন্যতম কারণ। ম্যানহোল এর মুখ বন্ধ করে দেয়। অনেকদিন আমরা পরিষ্কার করিয়েছি। তাই এবার পরিবেশ দফতরের কাছে চিঠি দেবো।
মার্কাস স্কোয়ারে বিতর্ক প্রসঙ্গে মেয়র বলেন,কালীপুজো ও ছটের পরেই শুরু হয়ে যাবে মহম্মদ আলী পার্কের(Md.Ali Park) বিকল্প জলাধারের কাজ। এর আগেই কলকাতা পুরসভা মার্কাস স্কোয়ারে বিকল্প জলাধার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

মেয়র ফিরহাদ হাকিম নিজে গিয়ে পরিদর্শন করেছিলেন। তবুও কাজ শুরু করতে গিয়ে বিপত্তি স্থানীয় কিছু মানুষের বাধায়। কলকাতা পৌরসভার(KMC) ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জসিমউদ্দিন ও তার বিরোধী গোষ্ঠীর চাপানোতোরে এই কাজ হচ্ছে না বলে সূত্রের খবর। বুধবার মেয়র ফিরহাদ হাকিম স্পষ্ট করে দেন আমি গেলেই সকলে এক হয়। কিন্তু পরে কাজ শুরু হয়নি। কালীপুজোর ছট পুজো কেটে গেলি আমি নিজে যাব এবং কাজ শুরু হবে। মার্কাস স্কোয়ারে বিকল্প জলাধার তৈরি না হলে মোহাম্মদ আলী পার্কের জলাধারের সংস্কারের কাজ শুরু করা যাচ্ছে না। মধ্য কলকাতায় বিস্তীর্ণ অঞ্চলের পানীয় জল সরবরাহ বন্ধ করা যাবে না। সেই কারণেই প্রায় ভগ্ন অবস্থার মোহাম্মদ আলী পার্কের জলাধারের কাজ শুরু করা জরুরী।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভোটারদের মতামত জানতে নিজের বিধানসভায় জনবাক্স বসালেন পার্থ চট্টোপাধ্যায়

বাংলার মনীষীদের কলুষিত করতে চাইছে বিজেপি, কটাক্ষ শশী পাঁজার

কলকাতার ৩৪ নম্বর ওয়ার্ডে অসুস্থ বিএলও, ভর্তি হাসপাতালে

SIR নিয়ে ব্যস্ততা তুঙ্গে, পিছিয়ে গেল শীতকালীন অধিবেশনের দিনক্ষণ

রাজভবনে অস্ত্রমজুতের অভিযোগে তীব্র প্রতিক্রিয়া রাজ্যপালের, দিলেন কল্যাণকে ক্ষমা ভিক্ষার ইঙ্গিতও

ফের ব্লু লাইনে বিভ্রাট, ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা, কখন স্বাভাবিক?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ