এই মুহূর্তে




SIR ঘোষণার আগে বাংলার ১০ জন জেলাশাসককে বদলি, রদবদল কলকাতা পুরসভার কমিশনার পদে

নিজস্ব প্রতিনিধি:  বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে পারদ চড়ছে। আজই পশ্চিমবঙ্গ সহ প্রায় ১০ রাজ্যে এসআইআর ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। এমনটাই সূত্রের খবর। এর মধ্যেই বাংলায় নির্বাচনের সঙ্গে যুক্ত প্রায় ১৭ জন আধিকারিককে বদলি করা হল।  এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে নবান্ন থেকে।  এমনকি বাড়তি নজর দেওয়া হয়েছে স্পর্শকাতর জেলাগুলিতে।

বদলি করা হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, মালদহ, পুরুলিয়া, মুর্শিদাবাদের জেলাশাসকদের। শুধু তাই নয়, বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন সরকারি দপ্তরের সচিব পর্যায়ে ব্যাপক রদবদলের কথাও জানানো হয়েছে। কলকাতা পুরসভাতেও হয়েছে  রদবদল। সবমিলিয়ে মোট ৫৭ জন আধিকারিককে বদলি করা হয়েছে বলেই  নবান্নের বিজ্ঞপ্তি থেকে জানা  গিয়েছে। জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক ছাড়াও হিডকো, হলদিয়া উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন  এই তালিকায়। ৬৪ জন আমলা বদলি, ২২ জন এডিএমকে বদলি করা হয়েছে,  ৫ জন ডব্লিউবিসিএস আধিকারি বদলি হয়েছে।

 আগামী বছরেই রয়েছে বিধানসভা নির্বাচন, তার আগেই করা হল এই বিরাট রদবদল। IAS শরদকুমার দ্বিবেদী ছিলেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক। তাঁকে করা হয়েছে  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব। উত্তর ২৪ পরগনার জেলাশাসক হলেন IAS শশাঙ্ক শেঠি। তিনি  হিডকোর ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল কমিশনার করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তাকে। প্রীতি গোয়েলকে করা হয়েছে মালদার জেলাশাসক, মুর্শিদাবাদের জেলাশাসকের পদে নিতিন সিঙ্ঘানিয়া, পুরুলিয়ার জেলাশাসকের পদে কোন্থম সুধীর। বীরভূমের জেলাশাসক হয়েছেন ধবল জৈন। বীরভূমের জেলাশাসক ছিলেন বিধান রায়। তাঁকে খাদ্য ও সরবরাহ বিভাগের স্পেশাল সেক্রেটারি করা হয়েছে। ইউনিস রিশিন ইসমাইল হয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক।  রাজু মিশ্র কোচবিহারের জেলাশাসক, আকাঙ্খা ভাস্কর ঝাড়গ্রামের জেলাশাসক এবং মণীশ মিশ্র হয়েছেন দার্জিলিংয়ের জেলাশাসক।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডেঙ্গুর বলি ভাঙড়ের লাঙলপোতার মাজেদা বিবি, আইডি হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় মৃত্যু

নবগ্রামে জঙ্গি সংগঠনের কাছ থেকে পাওয়া ফোন নাম্বারের সূত্র ধরে হানা NIA’ র

SIR ফর্ম হাতে পাওয়ার পর নথি নিয়ে টেনশন, আত্মহত্যা টোটো চালকের!

পার্থের মুক্তি নিয়ে মুখ খুললেন ‘বান্ধবী’ অর্পিতা, কী বললেন?

সামশেরগঞ্জের পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু গাজিয়াবাদে

জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি লিট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ