এই মুহূর্তে




বিএলওদের নিরাপত্তা নিয়ে কোনও নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি : সরকার জানে কীভাবে নিজেদের কর্মীদের নিরাপত্তা রক্ষা করা যায়। তাই বিএলও-দের (BLO) জন্য আলাদা করে নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই। বৃহস্পতিবার এসআইআর মামলায় বিএলও-দের নিরাপত্তা প্রসঙ্গে এমনই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। বৃহস্পতিবার এসআইআর সংক্রান্ত মামলা উঠেছিল আদালতে। সেখানেই বিএলওদের নিরাপত্তা সরকারের ওপরে বলেই জানিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

রাজ্যজুড়ে শুরু হয়েছে এসআইআর-র মূল পর্বের কাজ। রাজ্যের প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে বিএলওরা কাজ সারছেন। কাজ শুরুর আগে তাঁদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার কাজও সম্পন্ন হয়েছে। তখন থেকেই প্রশ্ন উঠেছিল বিএলওদের নিরাপত্তা নিয়ে। বৃহস্পতিবার এসআইআর মামলায় জাতীয় নির্বাচন কমিশনের কাছে হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট। কিন্তু বিএলওদের নিরাপত্তা নিয়ে আলাদা কোনও নির্দেশ দেয়নি হাইকোর্ট। জানা গিয়েছে, বৃহস্পতিবার এসআইআর সংক্রান্ত মামলা ওঠে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে। সেখানেই বিএলওদের নিরাপত্তা নিয়ে কোনো কথা বলতে রাজি হয়নি ডিভিশন বেঞ্চ।

জানা গিয়েছে মামলাকারীদের আইনজীবী চট্টোপাধ্যায় জানিয়েছেন, বিএলও হিসেবে কাজ করতে গিয়ে অনেকেই হুমকি পাচ্ছেন। তাঁরা সরকারি কর্মী। তাঁদের নিরাপত্তার বিষয়টি দেখা হোক। এই প্রসঙ্গে প্রধান বিচারপতি জানিয়েছেন, কিভাবে তাদের কর্মীদের নিরাপত্তা দিতে হয় তা সরকার জানে। আলাদা করে তার জন্য নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই। SIR কে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। এবার এই মামলায় জাতীয় নির্বাচন কমিশনের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। ১৮ নভেম্বরের মধ্যে হলফনামা জমা দিতে হবে বললেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। আদালত জানতে চেয়েছে ২০০২ সালের ভোটার তালিকার উপরেই কেন SIR? কেন ২০২৫ সালের তথ্যের ভিত্তিতে SIR হবে না? জনস্বার্থ মামলা যিনি দায়ের করা আইনজীবীরা আদালতে দাঁড়িয়ে এই সওয়াল করেছেন। ১৯ নভেম্বর হবে মামলার শুনানি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মমতার এসআইআর ফর্ম নেওয়া নিয়ে ‘ভুয়ো খবর’ ছড়ানোর পিছনে বড় ষড়যন্ত্র!

পাখির চোখ বিধানসভা ভোট, ৭ পুরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে রদবদল

তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করছেন BLO, চাঞ্চল্য চাঁচলে

সরকারি স্কুলে প্রার্থনা সভায় গাইতে হবে ‘বাংলার মাটি বাংলার জল’, বিজ্ঞপ্তি জারি মধ্যশিক্ষা পর্ষদের

বিধানসভা নির্বাচনের আগে কোচবিহার থেকে কামারহাটি ‘বাংলা বাঁচাও যাত্রা’র ডাক বামেদের

বিলাসবহুল জীবন যাপনের জন্য একের পর এক চুরি, চুঁচুড়া থেকে গ্রেফতার ২ অভিযুক্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ