এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

‘চন্দনা আমি বাঁচতে চাই, আমাকে বাঁচতে দাও’, কাঁদছে কৃষ্ণ

নিজস্ব প্রতিনিধি: মেরেছো কলসির কানা, তা বলে কি প্রেম দেব না! তাই প্রেম আজও ঝরে পড়ছে ঝরঝর করে চোখের জল হয়ে চন্দনার কেষ্ট ঠাকুরের চোখ থেকে। আর সেই ভিডিও ভাইরাল হতে বিন্দুমাত্র সময় নিচ্ছে না সোশ্যাল মিডিয়াতে(social Media)। তাই আবারও সংবাদের শিরোনামে বাঁকুড়া(Bankura) জেলার শালতোড়া(Shaltora) বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক(BJP MLA) চন্দনা বাউড়ি(Chandana Bauri)। কেননা তাঁর প্রেমিক, কারও কারও মরে তাঁর দ্বিতীয় স্বামী, কৃষ্ণ কুণ্ডু(Krishna Kundu) আবারও দাবি করেছেন, তাঁর জীবনে ফের ফিরে আসতে চাইছেন চন্দনা, ফেসবুকে পাঠাচ্ছেন ফ্রেন্ড রিকোওয়েস্ট। কৃষ্ণের দাবি, তাঁর জীবন যৌবন নিয়ে খেলা করছেন চন্দনা। ভালবাসার নাটক করে তাঁর হাত দিয়ে নিজের সিঁথিতে সিন্দুর পরেছিলেন চন্দনা। অথচ এখন নাকি তাঁকে পাত্তাই দিচ্ছেন না। বোঝো ঠ্যালা!

আরও পড়ুন চন্দনার চুমু কৃষ্ণ’র গালে, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়াতে

ফেসবুক লাইভে(Facebook Live) এসে চন্দনার বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন চন্দনারই গাড়ির প্রাক্তন চালক তথা প্রেমিকা কৃষ্ণ। তাঁর দাবি, ফেসবুকে চন্দনা একাধিকবার তাঁকে ফ্রেন্ড রিকোওয়েস্ট পাঠাচ্ছেন। কেন পাঠাচ্ছেন? মনে টান আছে বলেই তো পাঠাচ্ছেন। ফেসবুক লাইভে কৃষ্ণের দাবি, ‘আমি কারও সঙ্গে বেইমানি করিনি। আজ আমাকে যা করাচ্ছে চন্দনা করাচ্ছে। আমি পার্টি থেকে আজ অনেক দূরে। আমার জীবন নিয়ে তুমি খেলবে! এমএলএ বলেই কি তোমার সেই অধিকার রয়েছে! ও আমাকে বারবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। আমি বাঁচতে চাই। আমাকে বাঁচতে দাও। আমাকে নিয়ে ছেলেখেলা করেছে। ভালোবাসা কি তোমার নাটক ছিল! তোমার সিঁথিতে সিঁদুর দিয়েছিলাম। তোমাকে কাঁদতে হবে। আমি একাই কেন বলিদান দেব! কাঁদব!’ হায় রে কালা একি জ্বালা ভুলেও তোমায় ভুলতে পারি নাহ!

আরও পড়ুন চন্দনাকে ভুলেছেন কৃষ্ণ, দাবি রুম্পার! বিধায়ক অনড়

চন্দনা বাউড়িকে ঘিরে জল্পনা ছড়িয়েছিল তিনি নাকি তাঁর গাড়ির চালক কৃষ্ণ কুণ্ডুর সঙ্গে প্রেমের সম্পর্ক্লে জড়িয়েছিলেন। শুধু তাই নয়, তাঁরা দুইজনে বিবাহিত হলেও বাড়ি থেকে পালিয়ে মন্দিরে গিয়ে সিঁদুরদান করে বিয়েও করেন। সেই বিয়ের ছবি আবার সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে ভাইরাল হতে বেশি সময় নেয়নি। কিন্তু চন্দনার দাবি ছিল, তাঁর কৃষ্ণর সঙ্গে পালিয়ে বিয়ে করার বিষয়টি ভুয়ো। তাঁকে বদনাম করার জন্য চক্রান্ত করছেন বিরোধীরা। যদিও কৃষ্ণ কুণ্ডু তাঁর ফেসবুকে সেই বিয়েকে সত্যি হিসাবেই দাবি করেছেন। পাশাপাশি কৃষ্ণ ফেসবুক লাইভে এটাও দাবি করেছেন যে তিনি, বঙ্গ বিজেপির সভাপতি থেকে উচ্চপদস্থ নেতাদের কাছে চন্দনার নামে অভিযোগ দায়ের করেছেন। কিন্তু, কোনও লাভ হয়নি। চন্দনার বিরুদ্ধে বঙ্গ বিজেপি কোনও পদক্ষেপ নেয়নি। মাঝখান থেকে তাঁর হৃদয় ভেঙে চুরমার।

আরও পড়ুন চন্দনার প্রেমে অন্ধ কৃষ্ণ! মদ্যপান করে হাসপাতালে শুয়ে আওড়াচ্ছেন দ্বিতীয় স্ত্রীর নাম

আর কৃষ্ণ-চন্দনার প্রেমপর্ব নিয়ে বিষম জ্বালায় জ্বলছে বঙ্গ বিজেপি। যদিও মুখে বলছে ঠিক তার উল্টো কথা। কৃষ্ণের ফেসবুক পেজের লাইভ নিয়ে শালতোড়া ও বাঁকুড়ার সব বিজেপি নেতাই মুখে কুলুপ এঁটেছেন। বোঝাই যাচ্ছে বিষয়টিতে তাঁরা বেশ অস্বস্তিতে ও বিরক্তও। যদিও বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যর জানিয়েছেন, ‘তৃণমূলের রাজনীতি হল প্রতিহিংসার রাজনীতি, অসহিষ্ণুতার রাজনীতি। একজন প্রান্তিক এলাকার মহিলা, যাঁর স্বামী রাজমিস্ত্রির কাজ করেন তিনি বিধায়ক হয়েছেন। তারপরেও কুৎসা করা হচ্ছে। কিন্তু, এই সব কুৎসা ছড়িয়ে কোনও কিছু প্রতিষ্ঠা করতে পারবে না তৃণমূল। মানুষ ওদের প্রত্যাখান করবে। জনরোষ ঘোরানোর জন্য এসব অপপ্রচার চালানো হচ্ছে।’ যদিও শমীকবাবুর এই দাবিকে নস্যাৎ করে দিয়ে তৃণমূলের তরফে সুজাতা মণ্ডল দাবি করে বলেছেন, ‘এখনও তৃণমূলের অনেক কাজ। মানুষের উন্নয়নের জন্য কাজ করে চলেছি। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তাই এসব করার সময়, ইচ্ছে, মানসিকতা কোনওটাই আমাদের নেই। এই নিয়ে তো আগেও বিতর্ক হয়েছে। বিষয়টি ব্যক্তিগত। চক্রান্তের অভিযোগ সত্য নয়।’ অতএব কৃষ্ণ কেঁদে চলেছে তাঁর চন্দনার জন্য।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের দাপট আগামী ৫ দিন জারি থাকবে

রামনবমী নিয়ে আবারও সতর্ক করলেন মুখ্যমন্ত্রী, চাইলেন শান্তি

গঙ্গারামপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের, তদন্তে পুলিশ

মোদি থেকে শাহ, বিজেপি থেকে ইডি-সিবিআই, মমতার নিশানায় সবাই

পুরীতে জগন্নাথ দর্শন করে নন্দীগ্রামের বাড়িতে ফেরা হল না বর্ণালী দাস বেরার

ঝড়ে বাড়ি হারানো পরিবারদের ৩ দফায় আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর