এই মুহূর্তে




জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ, পদ থেকে পদত্যাগ মণ্ডল কমিটির বিজেপি নেতাদের

নিজস্ব প্রতিনিধি,রতুয়া: নব নিযুক্ত মণ্ডল কমিটি নিয়ে অসন্তোষ। আর এই অসন্তোষের জেরেই দলের সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করে দলের সমস্ত পদ থেকে একযোগে পদত্যাগ করলেন মণ্ডল কমিটির একাধিক বিজেপি নেতৃত্ব। ঘটনা উত্তর মালদার রতুয়া বিধানসভার (Ratua Assembly) ৪নং মন্ডল কমিটির এলাকার। জানা গেছে, সম্প্রতি রতুয়া বিধানসভায় বিজেপির ৪নং মণ্ডল কমিটি গঠন করা হয়েছে। কিন্তু সেই মণ্ডল কমিটি মানতে নারাজ রতুয়া বিধানসভা এলাকার বিজেপি নেতা-কর্মীরা।

তাই তারা নতুন মণ্ডল কমিটির (New Mandal Comittee)পরিবর্তে তাদের সর্বসম্মতি সিদ্ধান্তক্রমে তৈরি করা মণ্ডল কমিটির তালিকাকে মান্যতা দেওয়ার জন্য বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার জেলা সভাপতি(District President) প্রতাপ সিংহের কাছে একাধিকবার দরবার করেন। আবেদন-নিবেদন জানান। কিন্তু দলীয় নেতৃত্ব সেই আবেদন কোন সাড়া দেননি। তাই বিজেপির রতুয়া বিধানসভার ৪নং মণ্ডল কমিটির সভাপতি শংকর সরকার, সহ সভাপতি নবকুমার মন্ডল, রবীন্দ্রনাথ সাহা সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীরা মিলে একযোগে সমস্ত দলীয় পদ থেকে পদত্যাগ করেন এবং পদত্যাগীরা গোটা ঘটনার জন্য’ বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিংহের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন।

তার বিরুদ্ধে মর্জি মাফিক দল পরিচালনার অভিযোগ তুলে সরব হন। সেই সঙ্গে আগামী দিনে তাদের দাবীকে মান্যতা দেওয়া না হলে তারা বড়সড় সিদ্ধান্ত গ্রহণের হুঁশিয়ারি দেন। এই বিষয়ে বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিংহ তিনি বলেন, নতুন মণ্ডল কমিটি গঠন দলের সাংগঠনিক সিদ্ধান্ত। তাই সাংগঠনিকভাবেই এই সমস্যার সমাধান করা হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

স্ত্রী পুত্রের নথিতে গোলমাল, দেশছাড়া হতে হবে, SIR আতঙ্কে আত্মঘাতী প্রৌঢ়

BLO দের সহায়তার জন্য দেওয়া হচ্ছে সহকারী, ফর্ম ডিজিটাইজেশন নিয়ে ক্ষুব্ধ নির্বাচন কমিশন

কথা দিয়েও বেহালা পশ্চিমের জনতা দরবারে গেলেন না, জেলমুক্তির এক সপ্তাহ পরেও গৃহবন্দি পার্থ

শিবপুরে শুট আউট, আবাসনে ঢুকে মহিলাকে গুলি

বাড়ির উঠোন থেকে উদ্ধার BLO’র দেহ, চাঞ্চল্য এলাকায়

সপ্তাহের মাঝেই শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল, রইল তালিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ