এই মুহূর্তে




বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ সাড়ে তিন বছরের শিশু, বীরভূমের ডাবুক গ্রামে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি ,মল্লারপুর: বাড়ির পাশে খেলা করতে গিয়ে নিখোঁজ হয়ে গেল সাড়ে তিন বছরের এক শিশু। ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার(Mallarpur P.S.) ডাবুক গ্রামে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।জানা গেছে, ডাবুক গ্রামের(Dabuk Village) বাসিন্দা সুরমিলা বিবির সাড়ে তিন বছরের শিশুসন্তানটি মঙ্গলবার সকাল ১০টা নাগাদ বাড়ি থেকে খেলতে বেরিয়েছিল। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও তার আর কোনও খোঁজ মেলেনি। সব জায়গায় খোঁজাখুঁজি করেছেন তার মা। উদ্বিগ্ন পরিবার বহু খোঁজাখুঁজির পর দুপুর নাগাদ মল্লারপুর থানায় খবর দেয়।

পুলিশ খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় এবং নিখোঁজ শিশুর সন্ধানে তদন্ত শুরু করে। গ্রামের পুকুর, ঘাট সহ সমস্ত সম্ভাব্য জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। এমনকি ডুবুরি নামিয়ে গ্রামের পুকুরগুলিতেও চালানো হচ্ছে নিবিড় তল্লাশি। কিন্তু সকাল থেকে রাত্রি গড়িয়ে গেলেও এখনও পর্যন্ত ওই বাচ্চাটির কোনও খোঁজ পাওয়া যায়নি।অন্যদিকে, এই ঘটনার মাত্র দুই দিন আগে তারাপীঠ থানার এলাকার ৯ বছরের একটি শিশুও নিখোঁজ হয়েছিল। অনেক অনুসন্ধানের পর পরের দিন সকালে বাড়ি সংলগ্ন একটি পুকুর থেকে তার মৃতদেহ ভেসে ওঠে।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ডাবুক গ্রামে আরও এক শিশু নিখোঁজ হওয়ায় স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশ দ্রুত নিখোঁজ শিশুটিকে খুঁজে বের করার চেষ্টা করছে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শিশুটিকে কেউ দেখেছে কিনা তা জানতে পুলিশ গ্রামের মানুষজনকে জিজ্ঞাসাবাদ করছে। এটি অপহরণ নাকি নিখোঁজের ঘটনা তা পুলিশ খতিয়ে দেখছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাকিমপুর সীমান্তে বাংলাদেশ ফিরে যাওয়ার জন্য অনুপ্রবেশকারীদের ভিড় বাড়ছে

এবার রবিবারেও মিলবে কল্যাণী ,কৃষ্ণনগর এসি লোকাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের

শিলিগুড়ি জংশন স্টেশন থেকে উদ্ধার ৪ নাবালিকা, টাকার লোভ দেখিয়ে পাচারের অভিযোগ

উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মহম্মদ সহরাব রিপন স্ট্রিট থেকে গ্রেফতার

SIR ফর্ম বিলির ক্ষেত্রে কলকাতা পিছিয়ে, দ্রুত কাজ শেষ করতে সময়সীমা নির্ধারিত করল কমিশন

বনগাঁয় সন্দেহজনক ব্যাগ খুলতেই বেরিয়ে এল মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ