এই মুহূর্তে




SIR আতঙ্কে আত্মহত্যার চেষ্টা, দিনহাটায় বৃদ্ধের বাড়িতে উদয়নকে যাওয়ার নির্দেশ মমতার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও কোচবিহার: SIR আতঙ্কে বিষপান। কোচবিহারের জিতপুরে আত্মহত্যার চেষ্টা খাইরুলের, হাসপাতালে ভর্তি । খাইরুলের বাড়িতে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে(Minister Udayan Guha) যাওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের মুখ্যমন্ত্রী যে খাইরুলের পরিবারের পাশে রয়েছে সেই বার্তা দিতেই উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রীকে তাদের বাড়িতে যাওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। পরিবারের সাথে কথা বলে মুখ্যমন্ত্রীর বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে উদয়ন গুহকে।আবারও চাঞ্চল্যকর ঘটনা কোচবিহারে। উত্তর ২৪ পরগনা জেলার আগরপাড়ায় আত্মহত্যার পর এবার এস আই আর(SIR) আতঙ্কে আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠেছে কোচবিহারে(Coochbehar)।

ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার বুড়িরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জিতপুর এলাকায়। জানা গেছে, খাইরুল সেখ নামে এক পৌড় বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।পরিবারের সদস্যদের দাবি, SIR প্রক্রিয়াকে কেন্দ্র করে আতঙ্কেই তিনি এই পদক্ষেপ নেন। ভোটার তালিকায় তার নাম এসেছে ‘খইরুল শেখ’ হিসেবে। এই নামের অমিলেই আতঙ্কিত হয়ে পড়েন তিনি। এমনকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে—এই ভয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন খাইরুল, দাবি স্থানীয়দের। পেশায় চাষী। বাড়িতে তাই ছিল ফসলের পোকা মারার কীটনাশক। আতঙ্কে তা খেয়ে ফেলেন ওই চাষী।

জানতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কোচবিহার এম. জে. এন. মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ হাসপাতালে ছুটে যান কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি জানান, “এই আতঙ্ক ছড়ানো উদ্দেশ্যপ্রণোদিত। প্রশাসন যেন দ্রুত এমন বিভ্রান্তি দূর করে।”এদিকে এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, প্রশাসন দ্রুত বাস্তব চিত্র পরিষ্কার করুক, যাতে আর কেউ SIR আতঙ্কে এমন পথে না যায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঐতিহাসিক মুদ্রা থেকে দেশ বিদেশের ডাকটিকিট, মাইক্রোবায়োলজিস্টের সংগ্রহ দেখলে চমকে যাবেন

চেন্নাইয়ে কাজে গিয়ে মৃত্যু, পরিযায়ী শ্রমিক অসীমের দেহ ফিরল বাহারি গ্রামে, শোকের ছায়া বীরভূমে

হায় রে স্বার্থ! SIR শুরু হতেই বৃদ্ধাশ্রমে থাকা বাবা মায়ের খোঁজ নেওয়ার হিড়িক সন্তানদের

CPIM-র ৬ কর্মীকে অপহরণ ও খুনে ৪৫জনকে যাবজ্জীবন

নিকট আত্মীয়কে বাবা সাজিয়ে ভারতীয় পরিচয়পত্র, কমিশনে অভিযুক্তের শ্বশুর

আইনজীবীর চেম্বারে আইন পড়ুয়ার ঝুলন্ত দেহ, পলাতক অভিযুক্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ