এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

‘অগ্নিপথ প্রকল্প আসলে দুর্নীতি’, অভিযোগ মমতার

নিজস্ব প্রতিনিধি: বর্ধমানের পরে এবার আসানসোল(Asansol)। আবারও মোদি সরকারের অগ্নিপথ(Agnipath) প্রকল্প নিয়ে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন তিনি সরাসরি অভিযোগ তুললেন, ‘অগ্নিপথ প্রকল্প আসনে দুর্নীতি। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে ললিপপ দেখাচ্ছে বিজেপি(BJP)। ভোট মিটলেই অগ্নিবীরদের(Agniveer) বাড়ি পাঠিয়ে দেবে কেন্দ্রীয় সরকার।’ মঙ্গলবার আসানসল শহরের পোলো মাঠে তৃণমূলের এক কর্মীসভায় যোগ দিয়ে সেই সভা থেকেই বিজেপিকে অগ্নিপথ প্রকল্প নিয়ে আক্রমণ শানেন মুখ্যমন্ত্রী।

এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী অগ্নিপথ প্রকল্প নিয়ে বিজেপিকে আক্রমণ শানিয়ে বলেন, ‘ক্ষমতায় আসার সময়ে বলেছিল প্রতি বছর কোটি কোটি চাকরি তৈরি করবে। আর বিগত ৪ বছরে কাউকে চাকরি দেয়নি ওরা। অগ্নিপথ প্রকল্পে রাজ্য পিছু কয়েক হাজার ছেলেমেয়ে চাকরি পাবেন। তাও মেরেকেটে মাত্র ৪ বছরের জন্য। এরপর সেই ছেলেমেয়েদের চাকরি দেওয়ার দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকে। কেন্দ্রের তরফে এমন নির্দেশিকা দেওয়া হচ্ছে। বিজেপির ফাঁদে পা দেবেন না। অগ্নিপথ প্রকল্প আসলে দুর্নীতি। এবার সাধারণ ছেলেমেয়েরা এই প্রশিক্ষণ পাবেন না। প্রশিক্ষণ পাবেন বিজেপির কিছু শাখার লোকজন। সেনাকে সামনে রেখে চালাকি করছে কেন্দ্রীয় সরকার। আমার রাজ্যে যুবক-যুবতীর অভাব নেই। চাকরি চাইলে, সবার আগে তাঁদের চাকরি দেওয়া হয়। কিন্তু আমরা কাউকে ৪ বছরের জন্য চাকরি দিই না। চাকরি দিতে আমার আপত্তি নেই। কিন্তু বিজেপির পাপ আমি কেন নেব? বিজেপির লোকেদের আমি কেন চাকরি দেব? ওদের ময়লা ওদেরই সাফ করতে হবে। বিজেপির ডাস্টবিন বিজেপিকেই সাফ করতে হবে। ৪ বছরের চাকরিতে জীবন চলে না। চাকরি করতে দিতে হবে ৬০ বছর পর্যন্ত। সেটা না পারলে মিথ্যা কথা বলবেন না। আসলে এটা একটা দুর্নীতি। বিরাট বড় দুর্নীতি।’

এরপরেই মুখ্যমন্ত্রী জানান তাঁকে সেনাবাহিনীর এক কর্ণেল চিঠি দিয়েছেন। যদিও সেই কর্ণেলের নাম প্রকাশ্যে আনেননি তিনি। সেই প্রসঙ্গেই তিনি বলেন, ‘আমাকে এক কর্নেলবাবু চিঠি দিয়েছেন। বলছেন, ৪ বছর পর অগ্নিবীরদের চাকরির ব্যবস্থা করতে হবে রাজ্যকে। কেন্দ্রে ওদের ডেটা ব্যাংক আমাদের দিয়ে দেবে। তাঁদের চাকরির ব্যবস্থা করতে হবে রাজ্যকেই। ৪ মাসের ট্রেনিং দিয়ে ৪ বছর পর অগ্নিবীরদের চাকরিতে রাখা হবে না। ৪ বছর পর অগ্নিবীরদের চাকরি দিতে রাজ্যকে বলা হচ্ছে। লোকসভা ভোট শেষ হলেই, অগ্নিবীরদের বলা হবে বাড়ি যাও। বলা হবে চাকরির জন্য রাজ্যগুলোর কাছে যাও। ৪ বছর ধরে সারা ভারতবর্ষের একবার ২০ হাজার, আরেকবার ৪০ হাজার লোক নেবে বলেছে কেন্দ্র। দেখতে গেলে, একটা রাজ্যের ভাগে এক হাজার ছেলেমেয়ে সুযোগ পাবে না! সুযোগ পেলেও তার আয়ু হবে ৪ বছর, তারপর কী হবে ? ললিপপ না! এটা আরেকটা চালাকি। আসল চালাকি হল চার মাসের ট্রেনিং দেবে। ট্রেনিং পাবে কারা, ১০০ জনের মধ্যে চারজনও পাবে না। পাবে ওদের লোকেরা শাখা-প্রশাখার লোকেরা। তারপর চার বছর বলবে তুমি কাজ জোগাড় করো। ক্ষমতায় আসার আগে ১৫ লাখ টাকা দেওয়ার কথা বলেছিল বিজেপি। আপনারা পাননি। রেল, সেল, এয়ার ইন্ডিয়া, কোল ইন্ডিয়া বন্ধ করে দেওয়া যাবে না। লোকোমোটিভ বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। লোকসভা ভোটকে সামনে রেখে চাকরির ললিপপ ঝোলাচ্ছে কেন্দ্র। এভাবে সেনাবাহিনীকে ভোটের কাজে ব্যবহার করতে দেব না।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এক ফোঁটা বৃষ্টির জন্য নামাজ পড়ার মধ্যে দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা

আন্তর্জাতিক অস্ত্র পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন শাহজাহান?

সন্দেশখালিতে এনএসজিকে ডেকে রোবট এনে হাত বোমা উদ্ধার করল সিবিআই

রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন শান্তিপূর্ণ, দাবি মুখ্য নির্বাচনী আধিকারিকের

প্রচন্ড গরমের মধ্যে লাগাতার ১৫ দিন ধরে লোডশেডিং,প্রতিবাদে অবরোধ

চন্দননগরে প্রচারে গিয়েও প্রসিদ্ধ ‘জলভরা সন্দেশ’ চাখা হল না রচনার, কেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর