এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

দিঘায় এবার জলের নীচে পার্ক গড়বে মমতার সরকার

নিজস্ব প্রতিনিধি: রেলমন্ত্রী থাকাকালীন সময়েই মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) কলকাতার সঙ্গে দিঘার(Digha) যোগাযোগ আরও ভালো করার জন্য তাম্রলিপ্ত এক্সপ্রেস ও কাণ্ডারী এক্সপ্রেস চালু করেছিলেন। ২০১১ সালে পরিবর্তনের পরে বাংলায় ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ঘোষণা করেছিলেন ‘দিঘা হবে গোয়া’। অর্থাৎ গোয়ার ধাঁচেই তিনি দিঘাকে দেশবিদেশের পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলবেন। সেই ঘোষণা নিয়ে রাজনীতির পাশাপাশি বিরোধী দলের সমর্থকেরা কেউ কেউ সমালোচনায় মেতে উঠেছিলেন। তাঁদের বক্তব্য ছিল, দিঘা কেন গোয়া হবে! যদিও সেই সমালোচনায় স্তব্ধ হয়ে যাওয়ার কন্যা নন তৃণমূলসুপ্রিমো। তাই গত এক দশক ধরে তিনি দিঘার উন্নয়নে একাধিক পদক্ষেপ নিয়েছেন। এবার সেই দিঘার বুকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৈরি করতে চলেছে জলের নীচে পার্ক(Underwater Park)। এর জন্য ইতিমধ্যেই হিডকো(HIDCO) ডিপিআর তৈরি করে ফেলেছে। এই পার্ক নির্মাণের জন্য জমি চিহ্নিত হলেই তা নির্মাণের কাজ শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন কেষ্ট কন্যার অ্যাকাউন্টে পঞ্চম লটারির হদিশ পেল সিবিআই

দিঘার আকর্ষণ বাড়াবার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যেমন আন্তর্জাতিক মানের কনভেনশান সেন্টার তৈরি করেছেন তেমনি পুরীর আদলে সেখানে জগন্নাথ মন্দির গড়ার কাজেও হাত দিয়েছেন। দিঘায় আসা পর্যটকেরা যাতে শঙ্করপুর, মন্দারমণি, তাজপুর থেকে ঘুরে আসতে পারেন আর সেই যাত্রাপথে তাঁরা যাতে সমুদ্রের রূপ্সহোভা দেখতে পারেন তার জন্য মেরিন ড্রাইভও নির্মাণ করেছেন। আগামী দিনে এই পথে রোপওয়ে নির্মাণের ভাবনাচিন্তা রয়েছে। মুখ্যমন্ত্রীর উদ্যোগেই দিঘায় তৈরি হয়েছে হেলিপ্যাড। একই সঙ্গে সেখানে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস ডিপোকে ঢেলে সাজানো হয়েছে যাতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তের মানুষেরা বাসে করে সহজেই দিঘায় পৌঁছাতে পারেন বা সেখান থেকে সহজেই বাড়ি ফিরে আসতে পারেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী নজর দিয়েছেন নিরাপত্তার দিকেও। সমুদ্রে স্নান করতে নেমে যাতে কেউ বিপদে না পড়েন তার জন্য নিত্যদিন কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছেন নুলিয়া ও সিভিক ভলেন্টিয়ারদের মাধ্যমে। যদিও এখনও মৃত্যুর ঘটনা সম্পূর্ণ ঠেকানো যায়নি। সমুদ্রের তীরে নানা রকমের বিনোদনমূলক খেলা ও রাইডের ব্যবস্থাও করেছেন মুখ্যমন্ত্রী। নানান সময়ে সেখানে আয়োজন করেছেন নানা উৎসব ও বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। আর এর জন্য নিত্যদিন এখন দিঘায় পর্যটক উপচে পড়ছে।

আরও পড়ুন ‘গোলাপসুন্দরী’ সেজে সমালোচনায় বিদ্ধ প্রধান শিক্ষক

এবার এই দিঘার বুকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সিঙ্গাপুরের(Singapore) একটি ‘আন্ডারওয়াটার পার্ক’ বা জলের নীচে থাকা পার্কের আদলে একটি পার্ক নির্মাণ করতে চাইছে। প্রাথমিক ভাবে এই পার্ক নির্মাণের জন্য ১৪২ কোটি টাকা ধার্য করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। গোটা প্রকল্পটি রূপায়ণ করবে হিডকো। দিঘার বুকে কোথায় এই পার্ক গড়ে তোলা হবে সেই বিষয়ে অবশ্য এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে সেই পার্ক গড়ার জন্য জমি খুঁজতে দিঘা- শঙ্করপুর উন্নয়ন পর্ষদকে চিঠি দিয়েছে হিডকো। আশা করা হচ্ছে জমি মিললেই আগামী বছর থেকেই সেই পার্ক নির্মাণের কাজ শুরু হয়ে যাবে। মূলত দিঘা সহ বাংলার উপকূলে সমুদ্রের নীচে যে ধরনের প্রাণী ও উদ্ভিদের দেখা মেলে, যে জীব বৈচিত্র্যের দেখা পাওয়া যায় সেটাই তুলে ধরা হবে ওই পার্কে। হিডকো সূত্রে অবশ্য জানা গিয়েছে, কলকাতার অ্যাকোয়াটিকায় যে ধরনের জলক্রীড়ার মজা নেওয়া যায় সেই ধরনের বিনোদনের ব্যবস্থাও ওই পার্কে রাখা হবে। তবে এর জন্য পর্যটকদের টিকিট কেটে ঢুকতে হবে। যদিও তার দাম অ্যাকোয়াটিকা বা নিক্কো পার্কের মতো বেশি হবে না। ১০০ টাকার আশেপাশেই টিকিটের দাম ঘোরাফেরা করবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শান্তিপুরে প্রবীণ ও অক্ষম ভোটারদের দের বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করল কমিশন

ভিন রাজ্যের নিখোঁজ বৃদ্ধকে পরিবারের হাতে পৌঁছে দিল রানাঘাট পুলিশ

বারাসতের টাকি রোডে নার্সিংহোমে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

গঙ্গারামপুরে বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযান শুরু করল প্রশাসন

‘মিথ্যা অভিযোগ’, মামলা তুলে নিতে চান সন্দেশখালিতে ‘ধর্ষণের শিকার’ মহিলা

বুধবার শ্রীরামপুরে প্রচারে মুখোমুখি কল্যাণ- দীপ্সিতা, উঠলো স্লোগান, গাইলেন রবীন্দ্র সংগীত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর