এই মুহূর্তে




জেলায় প্রথম, সফল কিডনি প্রতিস্থাপন করে নজির গড়ল মধ্যমগ্রামের ভিভা সিটি হাসপাতাল

নিজস্ব প্রতিনিধি: কিডনি সংক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশই বাড়ছে। কয়েক বছর আগেও সাধারণ মানুষ কিডনি সংক্রান্ত চিকি‍ৎসার জন্য ছুটতেন সুদূর চেন্নাই-হায়দরাবাদে। তবে ইদানিং চিত্রটি বদলেছে। কলকাতার সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলিতেও অনেক জটিল কিডনি রোগের চিকি‍ৎসা হচ্ছে। এমনকি কিডনি প্রতিস্থাপনও হচ্ছে। তবে শহরতলী কিংবা মফঃস্বলে সেই সুবিধা নেই। শহরতলীর সাধারণ রোগীদের কথা মাথায় রেখেই গত বছর উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে ভিভাসিটি হাসপাতাল নামে এক অত্যাধুনিক কিডনি চিকি‍ৎসা কেন্দ্র খুলেছিলেন প্রখ্যাত নেফ্‌রোলজিস্ট প্রতিম সেনগুপ্ত। আর নয়া হাসপাতাল চালুর ১৫ মাসের মাথাতেই সফল কিডনি প্রতিস্থাপন করে এক নজির গড়েছেন ভিভা সিটি হাসপাতালের কর্ণধার ও তাঁর সহকর্মীরা। ফলে সাধারণ রোগীকে আর কয়েক কিলোমিটার পথ পেরিয়ে কলকাতার নামী হাসপাতালগুলিতে ছুটতে হবে না। উত্তর ২৪ পরগনায় এই প্রথম কোনও হাসপাতালে কিডনি স্থাপন হল।

কিডনি সংক্রান্ত সমস্যা নিয়ে গত ৯ নভেম্বর ভিভা সিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বছর বাইশের এক যুবক। পরিস্থিতি গুরুতর বুঝতে পেরে কালক্ষেপণ না করে গত ১১ নভেম্বর হাসপাতালের বিশেষজ্ঞ চিকি‍ৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন সম্পন্ন করেন। এই বেনজির সাফল্য নিয়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক তথা সিইও এবং বিখ্যাত নেফ্রোলজিস্ট প্রতিম সেনগুপ্ত বলেছেন, ‘প্রথম প্রচেষ্টাতেই এই অসাধারণ সাফল্য এই অঞ্চলের স্বাস্থ্যসেবার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ২৬ নভেম্বর রোগীকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে।’

মধ্যমগ্রামের আমজনতার কাছে কিডনি-সহ বিভিন্ন জটিল রোগের অত্যাধুনিক চিকি‍ৎসা চিকি‍ৎসা পৌঁছে দিতে ১০০ শয্যা বিশিষ্ট ভিভা সিটি হাসপাতাল গড়ে তুলেছে নেফ্রো কেয়ার ইন্ডিয়া লিমিটেড। আইসিইউ, এইচডিইউ, আরটিইউ, নিকু-সহ একাধিক সুবিধা রয়েছে। রোগীদের যাতে ফেরত না যেতে হয় তার জন্য ৩০টি বেড রাখা হয়েছে ক্রিটিক্যাল ইউনিট হিসাবে। পূর্ব ভারতে প্রথম হাসপাতাল হিসাবে অপারেশন থিয়েটার এবং আইসিইউ পরিচালনার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্ট) ব্যবহার করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিউ টাউনে স্বর্ণকার খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন মঞ্জুর

সলপে শিশু হত্যায় ঠাকুমাকে দিয়ে করানো হবে ঘটনার পুনর্নিমাণ

বোর্ডে লাগানো চার্জার, কানে হেডফোন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

এনুমারেশন ফর্মে রাখতে হবে দুজনেরই নাম, দুই সতীনের আবদার শুনে থ বিএলও

বিজেপির রেখা পাত্রের শ্বশুর-শাশুড়িকে চিকিৎসায় বিশেষ সহায়তা প্রদান তৃণমূল বিধায়কের

সরকারি চাকরির নামে টাকা আত্মসাৎ! ১৫টি অ্যাডমিট সহ গ্রেফতার অভিযুক্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ