এই মুহূর্তে




মিনাখাঁতে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী প্রৌঢ় গ্রেফতার




নিজস্ব প্রতিনিধি,মিনাখাঁ: প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী রহমান মোল্লা নামে এক  প্রৌঢ়কে গ্রেফতার করল পুলিশ।উত্তর ২৪ পরগণার মিনাখাঁ থানা(Minakha P.S.) কুমারজোল এলাকায় এক প্রতিবন্ধী যুবতী বাড়িতে একা ছিল। বাড়ি ফাঁকা থাকার সুযোগে প্রতিবেশী রহমান মোল্লা নামে এক ব্যাক্তি বাড়ির ভেতরে ঢুকে পড়ে ।ওই প্রতিবন্ধী যুবতীকে মুখ চাপা দিয়ে জোর করে ধর্ষণ করে। প্রতিবন্ধী যুবতীর গোঁঙানির আওয়াজ শুনে বাড়ির আশেপাশের লোকজন ছুটে আসে। তখনই হাতে নাতে ধরে ফেলে ওই প্রৌঢ়কে। 

তারপর খবর দেওয়া হয় মিনাখাঁ থানার ।খবর পেয়ে মিনাখাঁ থানার পুলিশ এসে ওই পৌঢ়কে গ্রেফতার করে। পরিবার সূত্রে জানা যায় ওই যুবতী ৯০% প্রতিবন্ধী ।মুখের কথা ছাড়া তার আর কোন অঙ্গ কাজ করে না। ধৃত ৫৫ বছরের রহমান মোল্লাকে(Rahaman Molla) সোমবার দুপুরে সাত দিনের পুলিশি হেপাজত চেয়ে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। অন্যদিকে ওই যুবতীকে বসিরহাট জেলা হাসপাতালের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তারপর বিচারকের কাছে গোপন জবানবন্দি দেবে বলে জানা যায়।

ওই প্রতিবন্ধী যুবতীর মা জানান, তিনি বাড়িতে ছিলেন না। নিজের মাকে পৌঁছতে ধামাখালিতে গিয়েছিলেন। বাড়ি ফিরে গিয়ে তিনি শুনতে পান নিজের মেয়ের কাছে ওই প্রৌঢ়র কুকীর্তির কথা। এরপর মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই যুবতী পরিবারের পক্ষ থেকে প্রৌঢ়র কঠোর শাস্তি দাবি করা হয়েছে। 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চাঁচলে পাটক্ষেত থেকে মহিলার বস্তাবন্দি কঙ্কালসার দেহ উদ্ধার

বহরমপুরে ঘর জামাইয়ের হাঁসুয়ার কোপে খুন হলেন শাশুড়ি, এলাকায় উত্তেজনা

চরম উৎকণ্ঠা কাটিয়ে ইজরায়েল থেকে দেশে ফিরলেন শালবনির অনিরুদ্ধ

জগন্নাথ মন্দিরের রথযাত্রায় হাজির থাকতে বুধে দিঘা পৌঁছচ্ছেন মমতা

‘কালীগঞ্জে আনন্দকে ঢেকে দিল…’ কেন এমন বললেন শতাব্দী রায়?

মিড ডে মিলে ভাগাভাগি হিন্দু -মুসলিমের, আলাদা বাসন ও রান্না

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ