এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

শাহি বৈঠকে একজন ডাক পেলেনই না, আরেক জন ডাক পেয়েও আসছেন না

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: পিকনিকের মরশুমে কলকাতায় ঘুরতে এসেছেন দুই শীর্ষ বিজেপি(BJP) নেতা। একজনের নাম অমিত শাহ(Amit Shah), অপরজন জে পি নাড্ডা(J P Nadda)। কি সুন্দর এদিন সকাল থেকে তাঁরা বেউ বেউ করছেন কলকাতার(Kolkata) বুকে। জোড়াসাঁকোর গুরুদোয়ারা থেকে রাসবিহারীর কালিঘাটে। ঘুরছেন ফিরছেন, হাত নাড়াচ্ছেন, ছবি তুলছেন, পেটপুজোও করছেন। আর দেখছেন মমতার হাত ধরে বড়দিনের উৎসবে সেজে ওঠা কলকাতাকে। সে দেখুন অসুবিধা নেই। যতবার খুশি আসুন, সেখানেও অসুবিধা নেই। কিন্তু দলটার দিকেই একটু তাকিয়ে দেখুন। এই যেমন আজকের শাহি বৈঠকে এক প্রাক্তন সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সম্পাদক ডাকই পাননি, আবার আরেক প্রাক্তন সাংসদ তথা রাজ্য নেতা তিনি ডাক পেয়েও আসছেন না। আচ্ছে এরকম করে কী লড়াই করা চলে! কোথায় সবাই সঙ্ঘবদ্ধ হয়ে লড়াই করবেন, তা নয় খালি ঝগড়া করে মরেছেন। নজরে শাহি বৈঠক আর সেখানেই অনুপস্থিতি অনুপম হাজরা(Anupam Hazra) এবং মিঠুন চক্রবর্তী(Mithun Chakrabarty)।

সব কিছু ঠিক থাকলে এদিন দুপুরে নিউটাউনের হোটেল শাহি বৈঠক বসার কথা। বঙ্গ বিজেপির ২৪ জনের কোর কমিটির সঙ্গে বৈঠক করবেন শাহ আর নাড্ডা। কিন্তু সেই কমিটির সদস্য হয়েও সেখানে আসছেন না মিঠুন। আর অনুপম বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ পত্রই পাননি। তিনি এখন পড়ে আছেন বোল্পুরের পৌষ মেলার মাঠে দলেরই বিক্ষুব্ধ নেতাদের নিয়ে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, এভাবে কী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মহীরুহের সঙ্গে কী জোরদার লড়াই করা যাবে! একুশের ভোটের পরে রাজ্য জুড়ে প্রচারের পর মাঝে মাঝেই দলের সাংগঠনিক বৈঠকে হাজির হতে দেখা গিয়েছে মিঠুনকে। কথা দিয়েছিলেন, লোকসভা নির্বাচনের প্রস্তুতিপর্বের শুরু থেকেই দলের প্রচারে ঝাঁপিয়ে পড়বেন। কিন্তু এদিন লোকসভা ভোটের চূড়ান্ত প্রস্তুতির বৈঠকেই থাকছেন না তিনি। দলের নেতারা বলছেন, মাস খানেক আগেই পারিবারিক সফরে আমেরিকায় গিয়েছেন মিঠুন। কবে ফিরবেন জানা নেই। একুশের ভোটের সময়েই বিজেপিতে যোগ দেন মিঠুন। কিন্তু তারপর আর কোনও নির্বাচনেই তাঁর দেখা মেলেনি। কোনও দায়িত্বও পাননি।

এদিকে অনুপম হাজরা বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণই পাননি। এমনকি শাহি সফরে তাঁকে কেউ থাকতেও বলেনি। তিনি তাই বোলপুরের বুকে পৌষমেলার মাঠে বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের নিয়ে স্টল খুলে বসে আছেন। সেই স্টল নিয়ে তিনি আবার তাঁর ফেসবুক পেজে পোস্টও করেছেন। লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের সমস্ত বঞ্চিত অবহেলিত, কোণঠাসা, পদ-হীন মোদি-ভক্ত এবং বিজেপি কার্যকর্তা, যারা বছরের-পর বছর পার্টির জন্য রক্ত-ঘাম ঝরিয়েছেন, মাসের পর মাস ঘরছাড়া হয়ে থেকেছেন, তাঁদের উদ্দেশ্যে…আজ পৌষ মেলায় আপনাদের জন্য স্টলটি আমাদের দলেরই এক পুরনো শ্রদ্ধেয় কার্যকর্তাকে দিয়ে উদ্বোধন করা হয়েছে!!! পৌষ মেলায় এই স্টলে যারা যারা যাচ্ছেন, সময় কাটাচ্ছেন, ছবি তুলে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলোতে ছড়িয়ে দিন! ফেসবুক লাইভও করতে পারেন। কেন্দ্রীয় নেতৃত্ব যেন দেখতে পারেন যে পশ্চিমবাংলায় কত পরিমাণ ভালো সংগঠকদের বসিয়ে রাখা হয়েছে!!!’ এদিন বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠকও রয়েছে শাহ-নাড্ডাদের। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছে এদিনের বৈঠকে আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। এমনকী প্রার্থী তালিকা নিয়েও প্রাথমিকভাবে কোনও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। অথচ সেখানেই গরহাজির মিঠুন ও অনুপম।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গরমের মধ্যে কিছুটা স্বস্তি দিতে উদ্যোগী হল রাজগঞ্জ থানার পুলিশ

শনিবার থেকে উত্তরবঙ্গে এবং রবিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড় – বৃষ্টি শুরু হবে

রাজ্য পুলিশদের জন্য পোস্টাল ব্যালট বন্ধ হওয়ায় সরব মমতা  

চাকরিহারা শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের এসএসসি ভবন অভিযান

মহিষের পিঠে চড়ে মনোনয়নপত্র জমা দিতে গেলেন পুরুলিয়ার নির্দল প্রার্থী

‘লাল ঝাণ্ডা ফেলে গেরুয়া পতাকা নিয়েছে’, সিপিএম- বিজেপিকে আক্রমণ অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর