এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

দিঘা থেকে হাওড়া হয়ে নবদ্বীপ নয়া ট্রেন চলতি বছরেই

কৌশিক দে সরকার: পাখির চোখে ২০২৪ এর লোকসভা নির্বাচন। উনিশের ভোটে বাংলায় জেতা ১৮টি আসন ধরে রাখতে শুধুই মরিয়া বঙ্গ বিজেপি(Bengal BJP) তাই নয়, আসন বাড়াতেও চাইছে তাঁরা। বৃহস্পতিবারই নদিয়া জেলার বেথুয়াডহরিতে সভা করে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা(J P Nadda)। সেখান থেকেই তিনি বঙ্গ বিজেপির সামনে লক্ষ্যমাত্রাও বেঁধে দিয়ে গিয়েছেন। শ্লোগান দিয়েছেন, ’২৪ এ চাই ২৫’। মানে ২০২৪ এর লোকসভা নির্বাচনে বাংলা থেকে ২৫টি আসন চাই। সেও লক্ষ্যমাত্রা আদৌ বঙ্গ বিজেপি ছুঁতে পারবে কিনা সন্দেহ আছে। তবে সেই লক্ষ্যমাত্রা অর্জনের পথে বঙ্গ বিজেপিকে কিছুটা এগিয়ে দিতে চায় মোদি সরকার। সেই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বিজেপি হাতিয়ার করতে চলেছে সেই রেলকে যাকে কিনা অবলম্বন করে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বাংলার বুকে পরিবর্তনের ডাক দিয়েছিলেন। তাই শুধু বঙ্গে ভারত এক্সপ্রেসই দিয়েই নয়, খড়গপুর-হাওড়া-ব্যান্ডেল-বর্ধমান লোকাল ট্রেন চালু করার পাশাপাশি বাংলাকে নতুন এক্সপ্রেস ট্রেনও দিতে চাইছে মোদি সরকার। সেই ক্ষেত্রেই তাঁদের হাত ধরেই চালু হতে পারে দিঘা(Digha) থেকে হাওড়া(Howrah) হয়ে নবদ্বীপ(Nabadhwip Dham) পর্যন্ত একটি এক্সপ্রেস ট্রেন।

আরও পড়ুন মদ্যপ হয়ে স্কুলে এসে লাগামছাড়া মারধর পড়ুয়াদের, চাঞ্চল্য পাথরপ্রতিমায়

কেন নতুন ট্রেন? আসলে মমতার ছায়ার সঙ্গে লড়াই করতে হচ্ছে বঙ্গ বিজেপিকে। একে তো বাংলায় তাঁদের মমতার সমকক্ষ মুখ নেই, তারপর সমর্থন ও সংগঠন দুটিই তলানিতে। এই অবস্থায় বাংলায় বিস্তার ঘটানোর ক্ষেত্রে বন্দে ভারত এক্সপ্রেস কতখানি কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে বিজেপির অন্দরেই। কেননা বন্দে ভারত নিয়ে যতই আবেগ থাকুক না কেন সেই ট্রেনে আমজনতার কোনও লাভ নেই। তাঁদের ওই ট্রেনে চড়ার মতো সামর্থ্যও নেই। তাই বন্দে ভারতের আবেগে হাওয়া তুলে যে ২০২৪ এর ভোটে জেতা যাবে না সেটা বুঝেই এবার আমআদমির ট্রেনের দিকে নজর পড়েছে মোদি সরকারের(Modi Government)। আর এই জায়গায় বেশ ভাবনাচিন্তা করে তাঁরা ধর্ম ও রাজনৈতিল লাভ এই দুইয়ের মেলবন্ধন ঘটাতে চাইছেন। সেই সূত্রেই দিঘা থেকে হাওড়া হয়ে নবদ্বীপ পর্যন্ত নতুন একটি ট্রেন চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুন বারবার অবরোধ-বিক্ষোভ, ভাঙা হচ্ছে ডোমজুড় ও সাঁকরাইল থানা

বিজেপির সমীক্ষায় উঠে এসেছে যে অধিকারী পরিবার বিজেপিতে যোগ দিলেও পূর্ব মেদিনীপুরের মাটিতে গেরুয়া শিবিরের পায়ের নীচেকার মাটি এখনও ঝুরো হয়েই রয়ে গিয়েছে। এই অবস্থায় শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকে যদি বিজেপি ২০২৪ এর নির্বাচনে কাঁথি ও তমলুক থেকে টিকিট দিয়েও দেয় তাহলেও তাঁরা জিতবেন কিনা সন্দেহ রয়েছে। তাই তাঁদের জেতাবার জন্য এমন একটা বিষয় চাই যা আমজনতার নিত্যদিনের স্বার্থের সঙ্গে সরিসরি যোগাযোগ রয়েছে। সেই সূত্রেই তাঁদের নজর পড়েছে যে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ও তমলুক মহকুমার বিস্তীর্ণ এলাকার মানুষদের কাছে এখনও কলকাতার সঙ্গে মূল যাতায়াতের মাধ্যম হয়ে থেকে গিয়েছে ট্রেন। হাওড়া ও দিঘার মধ্যে তাম্রলিপ্ত ও কাণ্ডারী এক্সপ্রেস চালু হলেও তাতে জেলার মানুষের নিত্যদিনের কলকাতায় যাতায়াতের ক্ষেত্রে খুব একটা লাভ হয়নি। জেলার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল সকালবেলা দিঘা থেকে হাওড়া ও সন্ধ্যাবেলায় হাওড়া থেকে দিঘার একটি এক্সপ্রেস ট্রেন চালু করার। সেই দাবি মেনে নিয়েই দিঘা থেকে নতুন ট্রেন চালুর ভাবনাচিন্তা রয়েছে আগামী রেল বাজেটে। বিজেপি সূত্রে তেমনতাই জানা গিয়েছে।

আরও পড়ুন একের পর এক কেন্দ্রীয় দল, লাভ কী হচ্ছে, প্রশ্ন বঙ্গ বিজেপিতেই

একই সঙ্গে এটাও জানা গিয়েছে, মায়াপুরের সঙ্গে কলকাতার যোগাযোগ ব্যবস্থা এখনও সেভাবে সুগম হয়ে ওঠেনি। সেখানেও পর্যটকদের বা তীর্থযাত্রীদের যেতে গেলে সড়ক পথের ওপরেই ভরসা করতে হয়। এই ছবিও বদলাতে চায় মোদি সরকার। তাঁরা হাওড়া থেকে নবদ্বীপ যাওয়ার একটি ট্রেন চালু করতে চান। সেই ক্ষেত্রেই তাঁদের মাথায় এসেছে দিঘা থেকে যে ট্রেন সকালে হাওড়া আসবে বলে পরিকল্পনা নেওয়া হয়েছে সেটিকেই নবদ্বীপ পর্যন্ত সম্প্রসারিত করা হবে। সেক্ষেত্রে ট্রেনটি সকালে দিঘা থেকে ছেড়ে হাওড়া আসবে ও সেখান থেকে আবার নবদ্বীপ যাবে। ফিরতি পথে তা নবদ্বীপ থেকে ছেড়ে হাওড়া হয়ে দিঘায় যাবে। রেল বোর্ড এখন এই নতুন ট্রেনের অনুমোদন দিলেই চলতি বছরেই পুজোর আগে সেই ট্রেন চালু হয়ে যেতে পারে। যদি এই ট্রেন চালু হয় তাহলে রামনগর, কাঁথি, দেশপ্রাণ, নন্দকুমার, তমলুক, মেচেদা, বাগনান, উলুবেড়িয়া, সাঁতরাগাছি, হাওড়া, বালি, শেওড়াফুলি, চন্দননগর, চুঁচুড়া, ব্যান্ডেল ও অম্বিকা কালনায় ট্রেনটি স্টপেজ দেবে। ফিরতি পথেও এই সব স্টেশনে দাঁড়াবে ট্রেননি। বিজেপি সূত্রে তেমনটাই জানা গিয়েছে। এটাও জানা গিয়েছে গতকাল জে পি নাড্ডা যখন মায়াপুরে ইস্কনের মন্দিরে গিয়েছিলেন তখন সেখানেও নাড্ডাকে কলকাতা ও মায়াপুরের মধ্যে এক্সপ্রেস ট্রেন চালুর কথা জানান। কিন্তু স্বল্প দূরত্বের ক্ষেত্রে এক্সপ্রেস ট্রেন চালু করা যাবে না বলেই এখন দিঘা-হাওড়া-নবদ্বীপ এক্সপ্রেস ট্রেন চালুর ভাবনাচিন্তা শুরু হয়ে গিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

খাদ্যে বিষক্রিয়া, ডাইরিয়াতে আক্রান্ত মহিলা শিশু সহ ২০০ জন

শ্যামনগরের ওয়েভারলি জুট মিলে ভয়াবহ অগ্নিকান্ড, ঘটনাস্থলে ৩ টি ইঞ্জিন

নির্বাচনী জনসভায় কর্মীদের উজ্জীবিত করতে বিস্ফোরক দেবাংশু ভট্টাচার্য

রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা

রামনবমীতে অশান্তি, বেলডাঙ্গা ও শক্তিপুরের ওসিকে সাসপেন্ড করল কমিশন

তাপপ্রবাহে বিদ্যুৎ বিভ্রাট রুখতে জরুরি বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী অরূপ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর