এই মুহূর্তে




নৈহাটির আজাদের নথি দিয়ে পাসপোর্ট বানিয়েছেন পাকিস্তানি নাগরিক, বিস্ফোরক তথ্য প্রকাশ্য




নিজস্ব প্রতিনিধি, নৈহাটি: এবার নৈহাটির আজাদ মল্লিকের আধার এবং ভোটার কার্ড দেখিয়ে পাকিস্তানের আজাদ মল্লিকের পাসপোর্ট তৈরী হল কি করে তার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় এজেন্সি(Central Agency)। এদিকে তাজ্জব নৈহাটির বাসিন্দা আজাদ(Azad)।হতবাক প্রতিবেশীরাও এরকম কান্ড শুনে। এদিকে নৈহাটি রাজার পাকিস্তানের আজাদকে চেনেন না। নৈহাটি রাজার কোনদিন পাকিস্তানেও যান নি।উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটির ইশাক সর্দার রোডের বাসিন্দা আজাদ মল্লিকের ভোটার কার্ড এবং আধার কার্ডে পাকিস্তানের আজাদ মল্লিকের(Azad Mallick) ছবি।এই খবর শুনে তাজ্জব হয়ে গেছে নৈহাটির আজাদ মল্লিক। হতবম্ব এলাকার বাসিন্দারাও।আজাদ জানান সে নৈহাটি জুট মিলের শ্রমিক। তার বাবা ঘরামী ছিলেন।

কি করে পাকিস্তানের আজাদের কাছে তার ভোটার কার্ড এবং আধার কার্ড চলে গেলো তা নিয়ে দুশ্চিন্তায় পরেছেন।তবে এলাকার বাসিন্দারা জানাচ্ছেন আজাদের বাবা এলাকায় মনা ঘরামী বলে দীর্ঘদিন ধরে পরিচিত।ছেলে আজাদ জুট মিলের শ্রমিক। কি করে এমন হল তা বুঝে উঠতে পারছেন না!তবে নৈহাটির স্থানীয় বিধায়ক সনত দে(MLA Sanat Day) জানান, আজাদ মল্লিকরা ৬৫ বছর ধরে নৈহাটির ইশাক সর্দার রোডে বসবাস করছে। এর আগেও একবার পুলিশ এসেছিলো। কিন্তু কিছু প্রমান না পেয়ে চলে ও যায়।তবে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর অভিযোগ আজাদ মল্লিকের সাথে পাকিস্তানের যোগাযোগ রয়েছে।

এছাড়াও কারিগরপাড়ায় বেশ কিছু বাংলাদেশি এবং পাকিস্তানের সাথে যোগাযোগ আছে এমন অনেকেই আছে। এই যোগসূত্র ধরে কেটে এজেন্সি নিশ্চয়ই কিছু খুঁজে পাবে। কিন্তু ওই এলাকার সাধারণ মানুষজনের বক্তব্য তাদের সঙ্গে পাকিস্তানের কোন যোগাযোগই নেই। কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করে দেখুক এর জাল কোথায় অবধি বিস্তৃত। কারাই ঘটনার সঙ্গে যুক্ত তাদের খুঁজে বের করুক কেন্দ্রীয় এজেন্সি। এই চক্র ধরা পড়ার প্রয়োজন আছে দেশের নিরাপত্তার স্বার্থে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মাত্র আড়াই বছরে বাজিমাত পায়রাডাঙার শ্রেয়ানের, নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে

থানার লকআপে অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা আসামির

‘ইস্কন টাউন’ গড়ার জন্য মায়াপুরকে ৭০০ একর জমি দেওয়া হয়েছে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নকল ফোনপে’তে লেনদেন দেখিয়ে লক্ষ লক্ষ টাকার সোনার গহনা প্রতারণা,ধৃত প্রতারক

গ্যাস ভর্তুকি ফেরতের অছিলায় গ্রাহকদের ব্যাঙ্কের তথ্য হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

ছাত্র সংসদের নির্বাচন নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের, চাপ বাড়ল রাজ্য সরকারের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ