এই মুহূর্তে




কালীপুজোর আগে নলহাটিতে অপরাধ দমনে সাইকেলে চেপে পুলিশের নজরদারি

নিজস্ব প্রতিনিধি, নলহাটি: বীরভূম জেলার নলহাটিতে পুলিশের অভিনব টহল। সাইকেলে চেপে রাস্তায় ভারপ্রাপ্ত আধিকারিক। কালীপুজোর আগে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা আরও মুজবত করতে বিশেষ উদ্যোগ নিল নলহাটি থানার পুলিশ। শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ আলির(Md. Ali) নেতৃত্বে সাইকেলে(By Cycle) চেপে শহরের বিভিন্ন অলিগলি, বাজার, ব্যাংক এলাকা ও মন্দির চত্বর ঘুরে টহল দেন পুলিশকর্মীরা। উপস্থিত ছিলেন থানার টাউন ও মেজবাবু-সহ অন্যান্য আধিকারিকরাও।

পুলিশ সূত্রে জানা গেছে, কালীপুজোর আগে সিভিল পোশাকে পুলিশের এই টহলের মূল উদ্দেশ্য — জনসাধারণের নিরাপত্তা আরও জোরদার করা এবং সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে নজরদারি বাড়ানো। উৎসবের মুখে পুলিশের এই অভিনব উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। তাদের কথায়, “এভাবে যদি প্রতিদিন নজরদারি বাড়ে, তাহলে শহরে নিরাপত্তা বোধ আরও বৃদ্ধি পাবে।” পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে রাতের শহরে এই ধরনের টহলদারি অলিতে গলিতে লাগাতার চলবে। জনসংযোগ বাড়ানোর পাশাপাশি মানুষের মধ্যে অপরাধ দমনে পুলিশ কতটা সুযোগ সেই বিষয়ে স্বচ্ছ ধারণা গড়ে তোলাই হবে মূল উদ্দেশ্য।

দুর্গাপুজো বীরভূম জেলায় নির্বিঘ্নে মিটেছে। সামনেই দীপাবলি ও কালীপুজো। তাই কালীপুজোর(Kalipuja) আগে যাতে কোন অপরাধ সংঘটিত না হয় তার জন্য তৎপর নলহাটি থানার পুলিশ। অপরাধ দমনে এবং রাতের শহরে সাধারণ মানুষের মধ্যে মনবল বাড়াতে অলিতে গলিতে সাইকেল নিয়ে টহল দেওয়া শুরু নলহাটি থানার পুলিশ আধিকারিকদের। রাতের শহরে পথ চলতি মানুষের সঙ্গে দেখা হলে তাদের সঙ্গে কথাও বলছেন নলহাটি থানার(Nalhati P.S.) অফিসাররা। অর্থাৎ ঘুমন্ত শহরে পুলিশ যে জেগে আছে এবং চৌকিদারের কাজ করছে তা বোঝাতেই সাইকেলে চেপে টহলদারি ও নজরদারি নলহাটি থানার।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শিবপুরে শুট আউট, আবাসনে ঢুকে মহিলাকে গুলি

বাড়ির উঠোন থেকে উদ্ধার BLO’র দেহ, চাঞ্চল্য এলাকায়

সপ্তাহের মাঝেই শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল, রইল তালিকা

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন মমতার

সাতসকালে জলপাইগুড়ি থেকে উঁকি ঘুমন্ত বুদ্ধের, উচ্ছ্বসিত পর্যটকেরা

SSC-র নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে হাইকোর্টে ৩ মামলার শুনানি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ