এই মুহূর্তে

বাংলার পুরসুস্বাস্থ্যে ৭৩৪ কোটির বিনিয়োগ মোদি সরকারের

নিজস্ব প্রতিনিধি: রাজনীতির বিরোধিতাকে পাশে সরিয়ে রেখে আপাতত বাংলার পাশে দাঁড়ানোর সিদ্ধান্তই নিয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার। আর সেই সূত্রেই আগামী অর্থবর্ষে অর্থাৎ ২০২৩-২৪ সালের বাজেটে বাংলার জন্য মোট ৩৬৭টি পুরসুস্বাস্থ্য কেন্দ্রের(Susatha Kendra) নির্মাণের লক্ষ্যে ৭৩৪ কোটি টাকা বরাদ্দ করতে চলেছে কেন্দ্র সরকার। সাউথ ব্লক সূত্রে এমনটাই জানা গিয়েছে। এই ৩৬৭টি পুরসুস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে হাওড়া(Howrah) পুরনিগম এলাকায় তৈরি হবে ৩০টি, বিধাননগর ও আসনসোল পুরনিগম এ্লাকায় ২০টি করে, বালি পুরসভা এলাকায় ১২টি এবং দুর্গাপুর ও শিলিগুড়ি(Siliguri) পুরনিগম এলাকায় তৈরি হবে ১৮টি। বাকি সুস্থাস্থ্যকেন্দ্র নির্মাণ হবে কলকাতা ও বাংলার অনান্য পুরসভা এলাকায়। কলকাতায়(Kolkata) তৈরি হবে ৬০টি সুস্বাস্থ্য কেন্দ্র। স্বাস্থ্য ক্ষেত্রে পঞ্চদশ অর্থ কমিশনের আর্থিক সাহায্যে এগুলি তৈরি হবে। ভাড়া বাড়িতে ওই সব কেন্দ্র খোলা হলে দু’মাসের মধ্যে নতুন বাড়ি করে তা পরবর্তী পাঁচমাসের চালু করতে হবে। এই সব সুস্বাস্থ্যকেন্দ্রগুলিতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা থাকবেন।

আরও পড়ুন মমতাই ঠিক, কেন্দ্র ভুল, ঘুরপথে বোঝাল আরবিআই

এখনকার নিয়মে শহর এলাকায় ৫০ হাজার জনসংখ্যা পিছু ১টি করে পুরসুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে বাংলার বুকে। কিন্তু এই নিয়ম অনেক পুরাতন। কারণ সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাংলার সব শহরেই জনসংখ্যা বেড়েছে। কিন্তু সেই সমান্ত্রালে বাড়েনি পুরসুস্বাস্থ্য কেন্দ্রের সংখ্যা। তার জেরেই কেন্দ্র-রাজ্য যৌথ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, পুরনো নিয়মের ৫০ হাজার জনসংখ্যা পিছু একটি করে পুর স্বাস্থ্যকেন্দ্র গড়ার পরিকল্পনা থেকে সরে আসা হবে। এখন প্রয়োজন প্রতি ১০-১৫ হাজার জনসংখ্যা পিছু একটি করে সুস্বাস্থ্যকেন্দ্র। কলকাতা শহরের দিকেই তাকালে বোঝা যাবে কেন বাংলায় পুরস্বাস্থ্য কেন্দ্রের সংখ্যা বেশি হওয়া দরকার। শহরের ওয়ার্ডের সংখ্যা ১৪৪। সেই হিসাবে প্রতিটি ওয়ার্ডে এখন একটি করে পুরস্বাস্থ্য কেন্দ্র রয়েছে। অর্থাৎ কলকাতায় পুরস্বাস্থ্য কেন্দ্রের সংখ্যা ১৪৪। অথচ শহরে স্থায়ী নাগরিকের সংখ্যা প্রায় ৫০ লক্ষ। এই বিপুল জনসংখ্যাকে সঠিক ভাবে পরিষেবা দিতে গেলে যে ১৪৪টি পুরস্বাস্থ্য কেন্দ্র দিয়ে হবে না সেটা আগেই বুঝেছিল রাজ্য সরকার ও কলকাতা পুরনিগম।

আরও পড়ুন সংগঠন বেহাল, মুখে শুধুই বড় বড় কথা, ক্ষুব্ধ নাড্ডা

গত বছরের শেষ দিকে হয়ে যাওয়া পুরনির্বাচনের পরে নতুন যে পুরবোর্ড গঠিত হয় সেই বোর্ডই সিদ্ধান্ত নেয় আগামী ৩ বছরে কলকাতা শহরে নতুন আরও ১৫৩টি পুরস্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হবে। তার জেরে ৩ বছর বাসে কলকাতা শহরে মোট পুরস্বাস্থ্য কেন্দ্রের সংখ্যা দাঁড়াবে ২৯৭। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় এর জন্য প্রয়োজনীয় অর্থের যোগান নিয়ে। শেষে বিষয়টি কেন্দ্রকে জানানো হয়। তার জেরেই এবার কেন্দ্র সরকার বাংলার জন্য আগামী অর্থবর্ষে অর্থাৎ ২০২৩-২৪ সালের জন্য মোট ৩৬৭টি পুরসুস্বাস্থ্য কেন্দ্র গড়ার অর্থ বরাদ্দ করবে বলে নবান্নকে জানিয়েছে। মনে করা হচ্ছে এর জেরে আগামী বছর থেকেই কলকাতার বুকে নতুন সুস্বাস্থ্যকেন্দ্র নির্মাণের কাজ শুরু করে দিতে পারবে কলকাতা পুরনিগম। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনায় ৮ তৃণমূল নেতাদের তলব করল এনআইএ

রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ স্বামী গৌতমানন্দ

‘দিদিকে’ ভালোবেসে বিনা পারিশ্রমিকে দেওয়াল লিখনে ব্যস্ত অশীতিপর বোস দা

প্রচারে নেমেই স্থানীয় ‘ঠাম্মা’-কে জড়িয়ে ধরলেন রচনা

সোমবার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘরে পৌঁছে যাবে

সুকান্তের জেলায় ভোট প্রশিক্ষণে গরহাজির ৭০০ কর্মীকে শোকজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর