নিজস্ব প্রতিনিধি, বারাসত: দত্তপুকুর বিস্ফোরণ কান্ডে একই সঙ্গে দুই পুলিশ অফিসারকে সাসপেন্ড করল জেলা প্রশাসন। দত্তপুকুর থানার আইসি শুভব্রত ঘোষ ও নীলগঞ্জ ফাঁড়ির ওসি হিমাদ্রি ডোগরাকে সাসপেন্ড করা হয়।দত্তপুকুরে বিস্ফোরণকাণ্ডের জেরে নীলগঞ্জ ফাঁড়ির ওসিকে সাসপেন্ড করা হয়। গতকালই তাকে ক্লোজ করা হয়েছিল। আজ বারাসাত জেলা প্রশাসনের পক্ষ থেকে নীলগঞ্জ ফাঁড়ির(Nilganj Fari) ওসি হিমাদ্রি ডোগরাকে সাসপেন্ড করা হয়। ওই ফাঁড়ির নতুন ওসি হলেন সঞ্জয় বিশ্বাস। দত্তপুকুর থানার নতুন আইসি’র দায়িত্ব নিলেন সুজিত কুমার পতি। তিনি পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার আইসি ছিলেন।প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, রবিবার দত্তপুকুরে(Duttapukur) বিস্ফোরণ কান্ডের পর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
রবিবারই ঘটনাস্থলে যান জেলাশাসক ও জেলার পুলিশ সুপার সহ এডিজি দক্ষিণবঙ্গ সিদ্ধিনাথ গুপ্তা।স্থানীয়দের অভিযোগ ছিল, এলাকায় দীর্ঘদিন ধরে বেআইনি ভাবে বাজির কারবার চলছিল। এই ঘটনায় পুলিশ উদাসীন ছিল বলে অভিযোগ করেন তাঁরা। যদিও সোমবার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, ‘‘গত আড়াই-তিন মাসের মধ্যে এই এলাকায় অনেক তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। তার পরও এই ঘটনা ঘটেছে, যা দুর্ভাগ্যজনক।
রবিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কালীঘাটের বাড়িতে ডেকে পাঠান রাজ্য পুলিশের ডিজি(DG) এবং কলকাতার পুলিশ কমিশনারকে(CP)। সন্ধ্যা ৬টা থেকে রাজ্য পুলিশের ডিজি মনোজ মাল্লোব এবং কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তিনি। পুলিশ সূত্রে খবর ছিল, ওই বৈঠকেই প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন দুই পুলিশ প্রধানকে।