এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল মেদিনীপুরের খ্রিস্টান সার্ভিস সোসাইটির

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতিকে(Teachers Recruitment Scam) ঘিরে সরগরম বাংলার(Bengal) রাজনীতি। সেই নিয়োগ দুর্নীতে এবার নাম জড়াল পশ্চিম মেদিনীপুরের(Paschim Midnapur) খ্রিস্টান সার্ভিস সোসাইটির(Christian Service Society)। শুধু তাই নয়, তাঁদের বিরুদ্ধে উঠল চাকরি দেওয়ার নামে এবার কয়েক কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ। এমনকি ওই সোসাইটির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগের অভিযোগও উঠেছে। পাশাপাশি চাকরির প্রতিশ্রুতি দিয়ে অনেকের সঙ্গে প্রতারণা করার মতো মারাত্মক অভিযোগও শালবনির পিড়াকাটা ফাঁড়িতে দায়ের হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এমনকি অভিযোগ উঠেছে এই ঘটনার পিছনেও রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাত রয়েছে। উঠেছে ঘটনার সিবিআই(CBI) তদন্তের দাবিও। 

আরও পড়ুন মণিপুরে আটকে পড়া বঙ্গবাসীকে ফেরাতে উদ্যোগী মমতা

সাধারণত রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ করে School Service Commission বা SSC। কিন্তু খ্রিস্টান মিশনারি স্কুলে শিক্ষক নিয়োগ করে খ্রিস্টান সার্ভিস সোসাইটির ফাউন্ডার বডি কমিটি। যদিও শিক্ষকদের বেতন দেয় রাজ্য সরকার। কোনও মিশনারি স্কুলে যে সব বিষয়ে শিক্ষক প্রয়োজন, তা প্রথমে মিটিং ডেকে নির্ধারণ করেন ফাউন্ডার বডি কমিটির সদস্যরা। তারপর নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদনকারীদের ইন্টারভিউয়ের মাধ্যমে মনোনীত করে সফলদের প্যানেল প্রকাশ করা হয়। সেই প্যানেল জেলার স্কুল শিক্ষাদফতরের ডিআই(মাধ্যমিক)-এর কাছে পাঠানো হয়। ডিআই অনুমতি দিলে নিয়োগ সম্পন্ন হয়। কিন্তু অভিযোগ উঠেছে, পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের ভীমপুর সাঁওতাল উচ্চ বিদ্যালয় ও ভীমপুর এবিএম গার্লস স্কুলে নিয়ম বহির্ভূতভাবে এবং আর্থিক লেনদেনের মাধ্যমে সম্প্রতি ১২ জনকে ‘ব্যাকডেটে’ নিয়োগ করা হয়েছে। , একইসঙ্গে চাকরি দেওয়ার নাম করে বহু চাকরিপ্রার্থীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে। তাঁদের কাউকে ২০১৫ সালে, কাউকে ২০১৭ সালে চাকরিতে যোগদান দেখানো হয়েছে।

আরও পড়ুন প্রতি ৩ মাস অন্তর পঞ্চায়েত প্রধানদের কাজকর্মের মূল্যায়নের পথে তৃণমূল

কার্যত মোটা টাকা লুটের উদ্দেশে এধরনের অবৈধ নিয়োগ করা হয়েছে বলে এখন অভিযোগ উঠেছে সোসাইটির আটজনের বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে এফআইআর-ও করা হয়েছে। এই ঘটনায় এনিয়ে সোসাইটির ভাইস চেয়ারম্যান তথা ফাউন্ডার বডি কমিটির সদস্য স্যামুয়েল হাঁসদা জানিয়েছেন, ‘১৯৭৪ সালের মাইনরিটি আইন এবং ২০১২ সালের সরকারি নির্দেশ মেনে নিয়োগ করার কথা। কিন্তু কিছু হয়নি। কমিটিকে সম্পূর্ণ অন্ধকারে রেখে এই নিয়োগ হয়েছে। যাদের ‘ব্যাকডেটে’ নিয়োগ করা হয়েছে, তাঁরা স্কুলের চৌকাঠ মারাননি কোনওদিন।’ আবার ভীমপুর এবিএম গার্লসের প্রাক্তন টিআইসি সবিতা দাস জানিয়েছেন, ‘সোসাইটিতে পরিবারতন্ত্র চলছে। আমার মেয়াদ শেষ হওয়ার আগেই আমাকে সরিয়ে দেয়। তারপরেই শুরু হয় অবৈধ নিয়োগ।’ এই ঘটনায় জেলাশাসক খুরশিদ আলি কাদরি জানিয়েছেন, ‘ব্যাপারটা নিয়ে আমি ডিআইকে রিপোর্ট জমা দিতে বলেছি। রিপোর্ট আসুক। তারপর যা পদক্ষেপ করার তা করবো।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

তীব্র দাবদাহ থেকে পুলিশ আধিকারিকদের বাঁচাতে হাওড়া সিটি পুলিশের বিশেষ কিট প্রদান

কার ভোটে সুমিতা থাবা বসাবেন, হিসাব কষছে দুই ফুলই

ফের তৃণমূলের বিক্ষোভের মুখে অধীর, এবার নওদায় ‘গো ব্যাক’ স্লোগান

বিষ্ণুপুর শিল্পতালুকে বন্ধ কারখানা কিনে তা চালু করছে টাটারা

ডাউন ব্যান্ডেল লোকালে আগুন, দুর্ভোগে যাত্রীরা

খাদ্যে বিষক্রিয়া, ডাইরিয়াতে আক্রান্ত মহিলা শিশু সহ ২০০ জন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর