23ºc, Haze
Thursday, 23rd March, 2023 4:51 am
নিজস্ব প্রতিনিধি: গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের ইস্তেহারে ছিল ‘দুয়ারে সরকার’ প্রস্তাব। মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMATA BANERJEE) ড্রিম প্রোজেক্ট এটি। গত বছরের ৩১ ডিসেম্বর শেষ হয়েছে পঞ্চম দুয়ারে সরকার। দেখা গিয়েছে, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে চেয়ে ‘দুয়ারে সরকার’ শিবিরে মোট আবেদন জমা পড়েছে এক কোটিরও বেশি।
জানা গিয়েছে, ৮২ হাজার ৩৪৫টি শিবিরের আয়োজন করা হয়েছিল। এর মধ্যে ৫৩ হাজারের বেশি ছিল স্থায়ী শিবির। ওই সব শিবিরে আবেদন জমা পড়েছে প্রায় ৮৫ লক্ষ। ভ্রাম্যমাণ শিবির ছিল ২৮হাজার ৩৮১টি। ওই সব শিবিরে আবেদন জমা পড়েছে প্রায় ১৪ লক্ষ ৯৫ হাজার।
নবান্ন সূত্রে খবর, ৩৫ লক্ষ আবেদন জমা পড়েছে সামাজিক সুরক্ষা প্রকল্পে সুবিধা নিতে চেয়ে। স্বাস্থ্যসাথী প্রকল্পে ১০ লক্ষ, কৃষকবন্ধু প্রকল্পে ৮ লক্ষ ৩৪ হাজার, লক্ষ্মীর ভাণ্ডারে ৭ লক্ষ ৬১ হাজার আবেদন জমা পড়েছে। উল্লেখ্য, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে টেক্কা দিয়েছে স্বাস্থ্যসাথী। লক্ষ্মীর ভাণ্ডারকে ছাপিয়ে গিয়েছে কৃষকবন্ধু প্রকল্পও। দুয়ারে সরকার শিবিরে ৬ লক্ষ ৫৮ হাজার জন মৎস্যজীবী আবেদন জানিয়েছেন। ২ লক্ষ ২৫ হাজার জন আবেদন করেছেন ছাড়ের সুবিধা নিয়ে বিদ্যুৎ বিলের বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য। ১ লক্ষ ২৭ হাজার আবেদন জমা পড়েছে বিদ্যুৎ সংযোগের আবেদন জানিয়ে। জমির পাট্টা চেয়ে আবেদন করেছেন ১ লক্ষ ২ হাজার জন।