এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বঙ্গের ৫ জেলার ২২টি স্থানে ৬০০ কোটিতে তেল-গ্যাসের অনুসন্ধান

নিজস্ব প্রতিনিধি: দিন যত গড়াচ্ছে, সময় যত গড়াচ্ছে, প্রযুক্তির যত উন্নতিসাধন ঘটছে, ততই বাংলার(Bengal) বুকে খনিজ তেল(Crude Oil) ও প্রাকৃতিক গ্যাস(Natural Gas) পাওয়ার সম্ভাবনা জোড়ালো হচ্ছে। রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা Oil and Natural Gas Corporation বা ONGC মনে করছে বাংলার বুকে মাটির নীচে বিপুল পরিমাণের খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার রয়েছে। তাই বাংলার বুকে ৫টি জেলার ২২টি এলাকাকে তাঁরা চিহ্নিত করেছেন যেখানে তাঁরা ৬০০ কোটি টাকা খরচ করে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের অনুসন্ধান চালাবেন। তাঁদের দাবি, উপগ্রহ চিত্র থেকে রাজ্যের এই ৫ জেলায় মাটির নীচে বিপুল পরিমাণ তেল ও গ্যাসের হদিশ মিলেছে। এই ৫ জেলা হল দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও নদিয়া। এই ৫টি জেলাতে ২২টি স্থান ONGC চিহ্নিত করেছে যেখানে খনন চালানো হবে। মূলত ওই সব স্থানে কী অবস্থায়, কতটা পরিমাণ তেল ও গ্যাস রয়েছে, তা এই খনন প্রক্রিয়া থেকে তাঁরা বুঝে নিতে চান। এমনকি ওই সব স্থান বা Drill Site থেকে বাণিজ্যিকভাবে তেল ও গ্যাস উত্তোলন শুরু করতে কতদিন সময় লাগবে, তারও একটি ধারণা পাওয়া যাবে।

আরও পড়ুন শুভেন্দুকে ধাক্কা দিয়ে ব্যক্তিবাদ সরছে বঙ্গ বিজেপি থেকে, নজরে আদর্শ

ONGC সূত্রে জানা গিয়েছে, রাজ্যের যে ৫টি জেলায় ২২টি স্থান খনন ও অনুসন্ধানের জন্য চিহ্নিত করা হয়েছে তার মধ্যে সব থেকে বেশি এলাকা আছে উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলায়। সেখানে ১৩টি স্থানে খনন ও অনুসন্ধান চালানো হবে। উল্লেখ্য এই জেলার অশোকনগরে খনিজ তেল আগি পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই সেখানে শুরু হয়েছে বাণিজ্যিকভাবে তেল উত্তোলনের পর্বও। কিন্তু হাত গুটিয়ে বসে থাকতে চান না ONGC’র আধিকারিকেরা। তাঁরা এই জেলায় আরও বেশি করে অনুসন্ধান করতে চান। উত্তর ২৪ পরগনার ছাড়া পূর্ব(Purba Midnapur) ও পশ্চিম মেদিনীপুরে(Paschim Midnapur) ৫টি করে জায়গায় এই খনন ও অনুসন্ধানের কাজ চালাবেন ONGC’র প্রযুক্তিবিদরা। দক্ষিন ২৪ পরগনা(South 24 Pargana) জেলায় ৩টি ও নদিয়ার(Nadia) ১টি জায়গাতেও খননকার্য চালানো হবে। এই ২২টি জায়গাতেই খনন ও অনুসন্ধানের জন্য জমি চিহ্নিত করার কাজ সম্পূর্ণও হয়ে গিয়েছে। প্রতিটি Drill Site’র জন্য গড়ে ৫ একর করে জমি লিজে নিচ্ছে ONGC। সেই সব জমিতে ভূগর্ভের আড়াই হাজার থেকে ছ’ হাজার মিটারের মধ্যে তেল ও গ্যাসের ভাণ্ডারের বর্তমান অবস্থা যাচাই করবেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন বন্ধ হতে পারে বাংলার সাড়ে ৫ লক্ষ প্রবীণের বার্ধক্য ভাতা

‘Bengal Basin’র ভবিষ্যৎ নিয়ে ONGC কর্তারা যথেষ্ট আশাবাদী। এছাড়া, আসানসোল ও দুর্গাপুরে বিপুল পরিমাণে মজুত রয়েছে কোলবেড মিথেন। তাই ওএনজিসি কর্তারা বলছেন, স্বাধীনোত্তর ভারতে বাংলার কয়লা ও পাট শিল্পক্ষেত্রে জোয়ার এনেছিল। আগামী দিনে খনিজ তেল ও গ্যাসের হাত ধরে এই রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি আমূল বদলে যাবে বলে তাঁরা আশা করেন। ২০২০ সালের ডিসেম্বর মাস থেকে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের বাইগাছিতে বাণিজ্যিকভাবে তেল ও গ্যাস উত্তোলনের সূচনা হয়েছে। কার্যত তারপর থেকেই ONGC কর্তারা সিদ্ধান্ত নেন বাংলাজুড়ে বিপুল উদ্যমে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের অনুসন্ধান শুরু করার। উত্তর ২৪ পরগনায় বাইগাছিকে কেন্দ্র করে একাধিক জায়গায় তেলের হদিশ পাওয়া যায়। এর মধ্যে ভুরকুণ্ডা, দিগড়া মালিকবেড়িয়া ও বনগাঁর আকাইপুর গ্রাম পঞ্চায়েতের কামদেবপুর এলাকায় জমি লিজে নিয়ে খননের কাজ প্রায় শেষ। বর্তমানে দেগঙ্গার চাঁপাতলা গ্রাম পঞ্চায়েত ও পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ২ ব্লকের কিসমত খাটিয়াল ও পদ্মাতামালিতে জমি লিজে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সব কিছু ঠিক থাকলে দ্রুত ওই সব এলাকায় জমি অধিগ্রহণ করে বাণিজ্যিকভাবে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন শুরু করা হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আচমকা বাড়ির ছাদ ভেঙে মাটিতে ঢুকে গেল ধাতব গোলক, তদন্তে পুলিশ

‘যত ভোট তত গাছ’, মনোনয়ন দিয়ে ঘাটালবাসীদের প্রতিশ্রুতি দেবের

২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা কবে ? জানিয়ে দিল পর্ষদ

মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য দেড় লক্ষ পড়ুয়া! চিন্তায় শিক্ষাবিদরা

সফল মাধ্যমিক পরীক্ষার্থীদের ট্যুইট শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

ডাক্তারি পড়তে আগ্রহী মাধ্যমিকের প্রথম দশে থাকা দুই পড়ুয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর