এই মুহূর্তে




শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে উচ্চমাধ্যমিক দিচ্ছে দেড় ফুটের পাপ্পু

নিজস্ব প্রতিনিধি: বাংলায় একটা কথা আছে, সেটা হল, নিজের চেষ্টা বা ইচ্ছা থাকলে কোনও কিছুই অসম্ভব নয়। সত্যি, এই কথাটি যদি না হত তাহলে হয়তো মানুষ এভারেস্ট জয় করার মতো কঠিন কাজকে করতে পারত না। তেমনই অদম্য ইচ্ছেশক্তির কাছে হার মানল প্রতিবন্ধকতা। নানাবিধ শারিরীক প্রতিবন্ধকতা নিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে দেড় ফুটের পাপ্পু। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের উত্তর আলতাগ্রামের মধ্যপাড়ার বাসিন্দা বিশ্বনাথ রায় পেশায় একজন দিন মজুর। তার দুই ছেলের মধ্যে পাপ্পু রায় জন্ম থেকে বামন। বর্তমানে তাঁর উচ্চতা মাত্র দেড় ফুট।

কিন্তু বামন হলেও পাপ্পু থেমে থাকার পাত্র নয়। হাজার কষ্টের মধ্যে যাবতীয় বাধাকে ছাপিয়ে নিজেকে সমাজের বুকে শিক্ষক রুপে প্রতিষ্ঠিত করতে লড়াই চালিয়ে যাচ্ছে সে। পাপ্পুর বাবা বিশ্বনাথবাবু আগেই বুঝতে পেরেছিলেন যে তার ছেলের শারীরিক সমস্যা থাকা স্বত্তেও পড়াশুনার প্রতি প্রচন্ড ঝোঁক। তাই নানাবিধ অসুবিধা থাকা স্বত্তেও তাকে পড়াশোনা নিয়ে অসুবিধায় পড়তে দেননি তিনি। যার ফলস্বরূপ পাপ্পু মাধ্যমিকে এনে দিয়েছিল ৫০ শতাংশ নম্বর। সেই লড়াই জারি রেখে পাপ্পু এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।

উচ্চতাই শুধু পাপ্পুর শারীরিক সমস্যা নয়। পাপ্পু চলাফেরা করতে সক্ষম নয়। তাই এক জায়গা থেকে অন্য জায়গা যেতে তাঁকে বাবা বা মায়ের কোলে চড়েই যেতে হয়। পাপ্পুর চিকিৎসায় পিছনে মাস গেলে খরচ হয় মোটা টাকা। পড়াশুনার খরচ জোগাড় করার পর দিন মজুর বাবার পক্ষে ছেলের চিকিৎসার খরচ জোগানো অনেকটাই কষ্টের। এতকিছু সমস্যা সত্ত্বেও পাপ্পু সেভাবে কোনও সুযোগ-সুবিধা পায় না। মানবিক ভাতা হিসেবে মাত্র ১০০০ টাকা পায় সে। পাপ্পু জানায় তার টিউশন নেই। তাই প্রতিবেশী দিদিদের কাছ থেকে নোট যোগাড় করে পড়াশোনা করে। তাকে স্কুলের সবাই খুব সাহায্য করে। তার লক্ষ্য পড়াশোনা শিখে শিক্ষক হয়ে বাবা-মায়ের পাশে দাঁড়ানো।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মমতার এসআইআর ফর্ম নেওয়া নিয়ে ‘ভুয়ো খবর’ ছড়ানোর পিছনে বড় ষড়যন্ত্র!

পাখির চোখ বিধানসভা ভোট, ৭ পুরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে রদবদল

তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করছেন BLO, চাঞ্চল্য চাঁচলে

সরকারি স্কুলে প্রার্থনা সভায় গাইতে হবে ‘বাংলার মাটি বাংলার জল’, বিজ্ঞপ্তি জারি মধ্যশিক্ষা পর্ষদের

বিধানসভা নির্বাচনের আগে কোচবিহার থেকে কামারহাটি ‘বাংলা বাঁচাও যাত্রা’র ডাক বামেদের

বিলাসবহুল জীবন যাপনের জন্য একের পর এক চুরি, চুঁচুড়া থেকে গ্রেফতার ২ অভিযুক্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ