এই মুহূর্তে

গাড়িতে করে পাচার হচ্ছে টাকা, পিছু ধাওয়া আমজনতার

নিজস্ব প্রতিনিধি: গরুপাচার, কয়লাপাচার, নোটপাচার। কার্যত বাংলা যেন পাচারের স্বর্গরাজ্য হয়ে উঠছে। এবার সেই হুজুগে মেতে উঠলেন উত্তরবঙ্গের(North Bengal) জলপাইগুড়ি(Jalpaiguri) জেলার রাজগঞ্জ(Rajganj) থানা এলাকার মহানপাড়া এলাকার বাসিন্দারা। গাড়িতে করে কোটি কোটি টাকা পাচার হচ্ছে এই খবর ছড়িয়ে পড়ার জেরে একটি গাড়ির পিছু ধাওয়া করেন এলাকাবাসীরা। কিছুদূর গিয়ে তাঁরা গাড়িটিকে আটক করতেও সক্ষম হন। কিন্তু পুলিশের উপস্থিতিতে সেই গাড়ি থেকে উদ্ধার হয় মাত্র ১ লক্ষ ২২ হাজার টাকা। এলাকাবাসীর অভিযোগ ওই টাকা বিহার থেকে পাচার করা হচ্ছিল অসমে। যদিও পুলিশ(Police) এই ধরনের কোনও প্রমাণ বা অভিযোগ হাতে পায়নি। তবে ঘটনার জেরে ২টি গাড়ি ও তাতে থাকা ৭জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। ওই টাকার উৎস কী এবং তা কেন আর কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেটাই এখন জানতে চাইছেন পুলিশের আধিকারিকেরা।

জানা গিয়েছে, শনিবার সকালে রাজগঞ্জের মহানপাড়া এলাকায় একটি সাদা রঙের গাড়ি প্রথমে একটি বাড়ির পিলারে ধাক্কা মারে রাস্তা দিয়ে দ্রুত যেতে গিয়ে। সেই গাড়িতে দুজন ছিল। সেই ঘটনায় প্রথমে হকচকিয়ে যান স্থানীয় বাসিন্দারা। কিছু বোঝার আগে গাড়িটি দ্রুত গতিতে কুকুরযান অঞ্চলের দিকে চলে যায়। এর কিছুক্ষণ পর ফের একটি গাড়ি আসে। সেই গাড়িতে ৫ জন যাত্রী ছিল। তারা স্থানীয় বাসিন্দাদের বলতে থাকে, ‘ওই গাড়িটি কোথায়? গাড়িতে ৭ কোটি টাকা আছে। ওই টাকা বিহার থেকে চিট করে আনা হয়েছে।’ এরপর স্থানীয় যুবকেরা কুকুরযান এলাকায় খবর দিলে বেশ কিছু যুবক গাড়িটিকে ধাওয়া করে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রাজগঞ্জ থানার পুলিশ। তারা দুটি গাড়িকে বাজেয়াপ্ত করে। দুই গাড়িতে থাকা মোট ৭জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য তাদের রাজগঞ্জ থানায় নিয়ে যায়।  

জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, ‘রাজগঞ্জের কুকুরযান গ্রামপঞ্চায়েতের বাসিন্দাদের অভিযোগ ছিল গাড়ি করে ৭ কোটি টাকা পাচার করা হচ্ছে। টাকাগুলি বিহার থেকে চিট করে নাকি আনা হয়েছে। ঘটনায় দুটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। ৭জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ১ লক্ষ ২২ হাজার টাকা পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদ চলছে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা পৌঁছে যাবে ৩৭ ডিগ্রির ঘরে

ঘাটাল লোকসভা জিততে গেলে মানুষের ভালোবাসা আদায় করতে হবে: দেব

কৃষ্ণনগরে আবার ইডি এলে সরপুরিয়া খেয়ে যাবে, খোঁচা মহুয়ার

শেখ শাহজাহানের জামিনের আর্জি খারিজ, জেল হেফাজতের নির্দেশ

রাজ্যে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে অলোক সিনহা

চাই পুরসভা, চাই পূর্ণাঙ্গ থানা, গলা তুলছে আমোদপুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর