এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বাড়ি ভাড়া দিলে দিতে হবে Tax, চাঞ্চল্য বাঁকুড়া শহরে

নিজস্ব প্রতিনিধি: পুরসভার আয় বাড়ানোর জন্য এবার বাঁকুড়া শহরের(Bankura Town) বাসিন্দাদের ওপর বেশ বড়সড় কর বা Tax বসানোর পদক্ষেপ করল স্থানীয় পুরসভা কর্তৃপক্ষ। তবে সেই কর লাগুর আগে শহরে সমীক্ষা চালানোর সিদ্ধান্তও নিয়েছে পুরসভা। বাঁকুড়া শহর এমনিতেই সদর শহর। তাই শহরে সরকারি অফিসের সংখ্যা নেহাত কম নয়। শহরে আছে মেডিকেল কলেজ হাসপাতাল। আছে একাধিক নামী স্কুল ও কলেজ। পুরসভার ২৪টি ওয়ার্ড বিগত কয়েক বছরে তাই কলেবরে বেশ বেড়েছে। এখনও বিভিন্ন জায়গায় নতুন করে জনবসতি গড়ে উঠছে। সব মিলিয়ে শহরের জনসংখ্যা কমবেশি ১ লক্ষের আশেপাশেই হবে। এই জনসংখ্যার ওপরেই এখন কর বসানোর সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় পুরকর্তৃপক্ষ(Municipality Authority)।

আরও পড়ুন রাজুর খুন ৩ লোকসভা কেন্দ্রে ধাক্কা দেবে বিজেপিকে

বাঁকুড়া পুরসভা সূত্রে জানা গিয়েছে, পুরসভার ভাঁড়ারে টান পড়েছে। তাই নিজস্ব তহবিল বাড়াতে দুটি নতুন কর বা Tax বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি হল বাড়ি ভাড়া দেওয়ার জন্য House Rent Tax এবং অপরটি Service Tax। প্রথম করটি দেবেন বাড়ির মালিকেরা যারা বাড়ি ভাড়া(House Rent) দিচ্ছেন এবং দ্বিতীয় করটি দেবেন বিভিন্ন বাজারের দোকানদাররা। চলতি মাসেই পুরসভার প্রতিনিধিরা সব ওয়ার্ডে সার্ভে করবেন। এরজন্য পুরসভা একটি ফর্ম তৈরি করেছে। তাঁরা প্রতিটি ওয়ার্ডে বাড়ি ভাড়া দিয়েছেন এমন ব্যক্তিদের চিহ্নিত করবেন। ফর্ম পূরণ করে তথ্য দেওয়ার ১৫ দিনের মধ্যে পুরসভাকে ভাড়া বাবদ অতিরিক্ত কর দিতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু প্রথম করটি নিয়েই এখন বিতর্ক বেঁধেছে। কেননা বাঁকুড়া শহরে এমন অনেকেই থাকেন যারা বাড়ির একাংশ ভাড়া দিয়ে নিজেদের সংসার চালান। এছাড়া অনেকে নিরুপায় হয়েও বাড়ি ভাড়া নেন। তাঁদের ওপর যদি এখন পুরসভা কর বসায় তাহলে তাঁদের কীভাবে চলবে, সেটাই সব থেকে বড় প্রশ্ন হয়ে উঠে এসেছে। যদিও পুরকর্তৃপক্ষের দাবি, ওয়ার্ডগুলিতে ফর্ম দিয়ে যাচাইয়ের কাজ শুরু হয়েছে। সেই তথ্য আসার পর ভাড়ার অঙ্ক অনুযায়ী পুরকর ধার্য করা হবে। এক্ষেত্রে অবশ্য বাড়ির মালিক ও ভাড়াটিয়ার অর্থনৈতিক পরিকাঠামোও বিবেচনা করে দেখা হবে।

আরও পড়ুন কেন্দ্রের NSWS Portal-এ যোগ দিল বাংলা, খুশ মোদি

বাঁকুড়া শহরে থাকার জন্য এখন অনেকেই বাড়ি ভাড়া নিচ্ছেন। বাড়ি নেওয়ার ক্ষেত্রে অনেকেই চুক্তিপত্র করান। কোথাও কোথাও আবার বাড়ি ভাড়া নেওয়ার ক্ষেত্রেও ভাড়াটিয়ারা সমস্যায় পড়েন। পুরসভার দাবি, শহরে বহু ব্যক্তি বাড়ির একাংশ অন্যকে ভাড়া দেন। সেখান থেকে তাঁদের মাসিক আয় হচ্ছে। বাড়ির মালিক ও ভাড়াটিয়াকে পুরসভা জলের সরবরাহ করে। তারসঙ্গে নিকাশি নালা পরিচ্ছন্ন করে। জঞ্জাল সাফাইও করা হয় নিত্যদিন। কিন্তু এইসব পরিষেবার জন্য পুরসভা ভাড়াটিয়া বাবদ কোনও কর পায় না। তাই এবার থেকে ভাড়াটিয়া রাখার জন্যও পুরসভাকে বাড়ির মালিককে পুরকর দিতে হবে। ভাড়াটিয়াদের কর আদায়ের জন্য পুরসভার তরফে যে ফর্ম প্রস্তুত করা হয়েছে সেখানে বাড়ির মালিকের মোবাইল নম্বর, হোল্ডিং নম্বর, ঠিকানা সহ তথ্য দিতে হবে। তারসঙ্গে ভাড়াটিয়ার নাম, মাসিক ভাড়ার পরিমাণ ও তার চুক্তিপত্রের ফটোকপি দিতে হবে। পুরসভাকে প্রদেয় ত্রৈমাসিক সম্পত্তি করের পরিমাণও জানাতে হবে। এছাড়া বাড়িতে কোনও ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকলে তার তথ্যও ওই ফর্মে পূরণ করতে হবে। পুরসভা জানিয়েছে, যে সমস্ত বাড়ির ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স হয়নি। তাদের অবিলম্বে তা করিয়ে নেওয়ার আর্জি জানানো হয়েছে। তবে শহরের বেশির ভাগ মানুষ মনে করছেন এসবের জেরে শহরে বাড়ি ভাড়া অনেক বেড়ে যাবে। তাতে গরীব মানুষই বেশি সমস্যায় পড়বেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজ্য জুড়ে তাপপ্রবাহ, সরকারি স্কুলে অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা

বারুইপুরে ট্রাক অটো সংঘর্ষে মৃত ২, গুরুতর আহত ১

গনির জেলায় জয়ের লক্ষ্যে ঝাঁপাচ্ছে তৃণমূল, রোড-শো থেকে সভা মমতা-অভিষেকের

ভাল্লুককে তরমুজ, চিতাবাঘকে ওআরএস, গরম থেকে বাঁচাতে রমনাবাগান চিড়িয়াখানায় বিশেষ মেনু

তীব্র তাপপ্রবাহ, সোমবার থেকেই রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি!

ধর্মের মধ্যে দিয়ে যে রামকে আমরা পাই সেই রাম হচ্ছেন পুরুষোত্তম : দেবাংশু ভট্টাচার্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর