এই মুহূর্তে




পুলিশ কমিশনার মনোজ বর্মার হাত ধরে শহিদ মিনারে বাজি বাজারের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : ধর্মতলার শহিদ মিনারে শুরু হল বাজি বাজার। আজ ১৬ অক্টোবর পুলিশি পরিদর্শনের মধ্য দিয়ে উদ্বোধন হল বাজি বাজারের। আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী ১৪০৩ টি বাজি প্রস্তুতকারক সংস্থার বাজি বিক্রি করা যাবে এই বাজারে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী যথাযথ নিয়ম মেনে বাজি বিক্রি হচ্ছে কিনা তা পরিদর্শন করলেন পুলিশ কমিশনার। নিয়ম অনুযায়ী দুটি দোকানের মাঝে নির্দিষ্ট গ্যাপ রাখা হয়েছে কিনা তাও খতিয়ে দেখেন তিনি।

এই বাজি বাজারে রয়েছে মোট ৩৭টি স্টল। বড়বাজার ফায়ার ওয়ার্কস ডিলার্স অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এই বাজি বাজার চলবে ২১ অক্টোবর পর্যন্ত। পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী ১৪০৩ টি বাজি প্রস্তুতকারক সংস্থার বাজি বৈধ বলে গণ্য করা হবে। কালীপুজো ও দীপাবলিতে নজরদারি চলবে বহুতল থেকে ফায়ার ক্রাকার প্রোন জোনে। তার আগে কলকাতা পুলিশের অন্তর্গত সমস্ত থানায় সচেতনতামূলক প্রচার চালানোর নির্দেশ দিয়েছেন কমিশনার মনোজ বর্মা।

এদিন পরিদর্শনে এসে পুলিশ কমিশনার বলেন, “আগেরবার পলিউশন অনেক কম ছিল, এবার আশা করছি আরও কমবে। তারপরেও আমরা নজর রাখছি। শব্দবাজির যে মাত্রা বেঁধে দেওয়া আছে তার বেশি মাত্রার কোনও বাজি ফাটালে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।  ইতিমধ্যে আমরা কিছু বাজি বাজেয়াপ্ত করেছি। ১১ টা মামলা দায়ের হয়েছে, বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। সবাইকে বলে দেওয়া হয়েছে গ্রীন বাজি তৈরি করতে হবে। ১৪০৩টি বাজি প্রস্তুতকারক সংস্থা এসেছে এবার। এরা শুধুমাত্র গ্রীন বাজিই তৈরি করে। আজ আমরা পরিদর্শন করেছি সবটাই। হাইরাইজ বিল্ডিং, হাউজিং সোসাইটি সব জায়গায় পুলিশ গিয়ে ক্যাম্পেন চালাবে। তেমনটাই নির্দেশ দেওয়া হয়েছে লোকাল থানাগুলিতে। লিফলেট, প্যামফ্লেট বিলি করা হচ্ছে। নারী ও শিশুদের সুরক্ষার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হবে।”  ফানুস ওড়ানো যে অবৈধ তাও এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন পুলিশ কমিশনার মনোজ বর্মা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘বিবেকবোধহীন, অপরিকল্পিত SIR বন্ধ করুন’, BLO-র মৃত্যুতে কমিশনকে আক্রমণ মমতার

মামলাকারীদের ১০ নম্বর দেওয়া হবে না কেন? এসএসসি’র অবস্থান তলব বিচারপতি অমৃতা সিনহার

স্ত্রী পুত্রের নথিতে গোলমাল, দেশছাড়া হতে হবে, SIR আতঙ্কে আত্মঘাতী প্রৌঢ়

BLO দের সহায়তার জন্য দেওয়া হচ্ছে সহকারী, ফর্ম ডিজিটাইজেশন নিয়ে ক্ষুব্ধ নির্বাচন কমিশন

কথা দিয়েও বেহালা পশ্চিমের জনতা দরবারে গেলেন না, জেলমুক্তির এক সপ্তাহ পরেও গৃহবন্দি পার্থ

শিবপুরে শুট আউট, আবাসনে ঢুকে মহিলাকে গুলি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ