নিজস্ব প্রতিনিধি: আসানসোলের কুলটি থানার অন্তর্গত বরাকরে বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে বৃহস্পতিবার রাতে নিয়মমাফিক নাকা তল্লাশি চলছিল। এই সময়ই বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে ধরা পরল এক দুষ্কৃতী। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আস মহম্মদ ওরফে বাবলু তাঁর বাড়ি কুলটির কেন্দুয়া বাজার এলাকায়। তাঁর কাছ থেকে পাওয়া গিয়েছে, ২৫টি সেভেন এমএম পিস্তল ও ৪৬ টি ম্যাগাজিন। এছাড়াও কুলটি থানার পুলিশ ধৃতের বাইক ও দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে।
পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে মোটরবাইকে ঝাড়খণ্ড সীমান্তবর্তী ওই এলাকায় আসছিল বাবলু। নাকা চেকিংয়ের কাছাকাছি আসতেই সে গাড়ি ঘুরিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশকর্মীদের সন্দেহ হওয়ায় তাঁকে ধরে ফেলেন তাঁরা। এরপর জিজ্ঞাসাবাদ করতেই অসংলগ্ন উত্তর দেওয়ায় সন্দেহ তীব্র হয়। পরে তাঁর ব্য়াগ তল্লাশি করতেই চক্ষু চড়কগাছ হয় কর্তব্য়রত পুলিশকর্মীদের। ব্যাগের ভিতর সাজানো ছিল পিস্তল ও ম্য়াগাজিন। তাঁকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।
ইতিমধ্যেই ধৃতকে জেরা শুরু করা হয়েছে। উদ্ধার হওয়া ওই সমস্ত অস্ত্র ধৃত আস মহম্মদ কোথা থেকে পেল আর কাকে বিক্রি করার উদ্দেশ্য ছিল সেটা জানার চেষ্টা চলছে। তবে তাঁর কাছে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় পুলিশের অনুমান বড় কোনও চক্র এর পিছনে রয়েছে। আপাতত তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। শুক্রবারই তাঁকে আদালতে তোলা হবে।