এই মুহূর্তে




পাখির চোখ বিধানসভা ভোট, ৭ পুরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে রদবদল

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি ও পূর্ব বর্ধমান: আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বৃহস্পতিবার পূর্ব বর্ধমান ও জলপাইগুড়ির ৭টি পুরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে রদবদল ঘটাল রাজ্যের শাসক দল। পূর্ব বর্ধমানের চার পুরসভায় রদবদল ঘটানো হয়। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে কাটোয়া কালনা দাঁইহাট এবং গুসকরা পুরসভায়(Guskara Municipality) পুরপ্রধান ও উপ পুরপ্রধান পদে রদবদল ঘটে। কাটোয়া পুরসভার পুরপ্রধান সমীর কুমার সাহাকে সরিয়ে নতুন পুরপ্রধান করা হয় কমলাকান্ত চক্রবর্তীকে। উপ পুরপ্রধান লখিন্দর মণ্ডলকে সরানো হয় ।তার জায়গায় দায়িত্ব দেওয়া হয় ইউসুফা খাতুনকে। কালনা পুরসভার(Kalna Municipality) পুরপ্রধান আনন্দ দত্তকে সরিয়ে সেই পদে আনা হয় রিনা বন্দ্যোপাধ্যায়কে। গুসকরা পুরসভার উপ পুরপ্রধান বেলি বেগমকে সরিয়ে সাধনা কোনারকে উপপ্রধান করা হয়।

ওই পুরসভার পুরপ্রধান পদে থাকা কুশল বন্দ্যোপাধ্যায় তাকে সরানো হয়নি। দাঁইহাট পুরসভার পুর প্রধান পদে প্রদীপ রায়কে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় সমর সাহাকে। ওই পুরসভার উপ পুরপ্রধান থাকছেন অজিত বন্দ্যোপাধ্যায়। পূর্ব বর্ধমানের জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য নেতৃত্বে নির্দেশে এই রদবদল করা হয়েছে। খুব শীঘ্রই নতুন পুরপ্রধান ও উপ- পুরপ্রধানরা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন ও কাজ শুরু করবেন। অপরদিকে জলপাইগুড়ি পৌরসভার(Jalpaiguri Municipality) চেয়ারম্যান পদে বদল ঘটনা হয়। পাপিয়া পালকে সরিয়ে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান করা হয় সৈকত চট্টোপাধ্যায়কে। এতদিন সৈকত চট্টোপাধ্যায় ওই পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন। জলপাইগুড়ি পৌরসভার নতুন ভাইস চেয়ারম্যান হলেন চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাত। অপরদিকে ময়নাগুড়ি পুরসভার নতুন চেয়ারম্যান হলেন মনোজ রায়। ওই পদে থাকা প্রাক্তন বিধায়ক অনন্ত দেব অধিকারীকে সরিয়ে দেওয়া হয়।

মনোজ রায় এতদিন ময়নাগুড়ি পুরসভার (Maynaguri Municipality)ভাইস চেয়ারম্যান পদে ছিলেন। ময়নাগুড়ি পৌরসভার নতুন ভাইস চেয়ারম্যান এর দায়িত্ব পেলেন চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমেশ সান্যাল (ঝুলন)। এদিকে,স্বপন সাহাকে সরিয়ে গত ফেব্রুয়ারি মাসে মাল পুরসভার চেয়ারম্যান করা হয়েছিল উৎপল ভাদুড়িকে। তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন ।তাকে চেয়ারম্যান করায় ভাইস চেয়ারম্যান পদটা এতদিন ফাঁকা ছিল। বৃহস্পতিবার ভাইস চেয়ারম্যানের পদে নিয়ে আসা হয় ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলন ছেত্রীকে। তৃণমূল সূত্রে খবর গত দেড় মাস ধরে বিভিন্ন পুরো এলাকায় ঘুরে ঘুরে পুরো প্রধান ও পূর্ব প্রতিনিধিদের নিয়ে দফায় দফায় বৈঠক করে তথ্য সংগ্রহ করে দলের শীর্ষ নেতৃত্ব। তৃণমূলের ভোট কুশলী সংস্থার প্রতিনিধি রাও খোঁজখবর নেয়। কলকাতায়(Kolkata) একাধিক পুরো প্রতিনিধিকে ডেকে পাঠানো হয়। পুরসভায় পুরো প্রধানদের কাজ দলের সঙ্গে সম্পর্ক শহর রাজনীতিতে কোন পুরো প্রধানের কতটা প্রভাব এইসব তথ্য গত দেড় মাস ধরে যাচাই করা হয় একই সঙ্গে লোকসভা ভোটে দলের ফলাফল খতিয়ে দেখা হয়। এরপর বৃহস্পতিবার ৭ পুরসভায় রদবদল ঘটানো হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মমতার এসআইআর ফর্ম নেওয়া নিয়ে ‘ভুয়ো খবর’ ছড়ানোর পিছনে বড় ষড়যন্ত্র!

তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করছেন BLO, চাঞ্চল্য চাঁচলে

সরকারি স্কুলে প্রার্থনা সভায় গাইতে হবে ‘বাংলার মাটি বাংলার জল’, বিজ্ঞপ্তি জারি মধ্যশিক্ষা পর্ষদের

বিধানসভা নির্বাচনের আগে কোচবিহার থেকে কামারহাটি ‘বাংলা বাঁচাও যাত্রা’র ডাক বামেদের

বিলাসবহুল জীবন যাপনের জন্য একের পর এক চুরি, চুঁচুড়া থেকে গ্রেফতার ২ অভিযুক্ত

টাকা না দেওয়ায় মাকে কাঁটারি দিয়ে কুপিয়ে খুন করল গুণধর ছেলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ