-273ºc,
Friday, 2nd June, 2023 3:37 am
নিজস্ব প্রতিনিধি,বাঘমুন্ডি: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গা পূজা। দশভূজা দেবী দুর্গা জয়ের প্রতীক। যুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্রে বিরাজ করেন তিনি।দেবী দুর্গা(Debi Durga) মূর্তি নয়।দেবী পূজিত হন অস্ত্রের প্রতীকে।
এমনি চিত্র দেখা গেল সোমবার,পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের অন্তর্গত ঝাড়খন্ড লাগোয়া তুন্তুরী সুইসা অঞ্চলের আটনা গ্রামে।
তিনশো বছরের ও বহু প্রাচীন এই দুর্গা পুজো(Durga Puja) কখনো হয় না মূর্তিতে।পূজো হয়ে আসছে শুধু অস্ত্রশস্ত্র ও পুথিকে সামনে রেখে। এটি মাহাতো পরিবারের জমিদার বাড়ির পারিবারিক পূজো।
ওই পরিবারের কৃষ্ণ চন্দ্র মাহাতো(Krishna Chandra Mahato) জানান,আমাদের পূর্ব পুরুষ থেকে এই দেবী দুর্গার জয়ের প্রতীক অস্ত্রশস্ত্র দিয়ে পূজিত হয়ে আসছে।তিনশো বছরেরও আগে আমাদের পূর্ব পুরুষ স্বর্গীয় ধানিরাম মাহাতোর সঙ্গে জমি ধকল কে কেন্দ্র করে যুদ্ধ বাঁধে, গ্রামের মানকি সম্প্রদায়ের । লড়াইয়ে ব্যবহৃত অস্ত্রশস্ত্রকে দিয়ে পূজিত হয়ে আসছে দুর্গাপুজো।অস্ত্রশস্ত্র গুলো পুজো হয় চার দিন ধরে। সেগুলি হল তলোয়ার,ঢাল,ধনুক, বল্লম ও প্রাচীন পুঁথি।মায়ের পুজোতে যে সব নিয়ম থাকে সবেই মেনেই পূজিত হয়। রীতিমতো সন্ধিপূজোয় হয় পাঠাবলি।
তিনশো বছরের এই প্রাচীন পুজোতে অংশ নেন গ্রামের ব্রাহ্মণ,নাপিত ও ঢাকিরা। দেবীর দুর্গার শক্তিরূপে অস্ত্রশস্ত্র পুজোতে খরচ বহন করার জন্য পূর্ব পুরুষ থেকে চলে আসা ঐ সময়ের ধনিরাম মাহাতো (Dhaniram Mahato)দিয়েছিলেন জমি।
বংশানুক্রমিকভাবে তিন মাহাতো পরিবার চালিয়ে আসছেন এই পুজো।
পাশাপাশি, জমিদার পরিবারের পনেরো প্রজন্মের সদস্য জয় প্রকাশ মাহাতো জানান, পূর্বপুরুষ থেকে চলে আসা ঐতিহ্য মেনে করা হয় মায়ের আরাধনা। এই জমিদারের পারিবারিক পূজোয় মেতে উঠেন গ্রামের সকলেই। প্রাচীন অস্ত্রশস্ত্র ও পুঁথির মাঝে দেবীকে দেখার সৌভাগ্য হয় সকলের।