এই মুহূর্তে




অষ্টমীর সন্ধ্যা গড়াতেই জনসমুদ্রের রূপ ধারণ করেছে ‘চন্দননগর’




নিজস্ব প্রতিনিধি,চন্দননগর: শনিবার মহা অষ্টমী। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে চন্দননগর স্টেশনে রাত যত গড়াচ্ছে তত মানুষের ভিড় উপচে পড়ছে চন্দননগর স্টেশনে। চন্দননগর স্টেশন(Chandannagar Station) থেকে বহু মানুষ মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিচ্ছে পায়ে হেঁটে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে অষ্টমীর রাত কিন্তু চন্দননগরের দর্শনার্থীর জনসমুদ্রের রূপ ধারণ করেছে। চন্দননগর থেকে ভদ্রেশ্বর সমস্ত স্টেশনেই পুলিশ প্রশাসনের নজরদারি ছিল চোখে পড়ার মতন । যদি কোন ব্যক্তির ট্রেন থেকে নামতে অসুবিধা হচ্ছে, তাদেরকেও সাহায্য করছে পুলিশ প্রশাসন। অষ্টমীতে জমজমাট চন্দননগরের জগদ্ধাত্রী পুজো(Jagadhatri Puja) । অষ্টমীর পূজা পাটের পাশাপাশি অঞ্জলির পর্ব সমাপ্ত । অনেকেই রাতের ভিড় এড়াতে দিনের বেলায় ঠাকুর দেখা সেরে নেন।

একদিকে যেমন চন্দননগরের আলোকসজ্জা অন্যদিকে থিমের পুজো টেক্কা দিচ্ছে কলকাতার দুর্গাপূজাকে। বড়বাজার সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি ,পরম্পরা, দৈবক পাড়া, উদ্দি বাজার, চন্দননগর নোনাটোলা তাক লাগানো মণ্ডপ তৈরি করে নজর কেড়েছে সকলের ।এদিকে,অবশেষে চন্দননগরে স্টেশন রোডের মধ্যাঞ্চল পুজো কমিটিকে লেজার শো(Lezar Show) করার অনুমতি দিলেন পুলিশ কমিশনার। শুক্রবার মহাসপ্তমীর রাতে চন্দননগর মধ্যাঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির সমস্ত লাইট বন্ধ করে দিয়ে প্রতিবাদ বিক্ষোভ করে মধ্যাঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির সদস্য ও সদস্যাবৃন্দরা । অবশেষে চন্দননগর কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালভির হস্তক্ষেপে শুক্রবার গভীর রাতে সমস্যার সমাধান হল। শনিবার অষ্টমী তিথির রাতে লেজার শো করার অনুমতি দিলেন পুলিশ কমিশনার। তবে অষ্টমীর সন্ধ্যায় পুলিশ কমিশনার নিজে চন্দননগর শহরের মধ্যাঞ্চল জগদ্ধাত্রী পুজো কমিটির মন্ডপের সামনে টানা এক ঘন্টা। উপস্থিত থাকবেন। নিজের চোখে লেজার শো চলাকালীন সেখানকার ভিড় নিয়ন্ত্রণ করা যাচ্ছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখবেন। শুক্রবার গভীর রাতে পুলিশ কমিশনারের(CP) সঙ্গে মধ্যাঞ্চল জগদ্ধাত্রী পুজো কমিটির সদস্যদের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তারপরই মঙ্গলবার ভোর রাত থেকে ওই পুজো কমিটি তাদের বন্ধ থাকা সমস্ত আলো পুনরায় সুইচ অন করে দেয়। এর আগে শুক্রবার রাতে লেজার্য চলাকালীন অতিরিক্ত ভিড় হয় চন্দননগর স্টেশন রোডে। তাই মধ্যান্বল জগদ্ধাত্রী পুজোর নিজস্ব বন্ধ করে দেন চন্দননগর কমিশনারেটের বর্তমান পুলিশ কমিশনার।এই প্রতিবাদে ওই পুজো মন্ডপের সমস্ত রাস্তার আলো ও মন্ডপের আলো বন্ধ করে দেন সদস্যরা। কমিটির সদস্যরা জানান ,বিগত ৩ বছর ধরে চন্দননগর স্টেশন রোডের পুকুরপাড়ে লাইট অ্যান্ড সাউন্ড এর ব্যবস্থা করা হয় ।বিগত তিন বছর ধরে কোনরকম অপ্রীতিকর ঘটনা, অ্যাক্সিডেন্ট বা কোন সমস্যার সম্মুখীন হয়নি কেউ। কিন্তু এ বছর চন্দননগর পুলিশ কমিশনারের পুলিশ কমিশনার অমিত পি জাভালভি মধ্যাঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির সদস্যদের নির্দেশ দেন যে এই লেজার লাইট বন্ধ করতে হবে ।তারপরেই সমিতির পাঁচজনের প্রতিনিধি দল চন্দননগর পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে গেলে তাদের সঙ্গে কোন রকম কথাবার্তা বলতে চাননি পুলিশ কমিশনার।

তারপরেই চন্দননগর মধ্য অঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির সদস্য ও সদস্যরা সিদ্ধান্ত নেয় যে যতদিন না পুলিশ কমিশনার আমাদের লেজার লাইটের অনুমতি দেবে ততদিন আমরা চন্দননগরের মধ্যাঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পূজার সমস্ত লাইট এবং প্যান্ডেলের যে সমস্ত লাইট সবকিছু বন্ধ রেখে প্রতিবাদ জানাবো ।শুধুমাত্র ঠাকুরের সামনে একটি লাইট জ্বলবে। কারণ ঠাকুরকে তো আর অন্ধকারে রাখতে পারবে না। সেই কারণেই এই ব্যবস্থা নিতে হয় পুজো কমিটির সদস্যদের। প্যান্ডেলের সামনে মধ্যাঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির সকল সদস্য সদস্যরা একত্রিত হয়ে বসে পড়েন। অবস্থান বিক্ষোভ চালায় এবং তারা জানায় যতদিন না পর্যন্ত চন্দননগর পুলিশ কমিশনারের কাছ থেকে কোনরকম না পাচ্ছি ততদিন আমরা সমস্ত গেট লাইট এবং প্যান্ডেলের লাইট সমস্ত কিছু বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি মধ্যাঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির। এই ঘটনাকে কেন্দ্র করে সপ্তমীর রাতে উত্তেজনা দেখা দেয় চন্দননগর শহরে। এরপর গভীর রাতে পুলিশ কমিশনারের সঙ্গে ওই পুজোর উদ্যোক্তাদের বৈঠকে মেলে সমাধান সূত্র।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দলের কেউ নন ,অথচ বিলাসবহুল গাড়িতে বোর্ড লাগিয়ে ঘুরে বেড়ানোর অভিযোগ

আদালতের নির্দেশে মগরাতে অপরাধী ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ, আহত ৩ ,ধৃত ১১

মিলল না রফাসূত্র, আমজনতাকে বিপদে ফেলে ধর্মঘটে আলু ব্যবসায়ীরা

রামজীবনপুর পুরসভার কাউন্সিলরের স্ত্রী পেলেন ‘হাউস ফর অল’ স্কিমে বাড়ি

জাতীয় পতাকা সম্মান না করলে বাংলাদেশিদের চিকিৎসা করবেন না ভারতীয় চিকিৎসক

নজরে ২০২৬-এর বিধানসভা নির্বাচন, তৃণমূলের বিধায়কদের একগুচ্ছ দাওয়াই মমতার

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর