এই মুহূর্তে




সকাল থেকেই পুজো দর্শনে উন্মুক্ত রিষড়া, একদিনে হল ৪৫টি পুজোর উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার থেকে খুলে গেল হুগলির আরও এক জগদ্ধাত্রী নগরী রিষড়ার মায়ানগরীর দ্বার। মূলত নবমী থেকে পুজো ও মণ্ডপ সজ্জা দেখা শুরু হয় রিষড়ায়। পাঁচ দিনের উৎসবের মরশুমের সূত্রপাত ঘটেছে বুধবার। বুধবার ছিল অষ্টমী। রিষড়া কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির উদ্যোগে বুধবার প্রকাশিত হয় পুজোর গাইড ম্যাপ। সেখানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক সুদীপ্ত রায় সহ প্রশাসনিক ও পুলিশ কর্তারা।

বুধবার শহরের ১০৩ টি বারোয়ারি পুজোর মধ্যে ৪৫ টির উদ্বোধন হয়েছে। অনেকগুলি পুজো উদ্বোধন করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দু’দিন ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল বঙ্গে। সেসব উপেক্ষা করেই সেজে উঠেছে রিষড়া। অপূর্ব দৃশ্যপটে পূর্ব ও পশ্চিম রিষড়া শহরের উভয় দিকেই দুর্দান্ত সব মণ্ডপ আলোকসজ্জায় সেজে উঠেছে।

বিগত কয়েক বছর ধরেই জগদ্ধাত্রী পুজোয় হাত পাকিয়েছে রিষড়া। তারা বারবার চেষ্টা করছে চন্দননগরকে টেক্কা দেওয়ার। সেই সঙ্গে বেড়েছে পুজোর সংখ্যাও। এবছরও অন্যথা হয়নি। নানারকম থিমের পসরা সাজিয়ে মায়ানগরী হয়ে উঠেছে রিষড়া। ইতিমধ্যেই সকলের দৃষ্টি আকর্ষণ করেছে থিম মেসিময়। বিশ্ব ফুটবলের রাজপুত্র মেসিকে নিয়েই হয়েছে থিমের আয়োজন। ক্রীড়াপ্রেমীদের জন্য এমন থিম করে চমকে দিয়েছে রিষড়ার বাঙ্গুরপল্লী। এই প্রথম জগদ্ধাত্রী পুজো করছে তারা। মেসিময় থিমে উঠে এসেছে মেসির জীবন থেকে শুরু করে বিশ্বকাপ জয় পর্যন্ত সবকিছু।

বুধবার গাইড ম্যাপ প্রকাশের পাশাপাশি নিরাপত্তা নিয়েও নির্দেশিকা জারি হয়েছে। শহরে যান চলাচলের ওপরে বিধি-নিষেধ আরোপিত হয়েছে। ফলে বৃহস্পতিবার সকাল থেকেই সকল বিধি নিষেধ বলবত হয়েছে। এবার পুজো হচ্ছে পাঁচ দিনের অর্থাৎ একদিন বেশি । ফলে বিপুল দর্শক সমাগম হবে বলেই আশা করছেন উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান। তিনি জানিয়েছেন অভিনব সজ্জায় সেজে উঠেছে রিষড়া। দর্শকদের আনন্দ দানের জন্যই এই সমস্ত আয়োজন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পথ দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

এগরায় জমি বিবাদ ঘিরে সংঘর্ষ, দু’পক্ষের বাড়িতে আগুন

মানতে পারেননি ছেলের মৃত্যুশোক, ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মা

চন্দ্রকোণাতে ৬৯ হাজার টাকার খুচরো পয়সা দিয়ে নতুন স্কুটি কিনলেন চা বিক্রেতা, গুনতে সময় লাগলো ২ ঘণ্টা

ঠাকুরনগরের আমরণ অনশন মঞ্চে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ঘোলার বাসিন্দা নিতাই মণ্ডল

কালনার রাস্তায় বালুরঘাটের এনুমারেশন ফর্ম! উদ্ধারের পর রাজনৈতিক তরজা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ